নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

রমিত রহমান

রমিত রহমান › বিস্তারিত পোস্টঃ

একদিন বৃষ্টিতে বিকেলে

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭


বৃষ্টি বোধহয় আমাকে খুব ভালবাসে। তাই খোলা তো খোলা, বদ্ধ জায়গাতেও আমাকে ছাড়ছে না। বিগত আধঘন্টা যাবত্‍ বাসের সিটে বসা অবস্থাতেও আমাকে ছুয়ে চলছে।
ভাই কেউ উল্টাপাল্টা কিছু ভাবার আগেই বলে দেই এটা আকাশ থেকে পড়া বৃষ্টি। :) ;)
রাস্তাতেও এতটা ভিজি নাই। তবে সুখের বিষয় একদিক থেকে পড়ার কারণে শুধু ডান কাঁধ আর পিঠ ভিজছে।
ভাবলাম আমার তো এই অবস্থা , তো আমার কাঁন্ধে অলটাইম যে শয়তানটা থাকে ঐটার কি অবস্থা। তো শুরু করলাম তার সাথে কাল্পনিক কথাবার্তা বলাঃ
=>কি অবস্থা?
=> মজা লস?("টুপক" এক ফোঁটা পানি পড়ল মাথায়), পুরা গোসল দিয়া উঠলাম , আর জিজ্ঞেস করস "কি অবস্থা"?
=> আমি কি করবো? বাসের এই অবস্থা হলে আমার কি করার আছে?
=> কি করার আছে মানে?(টুপক)দেইখা বসবি না? গতকালই জলিলের দেখা দেখি নতুন আলখেল্লা কিনসি। একদিনও যায় নাই।
=>কোন সিটটা খালি আছে দেখাও দেখি? মানুষ তো দাঁড়িয়েও আছে। আর সব গুলার ই একই অবস্থা।
=>হ বুঝছি, আর বুঝাতে হবে না। মাইরালা আমারে। এখন নতুন জামা পামু কই?(টুপক) আজকে আসার টাইমে একসেট জামা ই আনসি।
=>নিজের বুঝ নিজে বুঝ। যা ইচ্ছা কর। আমিও তো ভিজছি
=> দেখ তুই কিন্তু আমার সাথে বেশি বজ্জাতি শুরু করসিস।(টুপক) এখন জামাকাপড় খুইলা তোর ঘাড়ে বসে থাকলে দেখতে কি খুব ভালো লাগবে???
(টুপক টুপক টুপক)..
ব্যটা এখন ভিজে চুপচুপা হয়ে আমার দিকে কটমট করে আমার জবাবের অপেক্ষায় তাকিয়ে আছে। থাকুক কিছুক্ষন অপেক্ষা করে। দৃশ্যটা দেখতে মজাই লাগছে... B-) B-) B-)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ওমেরা বলেছেন: শয়তান বৃষ্টির পানিতে গোসল করে ভাল হয়ে গিয়েছে মনে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.