নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনে দিনে দিন ফুরিয়ে যায়...

রোদ্দুর মামুন.

আসলে লেখালেখির যোগ্যতা এখনো তেমন একটা নিজের অস্তিত্বে ধারন করতে পারিনি । তবে ভালবাসার বা ঘৃনা পাওয়ার মানুষদের জন্য কিছু লিখতে হয় । আর এই তারনা থেকেই ব্লগীয় জগতে শামীল হওয়ার ইচ্ছে ছিলো বহুদিনের।কিন্তু নিজের অক্ষমতার কারনে তা আর পারা হয়ে উঠেনি । তবে সাইফ নামের কোন এক মানবীয় গুনাবলি সম্পন্ন প্রানীর সাহায্যে তা পারা হয়ে উঠলো । জানিনা এ আনকোরা নবীনকে ব্লগীয় বন্ধুরা বা পাঠকরা কিভাবে নেবেন....। তবে আজ থেকে মুক্ত চিন্তার আনন্দে আমিও হাসবো ।আশাকরি ভাল লাগা বা মন্দ লাগার বিষয়গুলো প্রিয় পাঠকগণ শেয়ার করবেন । সবাইকে ধন্যবাদ....

রোদ্দুর মামুন. › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন তরুন তূর্কী

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

প্রগতিশীল তরুন সাংবাদিক দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফের জন্মদিন আজ। ১৯৮৮ সালের আজকের দিনে পঞ্চগড় জেলায় বাবা মোঃ ইউসুফ আলী এবং মা আছমা আক্তারের ঘরে জন্মগ্রহন করেন তিনি।

ছোটবেলা থেকেই এ তরুন মেধার সাক্ষর রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন সেই কিশোর বয়সেই। পড়াশোনাতেও ছিলেন তুখোড় মেধাবি। ২০০৫ সালে দেবীগঞ্জ এন এন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সফলতার সাথে এসএসসি পাশ করেন। অতঃপর রংপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ২০১৪ সালে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা কলেজের গণিত বিভিগে ভর্তি হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতাকে নিজের বিবেকের প্রতিনিধি মনে করা এ তরুন ২০০৯ সালে যুগান্তরে প্রদায়ক হিসেবে কাজ শুরু করেন। তারপর নিজের প্রতিভাই তাকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। কিছুদিন বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারের সাথেও সম্পৃক্ত থাকেন। ২০১১ সালে দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তরের ট্যাবলয়েড 'ঘরে বাইরে’য়ের সহ-সম্পাদক এবং পরের বছর ফিচার বিভাগেরও সহ-সম্পাদক হিসেবে যোগদান করে মিডিয়া জগতে নিজের প্রতিভার জানান দেন। এছাড়াও কিছু সময় তিনি জনপ্রিয় অনলাইন নিউজ মাধ্যম পরিবর্তন ডট কমের জ্যৈষ্ঠ সাংবাদিক হিসেবে পরিবর্তনের হাল ধরে রেখেছিলেন।
বর্তমানে দেশের তরুন অগ্রজ সাংবাদিকদের মধ্যে যাকারিয়া ইবনে ইউসুফ এক পরিচিত নাম। সাংবাদিকতায় নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। পাশাপাশি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বিভিন্ন সামাজিক সংঘঠন এবং জাতিয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের । বর্তমানে এ তরুন তূর্কী ঢাকা কলেজে সাংবাদিক সমিতির সভাপতির পদও অলংকৃত করে আছেন।
আজ অগ্রজ এ তরুনের জন্মদিনে সকল ব্লগারদের পক্ষ থেকে থাকলো শুভেচ্ছা এবং শুভ কামনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.