নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

বিরোধী দলীয় প্রেয়সী

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০২



তোমাতে আর বিরোধী দলে কোন পার্থক্য নেই-
তোমার ডাকা হরতালে মরে,
আমার নিরীহ আবেগগুলো ।
মনের রাজপথে,
ছুটে চলা বাসে,
আগুন লাগাও।
অবরোধ ডাকো মুঠোফোনে,
ফোন আসে না একটিও!
বোমা ফুটে কোষে কোষে,
জ্বালিয়ে দাও সমস্ত নিউরন;
উত্তপ্ত বাক্যে করে দাও দিশেহারা।
তোমার সাথে দেন দরবারে
স্থিমিত হয় আমার অর্থনীতি,
দৈন্যতা দেখা দেয় মানিব্যাগে,
বেকারত্বে ভুগে মস্তিষ্ক,
মুদ্রাস্ফীতি যেন চলছেই।
আর তোমার বন্ধুমহল?
সে যেন আন্তর্জাতিক সম্প্রদায়
সারাক্ষণ লিপ্ত চক্রান্তে।
রাষ্ট্রদূতের মত মিটিং করে যাও
অথচ সমঝোতায় নেই আমার সাথে।
আর সাম্প্রদায়িকতা?
সে তো তোমার বড় অস্ত্র,
কথায় কথায় টেনে আনো এই বস্তু
চুপ করে যেতে হয় আমাকে।

তবুও আমি হাসিমুখে থাকি,
কি করবো বল্-
আমি যে দুর্বল সরকারী দল!
আমার নেই পেটুয়া পুলিশ বাহিনী।
নেই স্বৈরচারী গণতন্ত্র,
লিংকনের গণতন্ত্রে আমি বিশ্বাসী
ইচ্ছা করলেই তাই হয়ে উঠতে পারছি না বাকশালী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সরকার দলীয় গিন্নি

তোমাতে আর সরকারী দলে কোন পার্থক্য নেই-
তোমার স্বৈরাচারী সিদ্ধান্তে মরে,
আমার নিরীহ আবেগগুলো ।
মনের সংসদে,
অনির্বাচিত ১৫৪ জন
দলে চলো সংবিধান।
বিরোধী ঠেকাতে
গুম, খুন, ক্রশফায়ার
আতংক ছড়িয়ে জনতারে, ত্রাসে
দলীয় লাঠিয়াল আর জলপাই বশীকরণে;
জনমতরে করে দাও দিশেহারা।
তোমার স্বজনদের অর্থপাচারে
ফোকলা হয় অর্থনীতি,
হলমার্ক, শৈয়ারবাজার, ৫লাখ
৩৪ হাজার কোটি টাকা দেশ থেকে চলে গেলে
দৈন্যতা দেখা দেবেনা বলতে চাও মানিব্যাগে,
নিলর্জ দলানুগত্যে ফোবিয়ায় ভুগে মস্তিষ্ক,
বিবেক, মূল্যবোধ, সত্য ভাষন নির্বাসনে যেন।
আর তোমার বন্ধুমহল?
সে যেন শূধূ নিতেই জানে
সারাক্ষণ লিপ্ত চক্রান্তে।
৫৪ নদী শুকিয়ে মরে, বিনা মাশূলে পারাপার
সিংগাপুরের স্বপ্ন দেখীয়েছিলে মনে পড়ে!
অথচ কড়িটাও মেলেনি আইজদ্দির
বিশ্ব হেরিটেজ সুন্দরবন ধ্বংস করেও দাও
বন্ধুত্বের প্রেমের পরীক্ষা!!!

অথচ সমঝোতায় নেই আমজনতার সাথে।
আর সাম্প্রদায়িকতা?
সে তো স্রেফ তোমারই অস্ত্র,
প্রয়োজন মতো ডোজ দাও আপনা স্বার্থে
সুশীল সমাজ মিডিয়া তাবেদারী ব্যাস্ত তোমার
চুপ থাকতে হয় আমাকে আমজনতার মতো।

তবুও জনতা আশঅয় থাকে,
কি করবে বল্-
জনতাযে দুর্বল বিরোধী দলের মতো!
গুম খুন জেল বিনাবিচারে আটকের ভয়ে
স্বৈরাচারীতারে নান্দনিকতায় উন্নয়নের
শুভংকরের ফাকি দেয়া স্বপ্নে -অভুতপূর্ব সাজিয়োছে
রাষ্ট্রবিজ্ঞান, বিশ্ব, নিজের প্রতিশ্রুতিও ভুলে
হয়ে উঠছো ডিজিটাল বাকশালী।
ক্ষমতা আর চেয়ারের সাথে পরকীয়ায় ডুবে!!!!!!!!!!!!!!!!!!!

২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪০

এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'

পর্নোসাইট বন্ধ কর‍ার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'



এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুক‍ার মোতাহার মিথুন।

আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.