![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু আমি আর ও থেমে আছি
===================
পরন্ত বিকেল
এলোমেলো মন ক্লান্ত জীর্ন দেহ
বুকের পাজরে ঢাকা নরম মাংস পিন্ড
পাহারায় থাকা কালো দু'টি আখি
সবই চলছে ঠিক তার ই নিয়মে
চলছে থামছে আবার চলছে
শুধু আমি আর ও থেমে আছি
কালো পিচের কোলাহল
লাল হলুদের আলোর বহর
বিকট সেই তীব্র স্বর
রীতিগত সেই সুর
সবই চলছে ঠিক তার ই নিয়মে
চলছে থামছে আবার চলছে
শুধু আমি আর ও থেমে আছি
দৃষ্টিহীনের সেই বল
অঙ্গহীনের সেই বহর
বাকহীনের সেই অবয়ব
জ্ঞানহীনের সেই গতি
সবই চলছে ঠিক তার ই নিয়মে
চলছে থামছে আবার চলছে
শুধু আমি আর ও থেমে আছি
আজ আমি থেমে আছি
আর আমার পাশে শুধু ও থেমে আছে
চাইলেও ওর দুটি কপাট আর খুলে দিতে পারছি না
চাইলেও আমার লাললোনা পানি ভর্তি বহর বহন করতে পারছি না
সবই চলছে ঠিক তার ই নিয়মে
চলছে থামছে আবার চলছে
শুধু আমি আর ও থেমে আছি
©somewhere in net ltd.