![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংঘাতিক রকমের খারাপ একখান চাঁদ ঊঠেছিলো সেদিন রাজধানীর বুকে। গোলগাল গোপাল ভাঁড় মার্কা চেহারা। পুরো আকাশ জুড়ে আলোর মায়াবি আঁচল ছড়িয়ে ছিলো। এমন একখান চাঁদ দেখে মনের ভেতর একধরনের অনুভূতি সাংঘাতিক রকম ভাবে উথাল পাথাল করছিলো। ইচ্ছা করছিলো যদি সারা শহরে একযোগে লোডশেডিং হোত এখন। শহরের নাম না জানা গলিটিও শুধু জোত্স্নার আলোয় মাখা থাকতো শুধু চাদের জ্যোৎস্নায়।
বিশেষ প্রিয় একজন কেউ সাথে থাকলে তার কাঁচা ঘুম থেকে ডেকে তুলে হাত ধরে নিয়ে যেতাম বারান্দায় বা ছাদে (কোন খোলা মাঠে বা প্রান্তরে নিতে চেয়েছিলাম , কিন্তু ঢাকায় এই জিনিসটার বড়ই অভাব)।হয়ত সে বিরক্ত হবে। হোলোই নাহয় একটু। চাদের এমন আলো যে মন ভালো করা আলো। এই আলো কারোর মনই ভার রাখতে দিবে না।
তাকে অনুরোধ করতাম "চাঁদের হাসি বাঁধ ভেঙেছে" গানটা শোনাবার। মুগ্ধ শ্রোতার মতো তার গান শুনবো, অপলক তাকিয়ে থাকবো জোত্স্নালোকিত তার স্নিগ্ধ সৌন্দর্য পানে। নিজেও হয়তো হেঁড়ে গলায় মাঝে মাঝে তার সাথে যোগ দিতাম। আমার গানে হয়তো সে হেসে উঠবে। কাঁচের চুড়ির মতো রিনরিনে সেই হাসির শব্দ শুনবো আর আপন মনে ভাববো এমন হাসি কি কোন মানবীর হতে পারে..
হাতে হাত, চোখে চোখ রেখে বসে রবো দুজন।
এভাবেই কেটে যাক না সারাটা রাত, ক্ষতি কি ..
©somewhere in net ltd.