![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহফুজ আনামের সত্য উচ্চারণের রশি ধরে টেনে চলছেন অসত্যবাদিরা । মূলত , যারা সত্য উচ্চারণ করতে শিখে নাই তারাই সত্যবাদিকে ভয় পায় । ভয় -আর কিছু না -ওই সত্য যদি তাদের গোপন চেহারা প্রকাশ করে দ্যায় তো তারা নিজের অস্তিত্ব নিয়াই বিপদে পড়ে যাবার ভয়ে চিৎকার করে কারণেঅকারণে ।
ব্যাসিক্যালি মানুষ জানোয়ারের জাত । তাই তার শিক্ষাদীক্ষায় আভিজাত্যে ব্যতিক্রম হয়ে উঠতেউঠতে সে আবার পাশবিক হয়ে উঠে ।শেখ হাসিনার নামে মিথ্যা খবর প্রকাশ সামরিক সরকারের সময় -এ্যাই সত্য উচ্চারণ এখন মাহফুজ আনামকে দ্বিধাবিভক্ত মানুষিক শাস্তির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে । তাকে বলতে হচ্ছে বা মামলা হচ্ছে তার নামে --কেনো তিনি শেখ হাসিনা;র নামে মিথ্যা খবর ছেপেছেন ?
ভুল তো ভুল । যদি সেটা উদ্দেশ্যপ্রণোদিত হয় তবে তার ব্যাখ্যা ভিন্ন । তবে সামরিক সরকারের ভয়ে যে সব সম্পাদক ওই অগণতান্ত্রিক সম্পাদনায় মেতে উঠেছিলেন ,সবার কাছেই বিনীত জিজ্ঞাসা -কত দামে আপনারা সেদিন বিকরি হয়েছিলেন ? দেশে যখন গণতন্ত্র বিপদমুখি সেইসময় আপনাদের কাপুরুষতা নিশ্চয়ই জাতির জন্য সম্মানের নয় । এ্যাই কাপুরুষতার খোলশ মাহমুজ আনাম খুলে দিলেন -তিনি স্বীকার করলেন কিন্তু সেইজন্য কি তিনি শাস্তি পাবেন ? প্রায় বিরোধী দল ব্যতিত বর্তমান রাজনৈতিক শূণ্যতার মুহূর্তে এ্যাই সত্য আমাদের যেমন আশ্চর্য করে ঠিক তেমনি আমরা আহতের সাথে বুঝলাম--মাহফুজ আনাম বিব্রত হচ্ছেন ।
বাঙলাদেশের ইংলিশ পত্রিকার মধ্যে 'দ্য ডেইলি স্টার' অন্যতম । দীর্ঘদিন ধরে 'ডেইলি স্টার' গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় জাতি ও সংস্কৃতি পক্ষে তার সাংবাদিকতার প্রতিশ্রুতি জনগণকে দিয়ে গ্যাছে । সারাজীবনের সমগ্র সততা ও ঝুকি কি একটা ভুলে চিহ্নিত হয়ে যাবে বর্তমান শাষক দলের কাছে ? আমরা আশা করতে চাই-মাহফুজ আনামের প্রতি সম্মান রাখা হবে । ক্ষমতা যেন তার উপর তরবারি তুলে না ধরে বরঙ সহানুভূতিসম্পন্ন করে তুলে । আপনাদের কার কাছে মোবাইল আছে ?যখন আমি জিগেশ করি পরিক্ষাহলে - যে ছাত্রটা দাড়ায় তাকে আমি শাস্তি দিতে পারি না । কারণ আমি জানি তাদের অনেকের কাছেই মোবাইল আছে ।
্ঠাৎ করে য্যামন সততা গড়ে উঠে না ,হঠাৎ করেই আবার ভেঙে পড়ে না । মাহফুজ আনামের বিব্রতকর অবস্থা থেকে মুক্তি চাইছি ।
©somewhere in net ltd.