![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিল.........
অনেক অনেক দিন হলো সামুতে আশা হয়না............লেখা হয়না তার থেকেও বেশী কিন্তু আজকে সকালের ঘটনার পর সামুর সবাইকে বন্চিত করতে ইচ্ছে করলো না ..............ঘটনা কি শুনেন...........।
গত কাল রাতে তো এম্নিতেই ভীষন গরম তার পর শুতে শুতে রাত প্রায় ২ টা বেজে গেল.............ফজরের আজান কানে যাবার কিছুক্ষন পর উঠি উঠবো করছি এ সময় তারস্বরে মোবাইল বেজে উঠলো.........।হাসপাতালের জরুরী কল ভেবে মোবাইলটা তুলে দেখি আননোন নম্বর...।তারপর ও সালাম দিয়ে রিসিভ করলাম।উত্তর আসলো ----ওয়ালাইকুম আস সালাম ওয়া রহমাতুল্লহি ওয়াবারাকাতুহু.........।গলা যতসম্ভব বিকৃত করার চেস্ঠা...........।বললো এই শুভ সকালে কি বাবাজীর সাথে কথা বলতে পারি ।বললাম না আমি নামাজের প্রস্ততি নিচ্ছি এখন কথা বলবো না .............বলে বাবা আমি জীনের বাদশা, এক কামেল পীরের মাজার থেকে বলছি.... আমি নিরুত্তাপ গলায় বললাম....।বললাম তো নামাজ পড়বো এখন কথা বলবো না ................।বলে নামাজ শেষ করে কি বলবে বাবা ..বললাম না .....।বলে কেন তুমি মনে হয় আমাকে চিনতে পারো নাই। আমি বললাম আমার আসলে জ্বীন জাতির সাথে কথা বলার সময় নেই .. বিরক্ত করেন না নামাজ টা শেষ করতে দেন.............।উনি রেখে দিলেন। আমিও নামাজ শেষ করে শুয়ে পরবো দিখি আবার ফোন.........। মহা যন্ত্রনা ..................। এবার গলা আরও মধুর করে সালাম দিলাম (বেচারা জ্বীনের বাদশাহ অসম্মান তো করা যায় না .......।) বললাম বলেন কি ববেন তিনি আমাকে নামাজ পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে ধন্যবাদ দিলেন....।আমি বললাম..।আল্লাহ ত নামাজ আমাদের দুজনের উপরেই ফরজ করেছেন তা আমি নামাজ পড়লাম কিন্তু আপনি ???????????? তিনি প্রসন্গ পাল্টে বললেন তা বাবাজী দান খয়রাত তো করতে হবে নাহলে আমি কথা কেড়এ নিয়ে বললাম না হলে কিছুই হবেনা ........। আমি আপনাকে কোন দান করবো না বললো আপনার ভালোর জন্য আমি ফোন করেছি সবাই আপনার মতো ভাগ্যবান হয়না যে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ............। আমি বললাম আমার অতো ভালোর দরকার নেই.......। আর যদি আপনিও ভালো থাকতে চান তবে আর ফোন করবেন না কেমন? কারন জ্বীন জাতিকে কিভাবে ভালো রাখতে হয় সেটা আবার আমরা খুব ভালো জানি...কেমন? আমি রেখে দিচ্ছি আর ফোন করবেন না .............বলে রেখে দিলাম ........।জ্বীনের বাদশাহ এখনও ফোন দেয়নি ............ আপনাদের কারো জ্বীনের বাদশাহর ফোন নম্বর লাগলে বলবেন সেভ করে রেখেছি..............
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২৪
রুদ্রাক্ষী বলেছেন: Dhonnobad bhai.....................
২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৯
ৈজয় বলেছেন: জ্বীন জাতির সাথে চিন-পরিচয় থাকা ভাল। নিজ্ওে মাঝে-মধ্যে ফোন দিয়েন।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩৯
রুদ্রাক্ষী বলেছেন: একদম ঠিক কথা বলেছেন- আমি ঠিক করেছি কয়েকদিন পর ফোন করে ওনাদের কহকাফ নগরী তে যেতে চাইবো আর অনেক অনেক মিষ্টি চাইবো....................................
৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২০
মদন বলেছেন:
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩৯
রুদ্রাক্ষী বলেছেন: ধন্যবাদ .....................।ভাল থাকবেন।
৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৪৪
জানতে চায় বলেছেন: জ্বীন দেখতে মুনচায়
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৪৮
রুদ্রাক্ষী বলেছেন: নাম্বার টা দেই.................. দেখা করে মন ভাল করতে পারবেন।
৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:০৬
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন:
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
রুদ্রাক্ষী বলেছেন: মজার ঘটনা না ?
৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:২৫
দুরন্ত সাহসী বলেছেন: হাহাহহাহাহা
একটু আগে একি ঘটনা ঘটলো আমার সাথে,রিসিভ করে হ্যালো বলতেই দোয়া দুরুদ শুরু।কন্ঠ বিকৃত শুনেই আমার বুঝতে কস্ট হলোনা ।
আমাকে বললো আমি জিনের বাদশা,তুই অনেক সৌভাগ্যবান যে তোকে আমি কল করেছি,এই নাম্বার একটা মাজার থেকে নিয়েছি।কিছু দিনের মধ্যে তুই অনেক টাকার মালিক হবি,আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে তোকে কোটিপতি করে দেবে, বল আলহামদুলিল্লাহ, আমিও সাথে তাই বল্লাম,এবং তাকে বলে দিলাম আরো বেশি লাগবে,এটা অলরেডি আমার আছে।
বলে তাহলে বাবা এই নাম্বারে কল কর,আমি বল্লাম মোবাইলে টাকা নেই,টাকা সব ব্যাংকে।বলে আচ্ছা।
এবার বললো তোর জীবনে আর কোন দুঃখ আসবেনা,বল সোবাহানাল্লাহ,আমি বললাম এমনিতেই আমার কোন দুঃখ নেই।
এবার একটু রাগের সাথে বললো- তুই কি বিশ্বাস করছিসনা,না করলে আজকে রাতেই এটার ফল পাবি। আমি বল্লাম তুমি ভুল জায়গায় কল করেছো,এটা পল্টন থানা,তোমার সিম ট্র্যক করছি,তোমার জিনের চৌদ্দ গোষ্ঠি কোথায় থাকে কি করে সব বের হয়ে যাবে।
সাথে সাথে লাইন রেখে দিলো।
ফোনটা রেখে ব্লগে তাকিয়ে দেখি আপনি এই নিয়ে পোস্ট দিলেন।
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
রুদ্রাক্ষী বলেছেন: আমি বল্লাম মোবাইলে টাকা নেই,টাকা সব ব্যাংকে।হা হা হা হা হা হা হা হা...........................।দারুণ
৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:০৬
মায়াবী ছায়া বলেছেন: হাহাহা... এমন ঘটনা ইদানিং অনেকের সাথে ঘটছে শুনা যাচ্ছে ।জীন জাতি কি এতই গরীব হয়ে গেলো দান নিতে মাঝ রাতে মানব জাতির কাছে ফোন ।
আমার সাথে এখনও ঘটেনি । আপেক্ষায় রইলাম ।
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
রুদ্রাক্ষী বলেছেন: আসলেই বেচারারা গরিব হয়ে গেছে..................।।
৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:১০
ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: কি বলেন ভাই, উনি তো খালি আমাকেই ফোন দিতেন। এখন দেখি আপনাকেও ফোন দিচ্ছেন। নেক্সট টাইম ফোন দিলে আমার সালাম দেবেন
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রুদ্রাক্ষী বলেছেন: ওকে ওকে ওনাকে বলব আপনার কথা...............।
৯| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪২
ইসপাত কঠিন বলেছেন: পেত্নী হইলে তাও দুই একখান সুখ-দুঃখের কথা বলা যাইতো। কি ভাই, ঠিক বলছি না?
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
রুদ্রাক্ষী বলেছেন: পেত্নী না হয়ে পরী হলে ভাল হয় না ?
১০| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
~মাইনাচ~ বলেছেন: hahaha
ta jin shaheber numberta ki deya jabe????
১১| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
~মাইনাচ~ বলেছেন: hahaha
ta jin shaheber numberta ki deya jabe????
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: