![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার নিবির চলা ভিতরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম।
তেমনি তোমার নিবির ছোয়া গভীরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে..
গানের লিঙ্কঃ ভালো আছি ভালো থেকো
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১২
ব্লগ মাস্টার বলেছেন: ঈদমুবারক