![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিয়েটিভ রাইটিং নিয়ে কিছু লিখতে চাচ্ছি। ক্রিয়েটিভ রাইটিং কোর্স এ আসলে লেখালেখির সবকিছু সম্পর্কেই ধারনা দেয়া হয়। সেটা হতে পারে ছোটগল্প, বা উপন্যাস কিবা নিছক ফিচার কিবা স্ক্রীপ্ট রাইটিং। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি লেখালেখির গুন আসলে ট্রেনিং এর মাধ্যমে পাওয়া যায় না। কিন্তু তবুও ক্রিয়েটিভ রাইটিং এর কোন কোর্স এ অংশ নিলে যেটা হয় তা হলে লেখালেখিটা এসাইনমেন্ট হিসেবে করতে হয় এবং তাতে করে অনেক উপকার হয়। আর যে লেখাগুলোতে কিছুটা কাঠামোগত জ্ঞান থাকা প্রয়োজন যেমন স্ক্রীপ্ট রাইটিং, সেগুলোর ক্ষেত্রে কোন ট্রেনিং কোর্স বা গাইড আর্টিকেল কিছুটা কাজে লাগে।
আমাদের দেশে তো এখন মনে হয় ছোটগল্প বা উপন্যাস লেখার চেয়ে নাটক লেখার দিকে লিখিয়েদের ঝোক বেশী থাকার কথা। কেননা সেইটার বাজারই ভাল।
যাহোক, আমার পড়াশোনা বিষয়ের মাঝে ক্রিয়েটিভ রাইটিং বিশেষ করে স্ক্রীন রাইটিং (স্ক্রীপ্ট রাইটিং) টা বেশ গুরুত্বপুর্ন। আমারও ওইটার উপরে বিশেষ আগ্রহ, তাই নিয়মিত সিলেবাসের বাইরে আলাদা করে ক্রিয়েটিভ রাইটিং এ নজর দিয়েছি। ব্লগে চেষ্টা করব সেই সম্পর্কে কিছু লিখতে, গুছিয়ে যদি লিখতে পারি তাতে আমার নিজেরও সুবিধে, একসাথে পুরো ব্যাপারটা চোখের সামনে পাওয়া যাবে।
(আমি নিজে কোন জাতের লেখক নই, শুধু যা পড়েছি বা শিখেছি তা কপি পেষ্ট করব। দয়াকরে ভূল ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে দেখবেন আশা করি।)
তো, নিচে যে লেখাটি শুরু হচ্ছে সেটি প্রধানত স্ক্রীপ্ট রাইটিং নিয়ে, কিন্তু তাতে গল্প বা উপন্যাসের ব্যাপারেও ধারনা পাবার কথা। লেখাটি প্রধানত ইউকে বা ইউএসএ'র টেলিভিশন বা ফিল্ম স্ক্রীপ্টিং এর উপরে বেইজড করে তৈরি তাই উদাহরন ও সেই প্রেক্ষাপটেই হবে, তবে আমাদের দেশের টেলিভিশন বা ফিল্মের সাথে খুব বেশী তফাত থাকার কথা না।
শুরু করা যাক তাহলে।
কোন স্ক্রীনপ্লে লেখার আগে যা প্রথমেই মনে রাখা উচিত :
ডিরেক্টর, প্রডিউসার বা প্রডাকশন হাউজের কাছে স্ক্রীপ্ট দেবার আগে কয়েকটা কথা ভেবে নেয়া দরকার। নামী প্রডাকশন হাউজ সাধারন নামী স্ক্রীপ্ট রাইটারদের স্ক্রীপ্ট নিয়েই কাজ করেন, তারা নতুনদের নিয়ে কোন ঝুকিতে সচরাচর যেতে চান না। তাই নতুনদের সুযোগ পেতে হলে অনেক বেশী ভাল হতে হয়। কেননা পান থেকে চুল খসা ধরনের দুর্বলতা পেলেই বেশীরভাগ স্ক্রীপ্ট ডাস্টবিনে চলে যায়। কথাগুলো খারাপ শোনালেও সত্য হলিউডে বিভিন্ন ডিরেক্টর, প্রডাকশন হাউজে বা ইউকের টেলিভিশন বা ইউএসএ'র টেলিপ্লে'র জন্য জমা দেয়া নতুনদের স্ক্রীপ্টের মাধে ৯০ ভাগই অখ্যাদ্য হিসেবে গন্য করা হয় না পড়েই। শতকরা মোটে টেনেটুনে ১০ ভাগ স্ক্রীপ্ট শেষপর্যন্ত পড়া হয়, তাদের থেকে ২ ভাগের লেখককে কথা বলার জন্য ডাকা হয়, তার থেকে ১ ভাগকে নিয়ে ফিল্ম বানানো হয়। স্ক্রীপ্ট লেখার সময় আমাদের লক্ষ্য থাকা উচিত সেই ২ শতাংশের মধ্যে পড়া। আর সে জন্যে যেটা নিশ্চিত করা দরকার যাতে আমাদের স্ক্রীপ্ট যথেষ্ট আঠসাঠ হয়। ঝুলে পড়া স্ক্রীপ্ট বা ছোট্ট কাহিনী অতি বিশাল করে বলা গল্প তেমন কারও নজর কারে না। আপনার স্ক্রীপ্টের সামারী পড়ে কাহিনী সম্পর্কে ধারনা নিয়ে যদি দেখা যায় আপনার স্ক্রীপ্ট ১২ ফন্টে ১৪০ পৃষ্ঠারও বেশী তাহলে সে স্ক্রীপ্টের স্থান হবে বিন, এতে কোন সন্দেহ নেই। তাই স্ক্রীপ্ট লেখার সময় জানা থাকতে হবে কি লিখছি। নিয়ন্ত্রন থাকতে হবে। কাহিনী বিস্তারে স্যাকরিফাইস করা যাবে না আকার বাড়ানোর স্বার্থে।
দ্যা নাইটমেয়ার বিফোর ক্রিসমাস , দ্যা সিক্রেট গার্ডেন , সিটি অফ এম্বার সহ বিখ্যাত কিছু মুভির স্ক্রীনপ্লে রাইটার ক্যারোলিন থমসন স্ক্রীপ্টকে সনেট কবিতার সাথে তুলনা করেন। তার মতে স্ক্রীপ্টেরও সনেটের মত নির্দিষ্ট সীমারেখা আর কাঠামো আছে যার বাইরে গেলে তা অসফল হবার সম্ভাবনাই বেশী।
সেজন্যে এই জিনিসটা মাথায় রেখে স্ক্রীপ্ট লেখার কাজ শুরু করা উচিত।
স্ক্রীপ্ট লেখা আর গল্প উপন্যাস লেখার মধ্যে একটা পার্থক্য আছে, এই ব্যাপারটাও এখানে মনে করিয়ে দিতে চাই। গল্প বা উপন্যাস লেখায় লেখক হন স্বাধীন, তিনি তার কল্পনার রঙ দিয়ে সবকিছু রাঙিয়ে দিতে পারেন। স্ক্রীনপ্লে'র ক্ষেত্রে সেটি একটি কমপ্লিট টিমওয়ার্ক। আপনাকে স্ক্রীপ্টের নমনীয়তার ব্যাপারে মাথায় রাখতে হবে। ডিরেক্টরের সাথে কথা বলে স্ক্রীপ্টে চাহিদা মত পরিবর্তনও আনতে হতে পারে তা মাথায় রাখতে বেহবে এবং স্ক্রীপ্ট লেখার সময় সে সুযোগ রাখতে হবে। যদিও স্ক্রীপ্ট লেখকের কিন্তু সেটা দিয়ে যা তৈরি হবে তা কিন্তু ডিরেক্টরের। তাই আসলে এটি একটি টিমওয়ার্ক। এই ব্যাপারটা লেখকদের জন্য বিরক্তিকর এবং অস্বস্তিকর। কিন্তু এটি এড়ানোর উপায় নেই।
সঠিক দৃশ্য ও আকার একটা বড় ব্যাপার:
একটা নাটক বা ফিল্মে আসলে ঠিক কত সময়ের হয়? এক ঘন্টা বা দুই বা বড়জোর তিনঘন্টা? কিন্তু সেখানে যে কাহিনীটা দেখানো হয় সেটি কি সবসময় দুই ঘন্টার হয়?
একটা ফিল্মে আপনি কাহিনী বলতে পারেন সাতদিন বা সাতমাসের, কিন্তু তা আপনাকে বলতে হবে দুই ঘন্টায়। সাতমাসের কাহিনী দুই ঘন্টায় দেখিয়ে ফেলা সহজ কাজ নয় নিশ্চই? এটা যে শুধু স্ক্রীপ্ট লেখার ক্ষেত্রে প্রযোজ্য তাই নয় গল্প বা উপন্যাসের ক্ষেত্রেও। সবখানেই নির্বাচন করতে হয় যে কোন বিষয়টা বলা হবে, কি বলা হবে না, কিভাবে দৃশ্য সাজানো হবে। দৃশ্য সাজানোর মধ্যে কুশলতা দেখাত হবে। সফলতার সাথে দৃশ্য সাজাতে পারলে পারফেক্ট আকারের স্ক্রীপ্ট পাওয়া যায়।
কিন্তু কিভাবে নির্বাচন করবেন আপনি কিভাবে একটি দৃশ্য সাজাবেন?
ধরা যাক, আকবর নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী তার দোকানে দুপুরে বলল ক্ষুধার্ত এবং সে এখন সিঙ্গারা আর চা খেতে যাবে। এই দৃশ্যটি আসলে কেমন হতে পারে স্ক্রীপ্ট এ?
১. দোকানের ভেতর, আকবর তার কর্মচারীকে বলল সে ক্ষুধার্ত তাই সিঙ্গারা, চা থেকে বাইরে যাচ্ছে।
২. দোকানের ভেতর, আকবর চেয়ার থেকে উঠে দাড়াল এবং যাবার উপক্রম হল।
৩. দোকানের বাইরে, আকবর দোকান ছেড়ে বাইরে বেরিয়ে রাস্তা ক্রস করছে।
৪. রেস্টুরেন্টের সামনে, আকবর রেস্টুরেন্ট এ ঢুকে সিঙ্গারার তাক এর দিকে তাকাল
৫. রেষ্টুরেন্ট এর ভেতর, আকবর একটি টেবিলের সামনে চেয়ারে বসল।
৬. রেস্টুরেন্ট, আকবর ওয়েটারকে ডেকে সিঙ্গারা আর চা অর্ডার দিল।
৭. রেস্টুরেন্ট, আকবর টেবিলের সামনে বসা, ওয়েটার সিঙ্গারা আর চা এনে রাখল।
৮. রেস্টুরেন্ট, আকবর সামনে রাখা সিঙ্গারা মুখে দিল, তার মুখে পরিতৃপ্তির ছায়া
৯. রেস্টুরেন্ট, আকবর খেতে খেতে পত্রিকা পড়ছে
১০. রেস্টুরেন্ট, আকবর খেয়ে কাউন্টারে বিল পরিশোধ করছে।
এখন আমাদের ভাবতে হবে আমরা দৃশ্যটিকে কিভাবে দেখাব। উপরের দশরকম থেকে একরকম হতে পারে, আবার এরচেয়েও ভাল করে ভিন্নরকম হতে পারে। আবার দৃশ্যটি রাখব কিনা, এটা ওত জরুরী কিনা সেটাও ভেবে দেখতে হবে।
লেখা শুরু করা কিন্তু অনেক কঠিন :
যারা জীবনে কিছু হলেও লেখালেখি করেছেন তারা নিশ্চই জানেন একটা লেখা শুরু করা কতটা কঠিন। আপনার মাথায় হয়ত পুরোটা কাহিনী এসে বসে আছে, অথচ প্রথম লাইনটা কলমের আগায় আসছেই না। এবং এতে করে দেখা যায়, সময় যায়, দিন মাস যায় ওটা আর লেখাই হয় না।
আসলে লিখতে শুরু না করে লিখব, লিখব চিন্তা করে বা বলে বলে সময় কাটানো অনেক সহজ। লিখার উদ্দ্যেশ নিয়ে লেখার খাতা বা ল্যাপটপ সামনে নিয়েও লিখা না শুরু করার হাজারটা কারন আছে, যেমন এক কাপ চা খেয়ে লিখি, ব্লগে একটু ঢু মেরে দেখি কি চলছে তারপর মন ফ্রেস করে লিখব, ফেইসবুকে একটু দেখি কোন নোটিফিকেশন আসল কিনা, ভাল একটু মুভি ডাউনলোড করা আছে ওটার কিছুটা অংশ দেখে নেই অন্তত, খেলার খবরটা অন্তত দেখে নেই ইত্যাদি ইত্যাদি। এসব কোনটাই খারাপ কিছু না, কিন্তু তাতে করে অন্তত লেখাটা হবে না। তাই এই কথাটা মনে রাখতে হবে
WRITE/ Or Be Written Off
এটা ছাড়া উপায় নেই। ঠাটবাটে চলার জন্যে মাসলম্যান হতে গেলে যেমন প্রতিদিন অন্তত আধা ঘন্টা হলেও ব্যায়াম করতে হয়, কটা বুকডন দিতে হয়, পুশব্যাক, পুশআপ করতে হয়, লেখালেখির ব্যাপারটাকেও তেমনি ভাবতে হবে। শরীরকে সুন্দর শেপে নিয়ে আসার জন্যে যেমন দরকার নিয়মিত ব্যায়াম, দশপনের দিন পর পর একবার নয়, তেমনি লেখাকে সাবলীল করতেও দরকার নিয়মিত লেখা, তা সে যত ছাইপাশই হোক।
প্রতিদিন অন্তত পাচশ শব্দও লিখতে চেষ্টা করতে হবে। সেগুলো হতে পারে অখাদ্য কুখাদ্য। লিখলেই যে সব নোবেল প্রাইজ উইনিং বা অস্কার উইনিং লেখা আসবে সে চিন্তা বাদ দিতে হবে। লিখতে হবে অবিরত। কোন কাহিনী মাথায় না থাকলে যা খুশি লিখা যেতে পারে, পাশের বাসার মেয়েটা সম্পর্কে, শহরের নতুন শপিং মলটা নিয়ে কিবা মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানটা নিয়েও। রাবিশ লিখতে লিখতে একসময় লেখার হাত ভাল হয়ে যাবে। তৈরি হবে নিজস্ব সতন্ত্রতা। এসময়ে পড়তেও হবে অনেকের লেখা। লিখার সময় হয়ত তাদের ছাপ আসবে, কিন্তু তাতে কোন চিন্তা নেই, লিখতে লিখতে একসময় নিজস্বতা আসবেই।
মোটকথা প্রতিদিন নিয়ম করে লিখতে হবে। এবং সেটা যেমন মানেরই হোক। কথা হচ্ছে
Don't Get it Right - Get it Written
স্ক্রীপ্ট লিখার সময় দৃশ্যকে তুলে আনতে হবে। তাই একজন লেখকে সবসময় সাধারন মানুষের চেয়ে অন্যরকম ভাবে দৃষ্টিশক্তি ব্যবহার করতে হবে। যখন চলাফেরা করবেন তখন আশপাশ দেখবেন সেগুলোকে চিত্রায়ন করলে কিভাবে করা হবে, কিভাবে বর্ননা করা হবে, স্ক্রীপ্ট কিভাবে লিখা হবে। তাই চিন্তা করুন সবসময় একটি ভিডিও ক্যামেরার মত। যখন কাহিনী বা দৃশ্য নিয়ে ভাববেন তখন ক্যামেরা মত চিন্তা করবেন এবং সেটাকে কাগজে তুলে আনবেন। এবং সেটা এমন ভাবে আনতে হবে যাতে কেউ পড়লে যন্ত্রনা না হয়ে সহজে ওই দৃশ্যগুলো রিডারের চোখে ভাসে। মনে রাখতে হবে আপনার স্ক্রীপ্টে ফিল্ম বা নাটক তৈরি হয়ে দর্শক দেখার আগেই কিন্তু এটি পরিচালক বা প্রযোজক পড়বেন, তাই স্ক্রীপ্টরিডার, সে যেই হোক আপনার স্ক্রীপ্ট তার মনে ইমেইজ তৈরি করতে পারছে কিনা সেটা জরুরী। সেটা যত সহজ হবে, স্ক্রীপ্টকে ফিল্মিং করাও ততই সহজ হবে।
(ক্রমশ)
আজকে আর টাইপ করতে পারছি না। আগামী কোন দিন আরও অংশ আসবে। লেখার মাঝে ইংরেজী শব্দ (যেমন ডিরেক্টর, সামারি, প্রডিউসার) ইত্যাদি বিরক্তিকর ভাবে ব্যবহারের জন্য দু:খিত।
এই লিখায় সাহায্য নেয়া হয়েছে ও হবে ইনডিপেন্ডেন্ট কলেজ ডাবলিন এর ক্রিয়েটিভ রাইটিং কোর্স এর লেকচার শীট ও এনএমটিসি ডাবলিন এর বি এ ইন ফিল্ম প্রডাকশন কোর্স এর স্ক্রীপ্টরাইটিং হ্যান্ডবুক এবং টিচ ইউরসেলফ এর স্ক্রীনরাইটিং বই থেকে।[/si
২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৫
রন্টি চৌধুরী বলেছেন: আছি মোটামোটি ভালই। তুমার কিতা কবর?
২| ২২ শে জুলাই, ২০০৯ রাত ২:১৬
একরামুল হক শামীম বলেছেন:
ডিরেক্টর-পরিচালক
সামারি- সারাংশ
প্রডিউসার- প্রযোজক
খিক খিক
২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৬
রন্টি চৌধুরী বলেছেন: ডিরেক্টর, সামারি এই শব্দগুলা ব্যবহার স্বচ্ছন্দে করা যায়, তাই বার বার এসেছে। কিন্তু লোকজন বিরক্ত হতে পারে তাই ডিসক্লেইমার। আমি নিজে মানুষ বাংলা লেখার বা কথার মাঝে ইংলিশ শব্দ ব্যবহার করলে বিরক্ত হই।
৩| ২২ শে জুলাই, ২০০৯ রাত ২:১৯
পর্যবেক্ষক বলেছেন: খুব কাজের জিনিস। অনেক কৃতজ্ঞতা।
২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৮
রন্টি চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।
এত্তগুলা লাইন টাইপ করতে বিশাল ধৈর্য্য ধরতে হয়েছে। আপনাদের উতসাহ সেই ধৈর্য্য বাড়াবে। থ্যাংকস।
৪| ২২ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আগ্রহ নিয়া পড়তাছি...যদিও খাইট্যা লেখার ইচ্ছা কোনো কালে হবে বলে মনে হয় না
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫৫
রন্টি চৌধুরী বলেছেন: আমারও একই অবস্থা
৫| ২২ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৮
ওমর হাসান আল জাহিদ বলেছেন: রন্টি ভাই, চালিয়ে যান। আছি সাথে। অনেক অনেক ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪০
রন্টি চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৬| ২২ শে জুলাই, ২০০৯ রাত ২:৪০
অ্যামাটার বলেছেন: চমৎকার সিরিজ। আমার নিজের না হলেও অনেকেরই যে উপকারে লাগবে এই টিউটোরিয়াল টা, নিঃসন্দেহে, তাই আবারও ধন্যবাদ।
হুম, একটা জিনিস বুঝলাম, স্কৃপ্ট রাইটিং-এ গল্প-উপন্যাসের মত লেখকের স্বাধীনতা নাই মনের মাধুরী মেশানোর।
তবে আমার মনে হয় কি, যেখানে সীমাবদ্ধতা আছে, সেটাদিয়ে শুরু করাটা বোকামি, অনেকটা আত্মঘাতি।
প্রারম্ভেই কারো উপর আরোপিত কিছু চাপিয়ে দেওয়া উচিৎ না, আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে হাত পাকাক, তারপর না হয় জিম!
এই টেরিটোরিতে স্কৃপ বেজড্ চিত্রের ধারাটা খানিক নতুন, অল্প কইছুদিন পূর্বেও কালজয়ী সাহিত্যগুলো স্কৃপ্ট হিসেবে ব্যাবহৃত হয়েছে।
উল্লেখ্য, এই ব্লগেও কিছু মেধাবি স্কৃপ্ট রাইটার আছে, ডিজিটাল বয়াতি/জিগ্ স-এর স্কৃপ্টে একটা একঘন্টার নাটক(৩৫মিমি ক্যামরায় ধারনকৃত) কিছুদিন আগে মনেহয় একটা চ্যেনেলে অন এয়ার হয়েছিল, ব্র্যাত্য রাইসু অভিনীত
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪২
রন্টি চৌধুরী বলেছেন: হ, ডিজিটাল বয়াতীর নাটকটা রাজীব ভাইয়ের ডিরেকশনে অন এয়ারে আসছে শুনেছি। দেখা হয়ে ওঠে নি। রাইসু অভিনয় করাটা একটা চমক বটে!
৭| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৯
শূন্য আরণ্যক বলেছেন: চমৎকার সিরিজ ।
চলুক -- শেখার আছে অনেক কিছু ।
২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৯
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
৮| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:১২
শূন্য আরণ্যক বলেছেন: http://www.imdb.com/title/tt0043014/
সানসেট বুলাভার্ড (১৯৫০) এই ছবি ক দিন আগে দেখালাম ।
কঠিন মজা পাইসি ।
প্রাসংগিক মনে হওয়ার শেয়ার করলাম ।
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪৩
রন্টি চৌধুরী বলেছেন: ছবিটা কি মুভি সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে নাকি? আমি দেখি নি।
আপনার কথা শুনে ডাউনলোড দিলাম। কবে দেখব তার ঠিক নাই।
যে হারে মুভি নামাই সেই হারে দেখি না
৯| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৫
বাবর মোহাম্মদ বলেছেন: ভাইরে, একটা স্বপ্ন আছে, একটা সিনেমা বানাব। Family এর চাওয়ার (অর্থ) কাছে চাপা পরে গেছে, তবে মরেনি। তার আগে একটা কবিতা, একটা গান আর একটা গল্প......
পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম। কিছু লিংক দিয়ে দিলে ভাল হয়। অনেক অনেক ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:০১
রন্টি চৌধুরী বলেছেন: পরের পর্বগুলোতে কিছু প্রাসঙ্গিক লিংক আসবে।
আর আপনার ইচ্ছে মরবে কেন? এগুলোকে নিয়মিত পরিচর্যা করে জীবিত রাখুন। আর স্ক্রীপ্ট লিখার ক্ষেত্রে তো আর ফ্যামিলির চাওয়া এসে বাধা দেয় না। সাথে ভিডিও এডিটিংটাও শিখে নিতে পারেন। অলরাউন্ডার হওয়া আর কি
১০| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩১
একরামুল হক শামীম বলেছেন: খবর ভালোই।
পরের পর্ব তাড়াতাড়িই দিয়েন
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:০২
রন্টি চৌধুরী বলেছেন: হুমম..তুমি খুব ভাল মুডে আছো বোঝাই যাইতেছে।
১১| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪০
অদ্রোহ বলেছেন: কাজের পোস্ট ।
প্রিয়তে নিলাম।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:০২
রন্টি চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪০
হট্টগোল বলেছেন: গুড পোস্ট।
স্টোরি- স্ক্রিপ্টের-স্ক্রীণপ্লে-স্টোরিবোর্ড এগুলো কি এবং একটার সঙ্গে আরেকটার সম্পর্ক কি? কোনটা আগে, কোনটা পরে?
সংলাপ রচয়িতা কে? তার কাজ কি? একই মুভির স্ক্রীপ্টরাইটার-স্ক্রীণপ্লে-ডায়লগের জন্য আলাদা আলাদা জনের কাজ ও নাম দেখা যায়। কারণ কি?
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫৪
রন্টি চৌধুরী বলেছেন: ভাল কথা মনে করিয়েছেন। এগুলো সম্পর্কে আগে থেকেই বলে নেয়া উচিত ছিল মনে হয়। পরের পর্বগুলোতে এগুলো সম্পর্কে বলতে হবে। আমার এই পোষ্টটিতেও স্ক্রীপ্ট, স্ক্রীনপ্লে মিলে যথেষ্ট কনফিউজিং হয়ে গেছে মনে হচ্ছে।
যা হোক, আমি ব্যাক্তিগতভাবে আসলে স্ক্রীপ্ট আর স্ক্রীনপ্লে তে পার্থক্য খুজে পাই না। স্ক্রীপ্টটা একটু পুরনো যুগের শব্দ স্ক্রীনপ্লে হাল আমলে ব্যবহার বেড়েছে এই যা, মনে হয় ফিল্ম বা টেলিভিশন স্ক্রীপ্টের ক্ষেত্রে স্ক্রীপ্ট শব্দটা না ব্যবহার করে স্ক্রীনপ্লে ব্যবহার করা হয়। যেমন ধরা যাক রেডিওর নাটকের খসড়া কে তো স্ক্রীপ্ট বলা চলে, কিন্তু একে স্ক্রীনপ্লে বলা চলে না। আর স্ক্রীনপ্লে বেশী ডিটেইল হয়, স্ক্রীপ্ট ওত ডিটেইল না হলেও চলে। স্ক্রীনপ্লে অনেক সময়েই ডিরেক্টরের বা মুভির চাহিদা মত তৈরি হয়।
স্টোরি বোর্ড তো ডিরেক্শনের ব্যাপার। কোন দৃশ্যের পর কোন দৃশ্য কিভাবে দৃশ্যায়ন হবে, কিভাবে এগিয়ে যাবে এগুলো স্কেচ করে একের পর এক সাজিয়ে পুরো কাজটাকে আগে থেকে দেখে নেয়ার জন্যে স্টোরিবোর্ড করা হয়। আমাদের দেশে এটা হয় কি?
ডায়লগ রাইটার এর কথা মনে হতেই আমাদের ছটকু আহমেদের কথা মনে হল। বাংলা প্রায় প্রতিটা ছবিতেই দেখি ছটকু আহদেমের সংলাপ।
স্ক্রীপ্ট এর ডায়লগকে রিরাইট করে আরও ধারাল করেন ডায়লগ রাইটার। বেশীর ভাগ সময়ই ডায়লগ রাইটার তেমন একটা দরকার হয় না যদি স্ক্রীনপ্লে রাইটারের ডায়লগের ব্যবহার যুতসই হয়।
আপনার প্রশ্নগুলো পেয়ে পরবর্তী পর্ব পোষ্ট করায় ব্যাপক উৎসাহ পাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫৮
রন্টি চৌধুরী বলেছেন: একটা ফিল্মের কাজে আপনার দেয়া ডায়াগ্রাম অনুযায়ীই যত্ন নিয়ে কাজ করা যায়। একটা স্টোরি ভাল লাগল, এটা নিয়ে স্ক্রীপ্ট লিখা হল, স্ক্রীপ্ট পড়ে দেখার পরে সেটা নিয়ে রাইটার এর সাথে বসে আরও ডিফাইন করে পুরো স্ক্রীনপ্লে লেখা হল, তারপর কাজে ঝাপ দেবার আগে যত্ন করে পুরো স্টোরিবোর্ড তৈরি করা হল। এরপর আর বাকী থাকল শ্যুটিং মনে হয়।
১৩| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫২
অপরিচিত_আবির বলেছেন: অত্যন্ত জরুরী জিনিস, তাই প্রিয়তে
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৩
রন্টি চৌধুরী বলেছেন: আপনি তো বিরাট সিনেমাখোর, আপনার সিনেমা দেখার লিষ্টি দেখে মাঝে মাঝে জেলাস হই।
১৪| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫৩
ফকির ইলিয়াস বলেছেন: ভালো লাগলো । পোষ্ট টা পড়ে জানলাম অনেক কিছু। মিলিয়ে নিলাম নিজের সাথে।
থ্যাংকস
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৫:০১
রন্টি চৌধুরী বলেছেন: আসলে এই সিরিজটা নিজের ভালর জন্যই লিখছি। আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি, তাই সব একখানে করা আর কি। আরও কিছু পর্ব আসবে।
আপনাকে ধন্যবাদ।
১৫| ২২ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: লেখাটা ভালো লেগেছে। তবে আরো সমৃদ্ধসূচক সংক্ষিপ্ত (কম্প্যাক্ট) হতে পারত।
তাড়াতাড়ি পরের পর্বগুলো আসতে থাকুক (আপনার লেখা যেন আবার ঝুলে না যায়! )
২২ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫৫
রন্টি চৌধুরী বলেছেন: সরি ভাইজান। এরচেয়ে সংক্ষিপ্ত করা যাবে না পড়তেছেন যখন, একটু অত্যাচার সহ্যই করেন। খালি আরাম করলে হবে না।
আর লিখতেছি যখন, তখন কয়টা বাড়তি কথা বলার সুযোগ ছাড়ব ক্যান
১৬| ২২ শে জুলাই, ২০০৯ ভোর ৫:০৪
ফারহান দাউদ বলেছেন: "মোটকথা প্রতিদিন নিয়ম করে লিখতে হবে। এবং সেটা যেমন মানেরই হোক। "
এইটা একটা সর্বনাশা কথা, নিয়ম করে যেকোন কাজ করাই মুশকিল।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৪
রন্টি চৌধুরী বলেছেন: নিয়মে না করলে আমার মত দশা হবে । আমি আমার শেষ আ্যামেচার গল্প লিখছি মনে হয় সাত কিবা আট বছর আগে
১৭| ২২ শে জুলাই, ২০০৯ ভোর ৫:০৮
সৌরভ১৩ বলেছেন: নিয়ে গেলাম ভাই লেখাডি... ধইন্যা আপ্নেরে... বহুত খাটছেন বোঝা যাইতেছে...
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৪
রন্টি চৌধুরী বলেছেন: হেহ হে...ওত খাটাখাটনি নাই।
কোর্স করছিলাম বহুতদিন আগে, সেইটার শীট আর বই থিকা মাইরা দিছি আর কি
১৮| ২২ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৩
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আশা করি আমার কাজে আসবে ,জমিয়ে রাখলাম প্রিয়তে ।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৫
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
আপনি তো মনে হয় লন্ডনে আছেন এখন, তাই কি?
১৯| ২২ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩৫
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: লন্ডন আসলে আমার সাথে দেখা করবা।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৬
রন্টি চৌধুরী বলেছেন: লন্ডন আসার কোন সম্ভাবনা আগামী দুই বছরে নাই জনাব। এর থেকে তুমি ডাবলিন চলে আস।
২০| ২২ শে জুলাই, ২০০৯ সকাল ৭:১২
ইমন জুবায়ের বলেছেন: চমৎকার। ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৬
রন্টি চৌধুরী বলেছেন: আপনার কথাতেই তো লিখাটার কথা মনে হল। আপনাকে স্পেশাল ধন্যবাদ।
২১| ২২ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৫১
আলী আরাফাত শান্ত বলেছেন: তুমি নাটক লেখা বা বানানো শুরু করবা কবে??
পোস্টটা ভালো হইছে
তয় আমার জন্য না
কারন সৃজনশীল লেখার মতো সৃজন আমার পেটে নাই
২২| ২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:০৭
আলী আরাফাত শান্ত বলেছেন: লগইন করে ঘুমাও কেনো?
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৮
রন্টি চৌধুরী বলেছেন: আরি, ল্যাপি অফ করতে মনে চায় নাকি? গত সাতআটদিন বা তারও বেশী এটা চলছেই। ঘুমানোর সময় বন্ধ না করে কম ভলিউমে গান আ আবৃত্তি চালিয়ে দিই। সকালে ওঠে বাইরে গেলে বন্ধ করতে পারি না, কেননা টরেন্ট দিয়ে ডাউনলোড চলতে থাকে, বিকেলে বাসায় এসে আবার ল্যাপি, ফাকে কোথাও গেলেও চলতেই থাকে। আমার ল্যাপি বেচারার মৃত্যুর আগে মুক্তি নেই
২৩| ২২ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: শান্তর লগে সহমত
২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:০৪
রন্টি চৌধুরী বলেছেন: ঘুমানোর কথা কইতেছেন
২৪| ২২ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৮
লেখাজোকা শামীম বলেছেন: খুব ভালো হয়েছে। পরবর্তী পর্ব পড়ার অপেক্ষায় থাকলাম।
হট্টগোল যে সব প্রশ্ন করেছেন, সেগুলো ভেঙ্গে ভেঙ্গে বলে দেয়া উচিত এবং আপনি সেটা করেছেন।
আমি এ প্রসঙ্গে কয়েকটা কথা শেয়ার করি।
০১) ভালো স্ক্রিনপ্লেতে দেখার বিষয় বেশি থাকবে এবং শোনার বিষয় কম থাকবে। মানে ডায়ালগ কম থাকলে ভালো লাগে। তবে টেলিভিশনের ক্ষেত্রে ডায়ালগ বেশি থাকা উচিত।
০২) ১ ঘণ্টার নাটকে ২৫ টি দৃশ্যের বেশি থাকা উচিত নয়। সিরিজ নাটকের প্রতি পর্বে ৯টি দৃশ্যের বেশি থাকা চলবে না।
০৩) সব দৃশ্যেই ডায়ালগ থাকবে এটা ভাবা ভুল। বরং বেশ কিছু দৃশ্য থাকবে মিউট মানে ডায়ালগবিহীন।
০৪) একটি দৃশ্য ঠিক কত সময় নেবে তা বুঝতে হলে সেই দৃশ্যটা অভিনয় করে দেখা যেতে পারে। একটা কাজ করতে কত সময় লাগে সে সম্পর্কে একটা ধারণা থাকা চাই। বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই চর্চা কাজে দেবে।
০৫) যত অল্প কথায় লেখা যায় ততই ভালো। যেখানে একটি শব্দ দিয়ে চলছে সেখানে আরেকটি বেশি শব্দ মানে সকল কলাকুশলীর সময় নষ্ট। তাই কম শব্দে বেশি কথা - এই হল স্ক্রিনপ্লে লেখার মূল সূত্র।
আপনার পরবর্তী পোস্টে অবশ্যই প্লটে নাটকীয়তা সৃষ্টির কৌশল, চরিত্র সৃষ্টির কৌশল ও সংলাপ লেখার কৌশল জানতে চাই।
লেখা কিন্তু ভালো হচ্ছে। প্রিয়তে গেছে অনেক আগেই। আবারও ধন্যবাদ।
২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:১০
রন্টি চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ গুরুত্বপুর্ন কিছূ কথা বলার জন্যে।
স্ক্রীপ্টে ডায়লগ চাহিদা গল্প বিস্তারের চাহিদা অনুযায়ীই হবার কথা।
দেশের টিভি নাটকে কটা দৃশ্য থাকে সেই নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে ধারনা ছিল না, আপনার কল্যানে তা পাওয়া গেল। তাতে করে আসলে পোষ্টটা আরও একটু ভাল হল আপনার তথ্যপুর্ণ মন্তব্যের কারনে।
ডায়লগ ছাড়া দৃশ্য যাকে বলা হয় এম.ও.এস, সেটিও কোন কোন দৃশ্যে থাকে। তবে সেটি যত কম থাকে ততই ভাল দেখায়। এ সম্পর্কে পরবর্তী পর্বগুলোতে লেখা থাকবে।
প্লট খোজা, আইডিয়া জেনারেট, চরিত্র সৃষ্টি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে লেখা পরবর্তীতে আসবে।
ভবিষ্যতেও তথ্যপুর্ণ মন্তব্য দিয়ে সাহায্য করবেন আশা করি।
আপনাকে আবারও ধন্যবাদ।
২৫| ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪০
দারাশিকো বলেছেন: রন্টিদা, পোস্টটা সিনেমাখোর গ্রুপে দেন, প্লিজ। একাডেমিক বলে কাজে লাগবে!
পোস্টটা ভালো হচ্ছে, পরের পোস্টের জন্য অপেক্ষা!
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:১০
রন্টি চৌধুরী বলেছেন: লাগিয়ে দিছি
২৬| ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯
লাল দরজা বলেছেন: সহজ করে লিখিত, ভাল লাগছে। চলতে থাকুক, শুভেচ্ছা।
২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১১
রন্টি চৌধুরী বলেছেন: থ্যাংকিউ লালুদা।
২৭| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৬
আইরিন সুলতানা বলেছেন: অনেকেরই উপকার হবে...এবং লেখালেখির চর্চাতে আগ্রহ বাড়বে ...
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৩
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৮| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৯
সবাক বলেছেন: এইরকম কিছু আমার দর্কার...
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৩
রন্টি চৌধুরী বলেছেন: তাই। ভাল তো।
২৯| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৬
পান্থ বিহোস বলেছেন: ধন্যবাদ। জানা থাকলো। নাটক লিখতে মাঝে মাঝে মন চায়। কিছুদিন খুব করে চেষ্টা করছিলাম। অখন তো গল্প লিখতেই পারতাছি না...
২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫০
রন্টি চৌধুরী বলেছেন: পারতেছেন না কেন? আবার শুরু করেন।
৩০| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪২
রুখসানা তাজীন বলেছেন:
ভাল্লাগছে। অনেক জ্ঞানপ্রাপ্ত হইলাম।
২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫১
রন্টি চৌধুরী বলেছেন: তুমি বাইচা আছ
৩১| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:০০
হট্টগোল বলেছেন:
লেখাজোকা শামীম@
সংযুক্তিগুলো ভালো। তবে -- (১ ঘণ্টার নাটকে ২৫ টি দৃশ্যের বেশি থাকা উচিত নয়। সিরিজ নাটকের প্রতি পর্বে ৯টি দৃশ্যের বেশি থাকা চলবে না) --- দৃশ্যের সংখ্যা দিয়ে নাটকের সময় নির্ধারণ করাটা একটু টাফ। আপনি বিষয়টি যেন নিয়মের মধ্যে ফেলে দিলেন, ঢালাওভাবে বললে আপনার হিসাব মানা যেতে পারে
রন্টি @
পোস্ট যেহেতু স্ক্রীপ্ট রাইটিং নিয়ে, ফোকাসটা ওদিকে থাকাই ভালো। তবে আশেপাশের বিষয়গুলোতে ঘুরিয়ে আনবেন পাঠককে। পোস্ট সংক্ষিপ্ত করার চিন্তা করবেন না।
যারা লেখালেখি করেন, এবার ভাবছেন স্ক্রীপ্ট লিখবেন টিভি বা ফিল্মের জন্য, অমন ব্লগারদের টার্গেট করে পোস্টটি দ্রুত ও নিয়মিত লিখুন।
২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৪
রন্টি চৌধুরী বলেছেন: আমি আসলে মুলত আমাকে টার্গেট করে লেখাটা লিখছি। অনেক কিছু ভুলে গেছি, তাই এ লেখা তৈরির সাথে সাথে একসাথে পুরো ব্যাপারটা পাব, আর মনেও থাকবে সেই স্বার্থে করা। অবশ্য তাতে করে মানুষেরও কাজে আসতে পারে। তবে আমি নিজেই ওত ভাল জানি না, মানুষকে জানাবার দুঃসাহস কিভাবে করি।
অন্যদিকে কিছুটা ফোকাস দেবার আইডিয়াটা ভাল লাগল। আশা করি আপনিও একটু হেল্প করবেন।
আবারও ধন্যবাদ।
৩২| ২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তাও ভালো যে লেখা শুরু করছো।
ভালো থাকো।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৩
রন্টি চৌধুরী বলেছেন: সাজী আপু, গল্প লিখব বলে ভাবছিলাম। কিন্তু মাথা ফাকা। আর লিখতে বসাই হয় না। হাজারটা কাজ সামনে আসে (যেমনটা এই পোষ্টে লিখছি) এমনি এমনি করে লেখাটা আর হয়ে উঠে না।
আর এই সিরিজ লেখাটা নিজের ভালর জন্যেই। এটা লিখে লিখে, দেখি নিজে কোন গল্প লিখা শুরু করতে পারি কিনা
তা, তুমি ভাল আছ তো?
৩৩| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪৩
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আপনে ঠিক বলছেন ,আপনেও কী লন্ডনে নাকী ?
২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫১
রন্টি চৌধুরী বলেছেন: না, আমি ডাবলিন।
৩৪| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৭
ভাঙ্গন বলেছেন: একটা জরুরী পোষ্ট!
প্রিয়তে নিলাম যেকোন সময় কাজে লাগাতে!
২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫০
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
৩৫| ২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০৫
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন! অত্যন্ত সহজ সরল বর্ণনা-কিন্তু খুব পরিশ্রমী লেখা। প্রিয়তে আপনার আরো একটা লেখা যোগ হলো।
২৫ শে জুলাই, ২০০৯ ভোর ৬:২১
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
৩৬| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:০৫
আলী আরাফাত শান্ত বলেছেন: পর্ব দুই কবে আসবে?
নাকি সেইটা আসার জন্য আমগো একটা চিত্রনাট্য বানাইতে হইবে
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৫
রন্টি চৌধুরী বলেছেন: কালকে আসতে পারে। তা না হলে সানডে
৩৭| ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১২
শফিউল আলম ইমন বলেছেন: dnt get it right, get it written<< এই কথাটা বোধহয় আমার জন্য। আমি অনেক গল্পের প্লট মাথায় নিয়ে ঘুরি, এমন হইছে একবছর ওটা লিখি নাই, কারণটা হচ্ছে এটা বোধহয় ভালো হবে না, কিংবা কিভাবে শুরু করলে ভালো হবে ইত্যাদি মাথায় ঘুরতে থাকে।
পরে এসব ভেবে আর লেখায় হয় না।
লেখাটা পছন্দ হইছে। পরেরটার অপেক্ষায় রইলাম, বেশিদিন অপেক্ষায় রাইখো না।
২৫ শে জুলাই, ২০০৯ ভোর ৬:২৭
রন্টি চৌধুরী বলেছেন: আমিও এটাই করছি, এই যে এই পোষ্টটাও এটাও সেই থিওরিতেই। গেট ইট রিটেন।
৩৮| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩০
আকাশ অম্বর বলেছেন: জটিল ! অনেক ধন্যবাদ !
পরের পর্বগুলোর অপেক্ষায়.....
২৫ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩৩
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
পরের পর্ব কালকেই আসার সম্ভাবনা।
৩৯| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৮
জিগ স বলেছেন: প্রিয়তে রাখলাম। কাজের পোস্ট মনে হচ্ছে। পরে পড়ে দেখব আগাম্ধন্যবাদ।
২৫ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩৪
রন্টি চৌধুরী বলেছেন: আপনের তো নাটক অন এয়ারে গেছে। আপনি তো পুরা নাট্যকার
৪০| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৫
লেখাজোকা শামীম বলেছেন: হট্টগোল @ এটা একটা ঢালাও হিসাব।
স্ক্রিন প্লে লেখা নিঃসন্দেহে সৃজনশীল কাজ। সৃজনশীল কাজ করতে যেমন নিয়ম জানতে হয়, তেমনি নিয়ম ভাঙ্গতেও হয়। যে নিয়ম জানে না, সে নিয়ম ভাঙ্গতে পারে না।
অভিজ্ঞতার চেয়ে ভালো বন্ধু আর কেউ নাই।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৩
রন্টি চৌধুরী বলেছেন: শামীম ভাই, হট্টগোল কিন্তু এই লাইনে প্র্যাকটিকালী অনেক অভিজ্ঞ। মিডিয়ার পুরনো লোক
৪১| ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৮
মেহরাব শাহরিয়ার বলেছেন:
পড়ছি, গুছিয়ে লিখেছেন বেশ
যদিও কস্মিনকালেও এমন কোন লেখালেখির সম্ভাবনা নেই (অনিচ্ছা নয় , বরং অক্ষমতা)
সিরিজটা চলুক
২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪২
রন্টি চৌধুরী বলেছেন: কেন নয়? তুমি তো অনেক অনেক ভাল লেখ, তবে কেন নয়?
আর অনিচ্ছা নয়, অক্ষমতা ধরনের পুরনো টাইপ বিনয় কেন দেখাচ্ছ?
সবাই তোমার লেখার হাত সম্পর্কে জানে হে!
৪২| ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৩
বর্ণান্ধ বলেছেন: ভালো +++++++++
২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
রন্টি চৌধুরী বলেছেন: থ্যাংকস।
৪৩| ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: সিনেমা বানানওয়ালাদের কাছে লাগবে। +++++
২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১২
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
৪৪| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৬
আলী আরাফাত শান্ত বলেছেন:
নতুন পোস্ট না এলে
জ্বলবে আগুন বলে বলে!
৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৮
রন্টি চৌধুরী বলেছেন: গত তিন চারদিন চেষ্টা করছি দেবার। পারলাম না। কালকে দিব মনে হয়
৪৫| ২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৪
শামীম রিয়াজ বলেছেন: আলী আরাফাত শান্ত বলেছেন:
নতুন পোস্ট না এলে
জ্বলবে আগুন বলে বলে!
৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৮
রন্টি চৌধুরী বলেছেন: মাশরাফি তো নাই, বলে আগুন জ্বালাইব কে?
৪৬| ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৬
মিঠুন ভাই বলেছেন: শামীম রিয়াজ বলেছেন: আলী আরাফাত শান্ত বলেছেন:
নতুন পোস্ট না এলে
জ্বলবে আগুন বলে বলে!
৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৯
রন্টি চৌধুরী বলেছেন: খাইছে আমারে :
৪৭| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩২
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: অফটপিক- এই পোস্টের ২৬ নং কমেন্ট পইড়া রন্টি পীরের দরবারে হানা/হাজিরা দিলাম
নিকগুলা জানতে পারলে ভাল্লাগতো ... খেক খেক খেক
৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৯
রন্টি চৌধুরী বলেছেন: আপনেরে কওন যাইব না। অন্যদের জন্যে দরোজা খোলা, আপনের জন্যে না
৪৮| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৯
ঘুমরাজ বলেছেন: ভাল লাগলো।পরের পরবের জন্য অপেক্ষায় রইলাম।+++
৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৯
রন্টি চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ। পরের পর্ব আসছে আগামীকাল।
৪৯| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৯:১৬
রায়হান(তন্ময়) বলেছেন: +++++
অট: একখান গান দিছিলাম। এট্টু শুইন্না দেইক্কেন
Click This Link
৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৫০
রন্টি চৌধুরী বলেছেন: এখ্খুনি যাইতেছি।
আপনে মিয়া একটু রেগুলার গান দিতে পারেন না? আপনের গান যে ভাল হয় সেইটা অনেক আগে থিকা কইতেই আছি, সাড়া দেন না ক্যান? দামে উঠছেন?
৫০| ৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫১
আলী আরাফাত শান্ত বলেছেন: কেমন আছেন রন্টী ভাই?
৫১| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৮
রায়হান(তন্ময়) বলেছেন: হে হে হে ভাই দামে উডুম কেমনে? আমি তো বাথরুম সিংগার। আসলে কারাওকে মিউজিক পাওয়ার উপরে নির্ভর করে গান দেওয়াটা। আর সব মিউজিক এর স্কেল এর সাথে আমার স্কেল মিলে না। তো বুঝতেই পারতেছেন। তাই দেরি হয়।
৫২| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৫২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
শুভ শুভ জন্মদিন রন্টি নানা।
রন্টি নানা আমার ব্লগের প্রথম পোস্টে প্রথম কমেন্টকারী। সম্ভবত আমার সময়ে যারা রেজিষ্টার্ড করেছিলেন, তাদের প্রায় সবার পোষ্টেই নানার কমেন্ট প্রথম। রন্টি নানার কমেন্ট ছিলো ইন্ট্যারএক্টিভ, মানে একটা কমেন্ট মেরে হাওয়া হয়ে গেলাম - এই রকম না। প্রচুর ইন্ট্যারকেশান করতেন, ব্লগের যেটা প্রাণ। এইরকম আরেকজন ছিলেন, রিয়াজ শাহেদ। ওনারে ও খুব মিস করি ।
নানার কাছে নিজের অসহায়ত্ব বর্ণনাপূর্বক ( ) 'ইয়ের' নিমিত্ত আবেদন জানাইয়াছিলাম তাজীন আপার পরামর্শমোতাবেক, পরে মুখপুস্তিকায় রন্টিনানা যুক্ত হবার পরে দেখি, আফসুস- আমারেই নানী খুজতে নামিয়া যাইতে হইবে।
আফসুস।
তবে , উনার পিচকা বয়সের সাথে ম্যাচুরিটি লেভেল মিলানো যাইবে না। ধরা খাইতে হবে।
নানারে ভালা পাই, তাই ঘুমক্লান্ত চোখে অনেক আগডম-বাঘডম বকলাম। কিছু মনে করলেও কিছু করার নাই। তয় নানার কাছে একটা অপরাধ করছিলাম। সময়মত তারে একটা ফোন দেয়া হয় নাই, নিজে ব্যক্তিগত অবস্থা টালমাটাল ছিলো তখন তাই। আইজ শুভদিনে ক্ষমা চাইয়া গেলাম। কাজটা ভাল হয় নাই
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:০৭
রন্টি চৌধুরী বলেছেন: নিঃসঙ্গ পথিক, আপনার কমেন্ট পড়ে আমি বিশাল আবেগ্লাপ্লুত হয়েছিলাম যখন পড়েছিলাম অফলাইনে, কিচ্ছু তখন বলিনি, কেননা তখন একটু এক্সাইটেড ছিলাম। এখন ভাললাগার অংশটুকু জানিয়ে গেলাম। শান্তর পোষ্টে ও জানিয়ে গেলাম।
৫৩| ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:৫২
দোলাহাসান বলেছেন: শুভ জন্মদিন ......
লেখা ভাল লাগল। অনেক অনেক কিছু জানলাম। দেখি যদি সময় করতে পারি তবে হয়ত আবার কিছু লিখতে চেষ্টা করব, অন্তত তোমরা তো পড়বে
আবারো শুভ জন্মদিনের শুভেচ্ছা
ভাল থেকো
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:০৫
রন্টি চৌধুরী বলেছেন: তোমাকে ধন্যবাদ। কিন্তু তুমি তো মনে হয় আমাদের তোমার মন থেকে বাদ দিয়ে দিয়েছ। তাই আর খোজ খবর ওত নাও না। খুবই খারাপ কিন্তু।
সবাই বদদোয়া দিবে।
৫৪| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৩
শামস নুর বলেছেন: দরকারী পোষ্ট।
৫৫| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:০৩
আইরিন সুলতানা বলেছেন: পরের পর্ব কই ?
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫২
রন্টি চৌধুরী বলেছেন: আসছে শীগগির।
৫৬| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৭
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: জব ডান... পোস্ট গন.. কে জানে কেন!!!
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫১
রন্টি চৌধুরী বলেছেন: কি যন্ত্রনা!
এত কষ্ট কইড়া কতগুলা লাইন লিখলাম। কতগুলা কমেন্ট লিখলাম, কত বিতর্ক করলাম, সব গেল??
৫৭| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২২
আউলা বলেছেন: শুভ জন্মদিন
৫৮| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:০৪
সাইফুর বলেছেন: শুভ জন্মদিন
৫৯| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৪১
সাইফুল ফারদিন বলেছেন: ধন্যবাদ। লিখে যান।
৬০| ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৯
চিকনমিয়া বলেছেন: হেপি বাড্ডে
৬১| ০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২২
চানাচুর বলেছেন: লজিক্যাল রাইটিং নিয়ে কিছু লেখেন
৬২| ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৯
অন্যরকম বলেছেন: মাথায় যে কত কিছু ঘুরে.... আহারে.... এইগুলান যদি একটু কাউরে বাইর কইরা দেখাইতে পারতাম, তাইলে নির্ঘাত নোবেল না হয় অস্কার...
আপনার লেখাটা চ্রম হইছে!!! +
দেখি লেখা লেখিটা আরেকটু বাড়াইতে পারি কিনা!
৬৩| ১৪ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
জুলফিকার বলেছেন:
আগ্রহ আছে বলে প্রিয়-তে নিলাম। পড়ে মতামত জানাবো।
ভালো থাকবেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৪
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
৬৪| ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:২৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আসলে লিখতে শুরু না করে লিখব, লিখব চিন্তা করে বা বলে বলে সময় কাটানো অনেক সহজ।
লেখালেখীতে যারা ভালো করতে চান, উপরের উদ্ধৃতিটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ!
লেখা শুরু না করলে কখনই পুরো লেখা ধরা দিবেনা এটা খুব সত্য, এমনও হতে পারে শুরু হলো, কিন্তু গন্তব্য অজানা, লিখতে লিখতে একাধিক গন্তব্য সামনে আসতে পারে , সেখান থেকে পছন্দসই পথ বেছে নেয়া নিজের কাজ ।
লিখতে চায়লে, আইডিয়া মাথায় থাকলে এখনি কাগজ-কলম নিয়ে বসে পড়ুন, লিখতে শুরু করুন, সুফল পাবেন,--ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি ।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১০
রন্টি চৌধুরী বলেছেন: আমাকেই দেখেন।
এই পোষ্টেরই আর কোন পর্ব গত প্রায় ২ মাসে লিখতে পারলাম না। আলসেমীই দায়ী।
৬৫| ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: এই পোষ্টেরই আর কোন পর্ব গত প্রায় ২ মাসে লিখতে পারলাম না। আলসেমীই দায়ী।
তার পর আরো একমাস কেটে গেল। এত পাঠক প্রিয়ায়িত করল, তবুও মন গলল না?!!!
বড্ড স্বৈরাচারী তো আপনি!!
৬৬| ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৬
নস্টালজিক বলেছেন: গ্রেট ওয়ান!
হ্যাটস অফ!!
৬৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১১
দাউদ রনি বলেছেন: জানলাম। বুঝলাম।
এটাও জানি, এসব তথ্য উপাত্ত জেনেও অনেকে লিখতে পারেন না।
লেখার বিষয়টা আসলে ভেতরে থাকা লাগে।
............
তবুও কাজে দেবে।
৬৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৮
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++
Travel Bangladesh information
৬৯| ২২ শে জুলাই, ২০১১ ভোর ৪:৩৮
স্বদেশ হাসনাইন বলেছেন: আগেও পড়েছি। প্রিয়তে নিতে এলাম।
৭০| ১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:১৮
মাস্টার বলেছেন: আপনি দেখি বিরাট স্ক্রিপ্ট-বাজ!! ক্রিয়েটিভ রাইটিং টা নিয়া আমিও একটু ঘাটাঘাটি করছিলাম। হলিউড এর হাউজ গুলায় যেই ফরম্যাট গ্রহনযোগ্য, সেরকম করে একটা স্ক্রিপ্ট লিখছিলাম। দেশে গিয়া দেখি একেক জন একেক নিয়মে লিখে। কোনমতে বুঝাইতে পারলে হয়। আমারটা অনেকেই বুঝলো না। তাই পরে আবার নিজের একটা ফরম্যাট দাড় করাইছি। কিন্তু লিখালিখি জিনিসিটা বড্ড বোরিং
বানানো টা অনেক মজার
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:২৫
রন্টি চৌধুরী বলেছেন: হুমম..দেশের স্ক্রীপ্ট হলে যেমনে ইচ্ছা তেমনে। দেশের কিছু স্ক্রীপ্ট পড়ে এসেছি এইবার। তবে ফরম্যাট যাই হোক স্ক্রীপ্ট বা সাধারন গল্প লেখার জন্যেও কিছু দরকারী ব্যাপার এই টিউটোরিয়াল এ দিতে চেয়েছিলাম। কিন্তু আলসেমী আর ব্যাস্ততায় দেয়া হয় নি।
৭১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১০
মাস্টার বলেছেন: রন্টি ভাই, আপনার লেখার লিঙ্কখানা আমার লেখায় শেয়ার করলাম। আশা করি মাইন্ড করবেন না।
৭২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩২
এম এম ওবায়দুর রহমান বলেছেন: ভাল প্রচেষ্টা আমার মত নবীনদের অনেক কিছু শেখার আছে। পিলাচ
৭৩| ২২ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২৩
ওবায়েদুল আকবর বলেছেন: আপনি কোন দেশে আছেন এখন?
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০০৯ রাত ২:১৫
একরামুল হক শামীম বলেছেন: আগে একটা ফাও প্রশ্ন করে নেই।
খবর কিতা?? আছেন কেমুন??