![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্ন দেখি এই মহাকালের বুকে আমার অস্তিত্য বিলীন হবেনা। মানুয নামের সত্বা কখনো হারাবেনা কোন প্রলোভনের বিনিময়ে আর এই বাংলা আর বাংগালি নেত্রীত্য দেবে পৃথীবিকে। মানুষ আমায় স্মরন করবে আমার মানবিকতার জন্য আমি সফল মানুষ বলে নয়।
বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার , কেউ এবিষয়ে যদি ভিন্ন মত প্রকাশ তার সাথে আমার কোন বিরোধ নেই , যদিও তিনি ঠিক নন। কারন ভবিষ্যত গড়ে উঠে বর্তমানের উপর ভিত্তি করে কিন্তু গত ৩০ বছরে কখনই কোন কল্যানমুলক সরকার আসেনি। আর আগামি ৩০ বছরেও আসবেনা যদিনা কোন বিপ্লব বা সুশীলদের মতে কোন সুরাজনৈতিক সংস্কৃতি না গড়ে উঠে। কিন্তু এটা কিভাবে গড়ে উঠবে। দেশের প্রধান রাজনৈতিক দল গুলোর সংস্কৃতি থেকে আমরা কিছুই শিখতে পারছিনা। তাদের কেবল নামেই পার্থক্য। বাকি সব এক , জাতীয় পার্টি দেশে হিরোইন আর আমলা তন্ত্রের জনক , আওয়ামি লীগ অতিরিক্ত ভারত মুখী ,সন্ত্রাসের মদদ দাতা , যার প্রধান নেত্রীর জিবনে প্রধান প্রাপ্তি তার বাবার মৃত্যু যার ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকে। একি কথা বিএনপির ক্ষেত্রেও খাটে। তারেক ভাইএর বাবার মৃত্যু তার জীবনের বিশাল প্রাপ্তি। তারা তাদের প্রিয়জনদের মৃত্যু দিয়েই রাজনীতি চালাচ্ছেন। যারা তাদের এই বাজে পলিসির সাথে একমত তারাই রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন। এর পরও দেশ উন্নত হবে যারা ভাবেন তারা হয় মিথ্যুকে নয়ত মিছে আশায় বসে থাকা নির্বোধ।
©somewhere in net ltd.