![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম
শিল্পীঃ ফরিদা পারভীন
তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম,
সে এখন ঘুমটা পরা কাজল বধু
দুরের কোন গাঁয়।
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়াতে এসে,
ভেজা হাতে ডাকলও আমায় বললো ভালোবেসে,
এখানে আম কুড়ানোর ধুম লেগেছে
চলনা অন্য কোথাও যাই–
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
দুপুর বেলা মল্লিকাদের আটচালাতে গিয়ে,
পুতুল খেলার ছল করেছি হৃদ্য় দিয়ে নিয়ে
সে কথা ভাবলে এখন বর্ষা নামে
দুচোখে সজল ভরসায়—
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়
তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম
২| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কিভাবে মনে হলো এটা লালন গীতি ?
১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২০
রমিত রহমান বলেছেন: মনে হয় নাই ভাই, বিভিন্ন জায়গায় এই গানের বিস্তারিত পড়ার সময় সেখানেই পেয়েছি
৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: মনে হয় নাই ভাই, বিভিন্ন জায়গায় এই গানের বিস্তারিত পড়ার সময় সেখানেই পেয়েছ !
ইন্টারনেট থেকে কোনো তথ্য দিতে পারবেন ?
" বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়াতে এসে,
ভেজা হাতে ডাকলও আমায় বল্ল ভালোবেসে "
লালন কি এমন ভাষা কিংবা চরণ লিখবে ? লালনের লেখা কি এমন ? আপনার কি মনে হয় ?
এই গানটা আবু জাফর স্যারের লেখা। তিনি কুষ্টিয়া কলেজের বাংলার শিক্ষক ছিলেন। তিনি ফরিদা পারভীনের স্বামী ছিলেন ।
যার লেখা দুটি গান তখন অত্যন্ত জনপ্রিয়, ‘এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে’ ও ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’। দুটি গানেই কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন।
কিন্তু আপনি বিস্তারিত কোথায় পড়লেন বুঝলাম না।
১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৩
রমিত রহমান বলেছেন: ধন্যবাদ ভাই, তথ্যটা হয়তো সংগ্রহে ভুল হয়ছে। ঠিক করে দিচ্ছি
৪| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক জায়গায় এই ভুল দেখেছি। কাউকে বলিনি। যেহেতু আপনি সহব্লগার তাই বললাম।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: এখন গানটি শুনলে দেহমন চমকে উঠে--------