![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিন্দার কাঁটা
ফরিদা পারভীন
নিন্দার কাঁটা যদি না বিঁধিল গাঁয়ে
প্রেমের কী স্বাদ আছে বলো
আঁধার না থাকে যদি কী হবে আলোর
প্রেমের কি স্বাদ আছে বলো
বাঁশি ডেকে বলে যমুনাকে
অপবাদ যতই আসুক
রাই কি কখনও ঘরে থাকে
কলঙ্ক না লাগে যদি
ভালোবেসে লাগে কী ভালো
হৃদয়ের যমুনাকে জানি
লাজ-ভয় সুনীল জলে
ধুয়ে যাবে যত কানাকানি
ফুলের মুখে কান দিয়ে
বিনোদিনী কূল খুঁজে নিল
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।