নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বিষয়ে কথা বলা নিষেধ, তা নয়। তা যে নয়, ঠিক তা ও নয়!

ট্রিপল আর

যন্ত্রেরও ভাষা আছে!

ট্রিপল আর › বিস্তারিত পোস্টঃ

সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২১

সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)
==========================
বাস্তবে নাম আছে এখানে আমার নাম নাই
বাস্তবে ছবি আছে এখানে আমার ছবি নাই
বাস্তবে পরিচয় আছে এখানে আমার পরিচয় নাই
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

বাস্তবে আমি ইতর এখানে আমি ভদ্র
বাস্তবে আমি ভন্ড এখানে আমি প্রেমিক
বাস্তবে আমি মিথ্যুক এখানে আমি সৎ
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

বাস্তবে আমি শূণ্য এখানে আমি কানায় কানায় পূর্ণ
বাস্তবে আমি মূর্খ এখানে আমি কবিগুরুর শিষ্য
বাস্তবে আমি পশু এখানে আমি অবুঝ শিশু
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

বাস্তবে আমি কষাই এখানে আমি ডাক্তার
বাস্তবে আমি বিএ এখানে আমি সিএ
বাস্তবে আমি মফিজ এখানে আমি ফিজ
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

বাস্তবে আমি রাফ খাতা এখানে আমি বাধাঁই করা খাতা
বাস্তবে আমি কাকের ঠ্যাং বকের ঠ্যাং এখানে আমি শিল্পীর আঁকা ছবি
বাস্তবে আমি পর্ন ভূজি এখানে আমি ধর্ষণের বিরোধী ছবি পোস্ট করি
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

বাস্তবে আমি রাস্তার টুকাই এখানে আমি সব বেটাকে চৌদ্দ সিকে ঢুকাই
বা্স্তবে আমি পারায় মেয়ে খুঁজি এখানে আমি কুমারী খুঁজি
বাস্তবে আমি পাবলিক বাস এখানে আমি প্রাইভেট কার
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

বাস্তবে আমি ফুতপাতে শপিং করি এখানে আমি বড় বড় ফ্যাশন হাউজ খুঁজি
বাস্তবে আমি টং দোকানের চা ফুকি এখানে আমি চা চর্কের বয়ান ছাড়ি
বাস্তবে আমি এক টাকা একশ বার গুণি এখানে হাজী মহসীন হবার পোস্ট ছাড়ি
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

বাস্তবে আমি কুকুরকে কুত্তা বলি এখানে আমি ভাত কে অন্ন বলি
বাস্তবে আমি বাহ বাহ এর পাগল এখানে আমি দেশ আর জনগণের পাগল
বাস্তবে আমি গলায় ছুড়ি ধরি এখানে আমি সবার স্বার্থে জীবন বাজি ধরি
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;)

বাস্তবে আমি ডাল ভাতে সারি এখানে আমি চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইসে সারি
বাস্তবে আমি গরীব দেখলে তাড়াই এখানে আমি তাদের জন্য কেঁদে দু চোখ ভাসাই
বাস্তবে আমি আস্তো একটা ছাগল এখানে আমি সবাইকে ভাবি আস্তো একটা পাগল
কারন
সবার উপরে ভাব সত্য তাহার উপরে নাই ;) ............. (সংক্ষেপিত)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৪

কানিজ রিনা বলেছেন: এককো বারে সত্য, এই ব্লগে আমি এমন
একজনকে চিনি, সে নানান রকম নাম
মিশাইয়া নিজেই থাকে অন্ধকারে। তার কারনে
আমার অসংখ্য লেখা দিতে চেয়েও দেইনা।
আসলে এই ব্লগে অসংখ্য ভাল লেখক
আছে। আমি যদি তার নাম বলি লেখকদ্বয়
লজ্জা পাবে। আপনার সত্যকথা তার সাথে
অনেক মিলে যায়। ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

ট্রিপল আর বলেছেন: শুধু ব্লগ না ফেবু টেবু ইমু ভিবু সব জায়গায় প্রায় এক ই চিত্র ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.