নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ছিলো মেঘ হবো........

জানতেই আছি আর জানতেই আছি,জানার আর শেষ হয়না......

রহস্যময়ী কন্যা

'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'

রহস্যময়ী কন্যা › বিস্তারিত পোস্টঃ

প্রপোজ এবং অতঃপর.........

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন যুবক। কন্ঠে তাহার সুমিষ্ট গান। কি যাদু করিলা পিরীতি শিখাইলা থাকিতে পারিনা ঘরেতে.......শার্টের পকেটে লুকানো গোলাপ ফুল। জ্বী, ঠিক চিনেছেন। আমাদের বল্টু ভাই। এলাকায় তিনি অনেক সুপরিচিত এবং একি সাথে বিখ্যাত। তা তো হবেনই। এলাকায় যত ছোট ভাই আছে বিশেষ করে যাদের সুন্দরী বোন আছে তাদের তো কখনো চকলেট কোল্ড ড্রিংক্স আর কিনে খেতে হয়না। আর যাদের নেই তারাও যে পায়না তা কিন্তু নয়। কারণ,এলাকার কন্যাদের কাছে বল্টু ভাইয়ের প্রেমপত্র দেয়ার মত অতি গুরুত্বপূর্ণ কাজটি তারাই করতো কিনা তাই। আর মেয়েদের প্রপোজ করায় তিনি এতোটাই অধ্যবসায়ী ছিলেন যে তাকে অনায়াসেই রবার্ট ব্রুসের সাথে তুলনা করা যায়। জীবনে তিনি এতো মেয়েকে প্রপোজ করেছেন যে গুনতে গেলে বোকামি হবে। যদিও সব বিফলে যায় তাও তিনি মনঃক্ষুণ্ন হন না।নতুন উদ্যমে আবার কাজ শুরু করেন।

কিন্তু এইভাবে আর কত দিন?? তার ছোট ভাইয়েরা তার সামনে দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে আর তিনি চেয়ে চেয়ে দেখবেন তা কি হয় নাকি? মহল্লায় তার একটা ইমেজ আছেনা?বল্টু ভাই তার সব চেলাকে ডেকে পাঠালেন। বল্টু ভাইয়ের আড্ডায় চিপস আর চকলেট মাস্ট থাকবে তাই পোলাপান পারলে ডাকার আগেই চলে আসে। সবাইকে নিয়ে গোলটেবিল বৈঠকে বসলেন বল্টু ভাই।

"এইভাবে তো আর থাকা যায়না। গার্লফ্রেন্ড তো আমার লাগবেই লাগবে। তোরা আমাকে আইডিয়া দে তো কি করা যায়?? নাহয় এলাকায় আমার মানইজ্জত আর থাকবে না।" বিষন্ন হয়ে বললেন বল্টু ভাই।

অনেকেই অনেক রকম বুদ্ধি দিচ্ছে কেউ বলে একসাথে একগাদা চিঠি দিতে কেউ বলে অনেক দামী গিফট করতে কেউ বলে মেয়ের সামনে ঐ মেয়েকে বিরক্ত করে এমন ছেলেদের ধোলাই দিয়ে হিরো সাজতে কিন্তু বল্টু ভাইয়ের হাতের লেখা যা তা, বল্টু ভাই অনেক গিফট কিনলেও চকলেট ছাড়া আর তেমন কিছুই বুঝেন না যে কি দিবেন, আবার বেটে খাটো বল্টুভাই মারামারি খুব ভয় পান।

চেলাদের মধ্যে স্যাম ছিলো অনেক চালাক। সে বললো যে বল্টু ভাই আপনি এক কাজ করেন, সবসময় তো আপনি লুকিয়ে লাভলেটার দিয়ে প্রপোজ করেন তো এইবার সিনেমার হিরোদের স্টাইলে গোলাপ দিয়ে কোন মেয়েকে সবার সামনে প্রপোজ করে ফেলেন।দেখবেন এইবার কাজ হবে। স্যামের বুদ্ধিটা পছন্দ হল বল্টু ভাইয়ের।আগামী পরশু এলাকায় এক বোনের বিয়ে।বোনের বান্ধবীরা তো আসবেই।চেলাদের সাথে পরামর্শ করে সব ঠিক করে ফেললেন বল্টু ভাই।

অবশেষে এলো সেই কাঙ্খিত দিন।টুকটুকে লাল পান্জাবী পরে বল্টু ভাই রেডী।সাথে চেলারাও।মেয়েও সিলেক্ট করা হলো।প্রথমে ছোট একটা মেয়ে কে দিয়ে গোলাপ পাঠানো হল।মেয়ে তো অবাক।কে পাঠাইলো গোলাপ??

এরপর আর একটা।এরপর আর একটা।এরপর সুযোগ বুঝে হাটু গেঁড়ে মেয়েটার সামনে বসে পরলো বল্টু ভাই।হাতের লাল গোলাপ টা বাড়িয়ে দিয়ে বলেই ফেললো হৃদয়ের কথা।"মেয়ে তোমার হাসির শ্রাবন জলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই।হবে কি আমার?"

মেয়েটা বাড়িয়ে দেয়া ফুলটা নিলো না। অবাক হয়ে তাকিয়ে রইলো। বল্টু ভাই এবার তার সাগরেদদের দিকে তাকালো। তারাও কিছু বলছেনা। অপরাধীর মত তাকিয়ে আছে। সবাই চুপ। কি ব্যাপার?? কোন ভুল হলো না তো?? সবার দৃষ্টি অনুসরন করে বল্টু ভাই পিছনে একবার তাকালো আর সাথে সাথে ভুত দেখার মত চমকে উঠলো। প্রপোজ এর চিন্তায় এতো বেশী মগ্ন ছিলো যে তার মা যে এই বিয়েতে আসবে এটাও মনে ছিলো না তার। তার মা সবার সামনে আর কিছু বললেন না। বল্টু ভাইকে নিয়ে চলে গেলেন।তারপর কি হল জানা যায়নি। তবে বল্টু ভাইয়ের পকেটে আর কখনো গোলাপ দেখা যায়নি।

মন্তব্য ৬৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভালো লাগা..চমকপ্রদ পোস্ট ভাইয়া.......

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।ভালো থাকবেন....

২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

অনীনদিতা বলেছেন: আহারে :(
বল্টু ভাইয়ের জন্য মনটা খারাপ হয়ে গেলো:(
তবে বল্টু ভাইকে দেখে কেন জানি জাহিদ হাসানের চেহেরা ভেসে উঠলো;)

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

রহস্যময়ী কন্যা বলেছেন: হা হা হা তাই নাকি আপুনি?? :) :)

৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

অন্ধকার রাজপুত্র বলেছেন: ha ha hah , moja pailam :-D

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

রহস্যময়ী কন্যা বলেছেন: আমিও...... :) :)

৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: আহালে বল্টুভাইয়াটা!:P

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

রহস্যময়ী কন্যা বলেছেন: :P :P :P ধন্যবাদ আপুনি.......

৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

রসের হাড়ি বলেছেন: আপু আপনার অনুমতি ছাড়াই ফেসবুকের পেজে আমার নাম দিয়ে শেয়ার করলাম। :!> প্রপোজ এবং অতঃপর......... by রহস্যময়ী কন্যা শিরোনামে। আশা করি রাগ করবেন না.. :P

৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

রসের হাড়ি বলেছেন: আপু আপনার অনুমতি ছাড়াই ফেসবুকের পেজে আপনার নাম দিয়ে শেয়ার করলাম। শিরোনামে। আশা করি রাগ করবেন না.. ******

### আপনার নাম দিয়ে ###

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

রহস্যময়ী কন্যা বলেছেন: আপনার ফেবু পেজ এর লিংকটা দেন যেখানে শেয়ার করেছেন

৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আহারে , বল্টু ভাই ।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

রহস্যময়ী কন্যা বলেছেন: :D :D :D

৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

শায়েরী বলেছেন: Haha moza pelam
Eta ki real story?

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

রহস্যময়ী কন্যা বলেছেন: জী ভাইয়া।আপনি এই প্রথম আমার ব্লগে আসলেন.... অনেক খুশি হয়েছি।ভালো থাকবেন

৯| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বাংলাদেশী দালাল বলেছেন: সত্য নাকি। না সপ্ন ? মেয়েরা আবার সপ্ন বেসি দেখে।

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

রহস্যময়ী কন্যা বলেছেন: ছেলেরা কি স্বপ্ন দেখেনা নাকি ভাইয়া??? :D :D

১০| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মাক্স বলেছেন: :P:P:P

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)

১১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Eje dekhci arek jontu mama.

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০

রহস্যময়ী কন্যা বলেছেন: হাহাহা...ভালো আছেন তো ভাইয়া??

১২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

একজন আরমান বলেছেন:
আহারে বল্টু ভাই। =p~ =p~ =p~


চালিয়ে যান লেখা।
শুভকামনা রইলো।

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।শুভকামনা.....

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

জানতে চায় বলেছেন: =p~ :)

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

অহন_৮০ বলেছেন: ভালোই লাগছে

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ......

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: মজা পেলাম :D :D :D

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

রহস্যময়ী কন্যা বলেছেন: thnx vaiya. :)

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: গল্পটা মজাই লাগলো !


কিন্তু শেষের অংশ ‍টুকু বুঝলাম না ! সে আসলে কাকে প্রপোজ করছে ?

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া প্রপোজ যাকেই করুক হিরো সাজতে গিয়ে জিরো হয়ে গেছে এটাই কথা...অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া :)

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:০১

দি সুফি বলেছেন: বল্টু ভাইয়ের আম্মা,
জিন্দাবাদ জিন্দাবাদ B-)) B-))

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :) :)

১৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B:-) B:-) মিলে গেল দেখতাসি! ;) :P :P

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩

রহস্যময়ী কন্যা বলেছেন: kar sathe apuni??apnar sathe naki??

১৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

runningX বলেছেন: ভালোই মজা করে লিখেন আপনি। +++++++++++

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।ভালো থাকবেন অনেক....।

২০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

রসের হাড়ি বলেছেন: আমার ১ম কমেন্টেই লিংকটা দিছি :D এখানে ক্লিক করুন

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬

রহস্যময়ী কন্যা বলেছেন: পরে দেখেছিলাম..... :)

২১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

দুঃখিত বলেছেন: বল্টুতো পুরাই বিল্লু হইয়া গেলো ;)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

রহস্যময়ী কন্যা বলেছেন: :P :P :P

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
নাইস ---
শুভকামনা রইলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি।আমার বাড়িতে আপনাকে স্বাগতম..... :)

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

রাফা বলেছেন: সবাইতো ভালোই বললো, আমি না-হয় খারাপই বলি। :P :P ভালো লাগলো।

ধন্যবাদ, রহস্যময়ী কন্যা।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

রহস্যময়ী কন্যা বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া।শুভকামনা রইলো :)

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


এটা দিয়ে একটা নাটক বানালে আর টা জাহিদ হাসান কে দিয়ে করালে ভালো হয় !!! =p~ =p~ =p~



বেচারা বলটু মিয়াঁ :(

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

রহস্যময়ী কন্যা বলেছেন: হাহাহা....জাহিদ হাসান রাজি থাকলে ভেবে দেখতে পারি :P :P :P

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

সপ্নাতুর আহসান বলেছেন: বল্টু??????? :P :) :)

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

রহস্যময়ী কন্যা বলেছেন: :P :P :P

২৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

২৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

সপ্নাতুর আহসান বলেছেন: @ রসের হাড়ি
আশা করি লেখা শেয়ারের সময় নামের সাথে পেজ এর লিঙ্কটা দিয়ে দিয়েছেন। লেখক/লেখিকাকে প্রাপ্য সম্মানটুকু দিলে মনে হয় না কোন পেজ এর বিন্দু মাত্র ক্ষতি হবে। ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: হে বন্ধু বিদায়

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

রহস্যময়ী কন্যা বলেছেন: দেখে আসলাম ভাইয়া....বিদায় না।নববর্ষের শুভেচ্ছা দিলাম.......

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

শুকনোপাতা০০৭ বলেছেন: হিহিহি...দারুন লিখেছো আপু... :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি.........

৩০| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)

৩১| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৯

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: ছ ছেড :P :P :P

৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৮

রহস্যময়ী কন্যা বলেছেন: হিহিহি :P :P :P

৩২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.