![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাগ্যবান,
কারণ আমি কয়েক লাখ শুক্রানুর সাথে দৌড়ে প্রথম হয়ে জন্মলাভে সক্ষম হয়েছি।
কারণ আমি মানুষ হিসেবে জন্ম নিয়েছি, কোন কীটপতঙ্গ হিসেবে না, যাদের অনেকেই আমাদের পায়ের তলায় পিষ্ট হয়ে রোজ মরছে।
কারণ আমার জন্মের পর আমার মা আমাকে কোন ডাস্টবিনে ফেলে রেখে যায় নি।
কারণ ছোট বেলাতেই আমাকে কেউ চুরি করে নিয়ে গিয়ে বেঁচে দেয় নি অথবা হাত পা ভেঙ্গে ভিক্ষা করতে বাধ্য করে নি।
কারণ আমি তিনবেলা খেতে পাই যেখানে অনেক মানুষই অনাহারে দিন কাটায়।
কারণ যেখানে ঠান্ডায় মানুষ মারা যাচ্ছে সেখানে অন্তত আমাকে ঠান্ডায় কষ্ট করতে হচ্ছে না।
কারণ আমি সেই প্যারালাইসিসের রুগি না যাকে তার বাকি জীবনটা হুইল চেয়ার অথবা বিছানায় শুয়েই কাটাতে হবে।
কারণ বিভিন্ন খারাপ সময় পার করে এখনও ভাল আছি।
কারণ আমি একজন সুস্থ সবল মানুষ যার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে।
এমন আছে আরো অনেক কারণ।
যেখানে এত কারণ আনন্দে থাকার সেখানে কেন ছোট ছোট কারণ মন খারাপ থাকবে কারো?
তাই কারো দুঃখবিলাস দেখলে মাইর দিতে মন চায়। বাঁচো এবং আনন্দের সাথে বাঁচো। মনে রাখবেন , আপনাকে সবচেয়ে বেশি ভালো আপনি রাখতে পারেন, অন্য কেঊ না। কারন আপনি যদি ভালো থাকতে না চান স্বয়ং ডোনাল্ড ট্রাম্পেরও সাধ্য নেই আপনাকে সুখি করার। ভেবে দেখুন তো, আজ যদি আপনার জীবনের শেষ দিনটি হয়, আপনি কি এভাবেই দিনটি কাটাতেন যেমনটা এখন কাটাচ্ছেন?
So..
Love to be happy.
Live the day as it is your last..
Life is so beautiful. Just take a glance with a different view.
২| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ !! অনেক ধন্যবাদ আপনাকে ।
৩| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০
লেখা পাগলা বলেছেন: ভালো লেখেছেন ।
৪| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: say ALHAMDULILLAH...
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনি আসলেই ভাগ্যবান