| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ রায়হান শেখ রনি
জীবন সংগ্রামের এক সৈনিক আমি। মাঝে-মধ্যে সময় পেলে একটু কি-বোর্ডে হাত বুলাই.................. এই আরকি।
প্রাণপ্রিয় বিপ্লবি নেতা চে এরোনাস্তো গুয়েভারার ঘনিষ্ঠ বন্ধু, কিউবান রাজনৈতিক এ নেতা কেবল সমাজতন্ত্রের অনুসারী নয়, বিশ্বব্যাপী নানা মত ও পথের কোটি কোটি মানুষের কাছে পৌরাণিক এক চরিত্রের অধিকারী ছিলেন।
কমরেড ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে তার প্রতি রইল বিপ্লবি লাল সালাম। 
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
খায়রুল আহসান বলেছেন: বিপ্লব ও বিশ্বাসের প্রতীক, স্বাধীনতার কন্ঠস্বর, গণমানুষের দরদী বন্ধু, শ্রদ্ধাভাজন নেতা, তোমায় লাল সালাম!
তোমার মৃত্যুতে কিউবানরা তাদের জনক এবং বিশ্ববাসী একজন জনদরদী নেতাকে হারালো।