নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

রমিত রহমান

রমিত রহমান › বিস্তারিত পোস্টঃ

শুধু পড়ে যান উত্তর দিতে হবেনা

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮



শুধু পড়ে যান উত্তর দিতে হবেনা:

দয়া করে গুগল করবেন না, নিজের স্মৃতিশক্তির উপর ভরসা করুন। ভুল হলে হোক।

১। পৃথিবীর প্রথম দশ জন সেরা ধনীর নাম বলুন।
২। পৃথিবীর সর্বশেষ ১০ জন ম্যারাথন চ্যাম্পিয়নের নাম বলুন।
৩। সর্বশেষ পাঁচ জন মিস ইউনিভার্স এর নাম বলুন।
৪। শেষ পাঁচ জন অস্কার বিজয়ীর নাম বলুন।
৫। দশ জন নোবেল বা পুলিৎজার পুরস্কার বিজয়ীর নাম বলুন।
৬। গত পাঁচ বছরের বিশ্বসেরা ফুটবলারের নাম বলুন।

আপনার ফলাফল কিরকম?

কথাটি হল গতকালের হেডলাইন কেউ মনে রাখিনা। যাদের নাম উপরে চাওয়া হল তারা কেউ দ্বিতীয় শ্রেনীর মানুষ নন। তারা নিজ নিজ ক্ষেত্রে সেরা, বিশ্ব সেরা।
কিন্তু হাততালি থেমে যায়, পুরস্কারের আলো নিভে যায়, সাফল্য মানুষ ভুলে যায়, ভুলে যায় তাদের মেডেলের কথা।তাদের মেডেল আর সাফল্যের গল্প তাদের সাথেই সমাধিস্হ হয়। তাদের জন্য স্মৃতি ক্ষনস্হায়ী।

এবার নীচের প্রশ্নগুলোর উত্তর দিন তো:

১। কয়েকজন শিক্ষকের নাম বলুন যারা আপনাকে স্কুলের গন্ডি পেরুতে সাহায্য করেছে।
২। তিনজন বন্ধুর নাম মনে করুন যারা আপনাকে আপনার দুঃসময়ে সামান্য হলেও সাহায্য করেছে।
৩। পাঁচ জন লোকের নাম বলুন যারা বিভিন্ন সময়ে আপনাকে কিছু দরকারী জিনিস শিখিয়েছে।
৪। কয়েকজনের কথা মনে করে বলুনতো যারা আপনার গুনের প্রসংসা করেছে, আপনার বিশেষত্বের কথা বলেছে,আপনি একজন গুরুত্বপুর্ণ এই কথাটা বলেছে।
৫। পাঁচজন লোকের নাম বলুন যাদের সাথে সময় কাটাতে আপনি ভালবাসেন।
৬। এক জন লোকের নাম বলুন যে সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করে এবং আপনার সকল বক্তব্যকেই আমল দেওয়ার চেষ্টা করে

কি, উত্তরগুলো অনেক সহজ না?

মোদ্দা কথা হল যারা আপনার জীবনকে সুন্দর করেছে, ভাল পরিবর্তন এনেছে তারা প্রচন্ড ধনী কেউনা, অনেক পুরস্কার
পাওয়া কেউনা।

তারা সেই তারা -যারা আপনার জন্য অন্তর দিয়ে ভাবে। কেয়ার করে। ভালবাসে..
জীবনে সুখি হতে আমরা সবসময় অনেক বড় বড় জিনিসের পিছনে দৌড়াই, হয়ত জীবন শেষ হয় কিন্তু দৌড় নয়। অথচ খেয়াল করে দেখুন আপনার জীবনের প্রকৃত সুখ আর শান্তি হয়তো আপনার আশেপাশেই কোন ছোট খাটো জিনিসের মাঝেই মিশে আছে। শুধ সেটাকেই খুজে বের করুন, জীবন আপনা আপনিই সুখের আর শান্তির হয়ে যাবে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর পোস্ট +

২| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: হুম।
ভালো বলেছেন।

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮

নকটারনাল বলেছেন: ভালো লিখেছেন ।
বাহবা দিয়ে গেলাম ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৬

ধুতরার ফুল বলেছেন: ভালোই বলেছেন। সহমত আপনার সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.