![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অঙ্কন আর গানের জগত-ই নিহনের জগত । আঁকিঝুকি আর গান লিখতে ভাল লাগে, সুযোগ পেলে তাই সময়টা ওখানেই দেই [email protected]
প্রথমো যেদিন তুমি এসেছিলে ভবে
কেঁদেছিলে একা তুমি, হেসেছিলো সবে
এমনো জীবন তুমি করিবে গঠন
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন
লাইন ক'টা কোন কবির জানা নেই । ছেলেবেলায় গ্রামের বাজারে নরসুন্দরদের কাছে চুল কাটাতে গেলে সেলুনে সুন্দর করে বাঁধানো দেখতাম লাইন ক'টি । সেই থেকে লাইন গুলো মাথায় ঢুকে গেছে ! মাথায় ঢুকলেও কাজের কাজ হয়নি কিছুই । কথাগুলো মনে আছে । সেই মতে জীবন গড়ার তাগিদ নেই । সবাই পারেনা , সবাইকে দিয়ে হয়না । সেই না হওয়াদের দলে আমি ।
আমি নিহন সুমন । এই ধরাধমে এসে পড়ে ধরণীর কি শ্রি বৃদ্ধি ঘটিয়েছি জানিনা ! তবে, জন্মকালে মাকে খুব কষ্ট দিয়েছি, সেটা জানি । মা-ই বলেছেন । যদিও সেই কষ্টতেই ছিল মায়ের যাবতীয় সুখ । আনন্দ ! মা আজ নেই । তার ছেলেটা কিছুই হতে পারেনি । পৃথিবীতে যে দাগ রেখে যাওয়া, একটা মাত্র আঁচড় মনে রাখবে সবাই, সেরকম কিছু তার এই ছেলেকে দিয়ে হয়নি ! তবু, মা যদি থাকতেন, আদর করে নিশ্চয় বলতেন,- "সোনারে ! আজকের দিনেই (২৯ এপ্রিল) আমাদের ঘর আলো করেছিলি তুই । আয় ! আমার হাতে মিষ্টি খা !" মা নিজ হাতে মিষ্টি, কেক খাইয়ে দিতেন ! মায়ের বখে যাওয়া ছেলে, আমি হয়তো মায়ের আঁচলে মুখ মুছতাম ! কিন্তু নেই, পৃথিবীর সবচেয়ে বড় ধন,--আমার মা টি নেই ! মা কে মনে পড়ছে খুব ।
*ছবিটা নিজের আঁকা
২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
নিহন বলেছেন: ধন্যবাদ বিলাল ভাই ।
২| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
শুভ শুভ শুভ জন্মদিন--নিহন সুমন !
০৩ রা মে, ২০০৮ রাত ১:১৬
নিহন বলেছেন: ধন্যবাদ শিপন ভাই ।
৩| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০৯
সব্যসাচী বলেছেন: শুভ জন্মদিন নিহন।
০৩ রা মে, ২০০৮ রাত ১:২০
নিহন বলেছেন: ধন্যবাদ সব্যসাচী ।
৪| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১০
আশরাফ মাহমুদ বলেছেন: আজ তোমার জন্মদিন আমায় বলনি কেন?
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৬
নিহন বলেছেন: তুমি ভুলে গেছো । বলা হয়েছে ।
৫| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৬
শফিউল আলম ইমন বলেছেন: শুভ জন্মদিন।
আপনার মায়ের জন্য দোয়া।
ভালো থাকুন।
০১ লা মে, ২০০৮ রাত ৩:৫৬
নিহন বলেছেন: অনেক , অনেক ধন্যবাদ ।
৬| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩০
একরামুল হক শামীম বলেছেন: নিহনকে জন্মদিনের শুভেচ্ছা।
০১ লা মে, ২০০৮ ভোর ৪:০৩
নিহন বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।
৭| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৬
তামো ব্লগ বলেছেন: শুভ জন্মদিন--নিহন সুমন
০৩ রা মে, ২০০৮ রাত ১:০৭
নিহন বলেছেন: ধন্যবাদ
৮| ২৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩০
নিবেদীতা বলেছেন: শুভ হোক তোমার জন্মদিন নিহন ভাই।
সব মা-ই তার সন্তানদের মনের ভেতর বেঁচে থাকে আজীবন আর সেই সাথে মা এর দোয়াতো থাকেই।
ভাল থাক সব দিন, সবসময়।
০৩ রা মে, ২০০৮ রাত ১:১৩
নিহন বলেছেন: ধন্যবাদ বইনডি ।
দোয়া করবে আমার জন্য আর আমার মায়ের জন্য ।
৯| ২৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৭
প্রিয়তমা বলেছেন: শুভ জন্মদিন--নিহন
ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন
শুভ কামনা রইল
০৩ রা মে, ২০০৮ রাত ১:১১
নিহন বলেছেন: ধন্যবাদ
১০| ২৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৩
নীল েঢউ বলেছেন: শুভ জন্মদিন--নিহন
০৩ রা মে, ২০০৮ রাত ১:২২
নিহন বলেছেন: ধন্যবাদ নীল েঢউ
১১| ২৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৪
রাশেদ বলেছেন: শুভ জন্মদিন।
আপনার মায়ের জন্য প্রার্থনা করি।
০৩ রা মে, ২০০৮ রাত ১:২৭
নিহন বলেছেন: ধন্যবাদ রাশেদ ভাই।
১২| ২৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৮
বিবেক সত্যি বলেছেন:
অফুরান শুভেচ্ছা , শিণ্পী নিহন ভাইকে..
২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
নিহন বলেছেন: ধন্যবাদ সত্যি ভাই।
১৩| ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১০
নাজিরুল হক বলেছেন: শুভ শুভ শুভ জন্মদিন--নিহন সুমন !
ভাল থেকো। আজ আগামী পরশো, সারা বছর।
১৪| ২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
নিহন বলেছেন: ধন্যবাদ নাজি ভাইয়া ।
দোয়া করবেন আমার জন্য আর আমার মায়ের জন্য ।
১৫| ২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
নিলা বলেছেন: ছবির বাবুটা অনেক কিউট।
শুভ জন্মদিন। সহজ, সুন্দর হোক আপনার আগামীর পথ চলা। ভালো থাকুন সূর্যের মতন।
মা যেখানে আছেন সেখানে অনেক ভালো থাকুক.....আমিন।
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৮
নিহন বলেছেন: ধন্যবাদ নিলা ।
১৬| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০২
মুকুল বলেছেন: শুভ জন্মদিন--নিহন সুমন !
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৬
নিহন বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই।
১৭| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৯
রুবেল শাহ বলেছেন: শুভ শুভ দিন, নিহনের জন্য শুভেচ্ছা ------------
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৭
নিহন বলেছেন: ধন্যবাদ রুবেল ভাই।
১৮| ০১ লা মে, ২০০৮ রাত ১২:২৮
সবাক বলেছেন: শুনেছি আজ নাকি তোমার জন্মদিন
তাই আমি বাগান থেকে ফুল করেছি ঋণ
আমার নিজের কিছু নাই, ধার করে যা পাই
তাই দিয়ে নিহন তোমায় শুভেচ্ছা জানাই।
আগামীর দিনগুলোতে খুব ভালো থেকো।
"শুভ হোক জন্মদিন"
০১ লা মে, ২০০৮ রাত ১২:৫০
নিহন বলেছেন: ধন্যবাদ সবাক ভাই।
১৯| ০১ লা মে, ২০০৮ রাত ১২:৩২
হনলুলু বলেছেন: শুভ জন্মদিন নিহন.........
আপনার মায়ের জন্য শুভকামনা..........
০১ লা মে, ২০০৮ রাত ৩:৪৯
নিহন বলেছেন: অনেক , অনেক ধন্যবাদ ।
২০| ০১ লা মে, ২০০৮ রাত ৩:৫৩
তারার হাসি বলেছেন: শুভ জন্মদিন নিহন !
আগে আমার চোখে পড়েনাই পোস্টটা, তাই শুভেচ্ছা জানানো হয় নাই।
ভাল থাকবেন ,অনেক ভাল।
০২ রা মে, ২০০৮ রাত ৩:০৫
নিহন বলেছেন: আপনিও ভাল থাকুন ।
ধন্যবাদ আপনাকে ।
২১| ০১ লা মে, ২০০৮ ভোর ৫:৩২
ঠাকুরদা বলেছেন: দিরং হয়া গেলো............অহন আর "জন্মদিন" কয়াতো লাভ নাই তয় ছবিডা "ভালো" হইছে।
০২ রা মে, ২০০৮ রাত ২:৫৭
নিহন বলেছেন: আপনা ছবিটাও জাক্কাচ ।
কোন মেয়ে এক দেখাতে ...........
ধন্যবাদ আপনাকে ।
২২| ০২ রা মে, ২০০৮ রাত ১:৫৫
""শ্রাবণী"" বলেছেন: শুভ লেইট জন্মদিন
অনেক অনেক শুভ কামনা। আপনার জীবনটা হোক আপনার আঁকা ছবির প্রতিটা রেখায় মতই চমৎকার।
ওওও...বাবুটা কি কিউট। কি সুন্দর করে হাসছে। আমার পরীও এমন সুন্দর করে হাসে। খিল খিলিয়ে।
০২ রা মে, ২০০৮ রাত ২:৩৭
নিহন বলেছেন: ২৯ তাং , আসার কথা ছিল ।
ধন্যবাদ আপনাকে ।
'' আমার পরীও এমন সুন্দর করে হাসে। ''
পরীটা কে ??
২৩| ০২ রা মে, ২০০৮ রাত ২:৪১
""শ্রাবণী"" বলেছেন: আমার একটা পরী আছে সে। উমম...শুধু আমার না আমাদের।
০২ রা মে, ২০০৮ রাত ৩:০১
নিহন বলেছেন: আপনার মেয়ে ??
২৪| ০২ রা মে, ২০০৮ রাত ৩:৫৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: শুভ জন্মদিন নিহন একটু দেরিতে।
মা বড় মধুর। আপনার মা এর জন্য প্রার্থনা করি
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
নিহন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২৫| ০২ রা মে, ২০০৮ সকাল ১১:৪০
প্রচেত্য বলেছেন: দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছা চিরদিনের জন্য তরতাজা
শুভেচ্ছা রইল
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৭
নিহন বলেছেন: ধন্যবাদ ।
২৬| ১২ ই মে, ২০০৮ দুপুর ১:৫৯
পুষ্প বলেছেন: অনেক দেরীতে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
ছবির বাবুটা ভয়ঙ্কর কিউট।
মাকে নিয়ে লেখাটা খুব হৃদয়গ্রাহী হয়েছে।
আপনার মা যেন জান্নাতুল ফিরদাউসে যান সেই প্রার্থনা করি।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২০
নিহন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২৭| ৩০ শে জুন, ২০০৮ রাত ৩:৩২
মানবী বলেছেন: এটা নিহনের শৈশবের ছবি কিনা বুঝতে পারছিনা!
ছবির শিশু এবং নিহনের আঁকা দুটোই সুন্দর!
ভালো থাকুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৩
নিহন বলেছেন: নারে আপু ,এটা আমার ছবিনা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৫
বিলাল বলেছেন: শুভ শুভ দিন,
আজ নিহনের জন্মদিন।