| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#কিউটের ডিব্বার_পামছা
![]()
=========================
আমার সাথে কিডি আজ বৃষ্টিতে ভিজলো।
বাসায় ঢুকে ওর গা মুছে দিচ্ছি গামছা দিয়ে।
ও হঠাৎ প্রশ্ন করে বসলোঃ আঙ্কেল এটার নাম গামছা কেনো?
আমিঃ আম্মু, ওটা দিয়ে গা মুছা হয় তাই এর নাম গামছা
কিডিঃ ও তাই :o
রুম থেকে বের হয়ে জুতো পড়বে, তখন আমাকে বললোঃ
আঙ্কলে পায়ে না কাঁদা
আমি ওকে পাপুষ দেখিয়ে বললামঃ পাপুষে মুছ
কিডিঃ আঙ্কেল এটা পাপুষ কেনো :o
আমিঃ এটার নাম ই পাপুষ
কিডিঃ না এটার নাম পামছা
আমি তো পুরাই বেকুব :o বলে কী পামছা! ![]()
আমিঃ ধুর বোকা আঙ্কেল ওটা পামছা না তো পা পুষ ![]()
কিডিঃ তুমি বোকা =D এটা পামছা পামছা পামছা....
![]()
০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৯
ট্রিপল আর বলেছেন: ধন্যযোগ ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৩
রায়হানুল এফ রাজ বলেছেন: পিচ্চি পুরাই চালাক।