নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নষ্ট জীবন

রোমি খান

ভয় হয় ফিরে না আসো যদি..পথে যদি পেয়ে যাও অন্য ঠিকানা..চৌকাঠ ডিঙিয়ে যতবারই নামো পথে,বড় ভয় হয় এই বুঝি শেষ দেখা।...

রোমি খান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা কত প্রকার ও কি কি?

১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৫

ভালবাসা কত প্রকার ও কি কি?



ভালবাসা ৪ প্রকার।

(১).আল্লাহকে ভালবাসা:এটাই ঈমানের মূল ভিত্তি।

(২).আল্লাহর জন্য কাউকে ভালবাসা:এটা হচ্ছে সাধারণভাবে মু'মিনদের সাথে বন্ধুত্ব রাখা ও তাদেরকে ভালবাসা।কিন্তু আলাদাভাবে প্রত্যেক মু'মিনকে ভালবাসতে হবে আল্লাহর প্রতি তার ঈমান ও আনুগত্যের ভিত্তিতে।মু'মিনদের প্রতি এই ভালবাসা ওয়াজিব।(৩).আল্লাহর সাথে কাউকে ভালবাসা: এটা হচ্ছে,ওয়াজিব ভালবাসায় আল্লাহর সাথে অন্যকে অংশী করা। যেমন মুশরিকদের ভালবাসা তাদের উপাস্যদের প্রতি।এটাই হচ্ছে আসল শিরক।

(৪).স্বভাবগত ভালবাসা: যেমন পিতা-মাতাকে ভালবাসা,সন্তানকে ভালবাসা,খানাপিনার প্রতি ভালবাসা ইত্যাদি।এই ভালবাসা জায়েজ।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-৬

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৩

হাসান মাহবুব বলেছেন: প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা

২| ১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৩

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: হাসান মাহবুব বলেছেন: প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা

=p~ =p~ =p~

৩| ১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৭

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ভাই, অন্যান্য ধর্মালম্বীদের কি ভালোবাসা যাবে??

এটা ভালোবাসার কোন প্রকারের মধ্যে পড়ে?

১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৫

রোমি খান বলেছেন: সারাজীবন শুধু খুজে বেরিয়েছেন মেয়ে মানুষের ভালবাসা।নারীর ভালবাসার পিছনে ঘুরতে ঘুরতে আজ হয়ত বাবা মা-র ভালবাসা থেকে বন্চিত হয়ে গেছেন।
সময় এখনো ফুরিয়ে যায়নি<<নিজেকে বদলান।
সব কিছু নিয়ে ফাজলামি করে নিজেকে লুকাতে পারবেন,কিন্তু খোদার কাছে লুকাতে পারবেন না।

৪| ১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৭

তানভীরসজিব বলেছেন: সুন্দর... এখানে মাইনাস যে দেয় সেতো মানুষি না...পশু

৫| ১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০৫

সুন্নাহ্‌ বলেছেন: ধন্যবাদ, তবে এ ব্যাপারে যে লেখাটি উপস্থাপন করা হয়েছে তা আরও বিস্তারিত হওয়া প্রয়োজন। অন্যথায় যে ব্যক্তি ইসলাম সম্পর্কে কম জানে বা জান না তাঁর নিকট একটা বোধগম্য নাও হতে পারে।

৬| ১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪২

কালীদাস বলেছেন:
সময়োপযোগী ও জরুরী একটি লেখা। পড়ে ভালো লাগলো। না বললে অবিচার হবে যে, প্রকৃত মুমিন ও বিদ্ব্যান মুসলমান ছাড়া এই রকম একটি মূল্যবান পোস্ট লেখা আসলেই সম্ভব নয়। যদিও জানি নাস্তিকরা অনেক কথাই বলবে (আল্লাহ তাদের হেদায়েত করুন), কিন্তু আপনি সত্য ও আলোর পথে আছেন এটাই সবচেয়ে বড় কথা। আপনার লেখার মাধ্যমে একজন মানুষকেও যদি প্রকৃত আলোর পথে আনতে পারেন, সেটাও কম কি?

আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ১৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৯

অক্টোপাস বলেছেন: সময়োপযোগী ও জরুরী একটি লেখা। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ১৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৩

শিপু ভাই বলেছেন: আরো বিস্তারিত লেখা প্রয়োজন ছিল।
বিভ্রান্তির অবকাশ থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.