নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্রাক্ষী

আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে

রুদ্রাক্ষী

আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিল.........

রুদ্রাক্ষী › বিস্তারিত পোস্টঃ

সাদা মনের মানুষ-নাম না জানা এক সি এন জি ড্রাইভার

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

জানিনা কেন যখনই খুব হতাশ হয়ে পরি তখনই এমন কিছু ঘটনার সম্মুখীন হই যে মনে হয় না সব শেষ হয়ে যায়নি.......এখনও হয়ত ঘুরে দাড়ানো যাবে ....।বাচানো যাবে আমার এই মূমূর্ষ দেশটিকে....

ঈদের পরের দিন ,আমার ভাইয়ের বাসায় যাবার কথা ,তার বাবুটিকে দেখব তাই অনেকদিন যাওয়া হয়না....। হাসপাতালে ডিউটি ছিল ভাবলাম ফেরার পথে যাই ।বাবুর জন্য খেলনা কিনবো ভাবে একটা সি এন জি নিয়ে একটা সনামধন্য দোকানে আসলাম । ঈদের পরের দিন বেশীর ভাগ দোকান বন্ধ তবুও রাস্তায় ভীড়ের কমতি নেই।কি মনে করে দোকানে নেমে সি এন জি ওয়ালা কে বললাম একটু দাড়াবেন আমি ফিরছি আপনাকে নিয়েই যাবো উনি রাজী হলেন বললেন সামনে দাড়াচ্ছি আপনে আসেন। ...।দোকানে গিয়ে খেলনা পছন্দ করে দাম দিতে যাবো ........।পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।কয়েকটা নোট হাতে উঠে এলো।সব পকেট দেখলাম ..।মোবাইল নেই..... আমার স্পস্ট মনে আছে হাসপাতাল থেকে কথা বলতে বলতে বেড়িয়ে সি এন জি তে উঠেছি..।গেল কই....এক দৌড়ে এলাম সি এন জি র কাছে ..বললাম গেট খুলেন আমার জিনিস আছে ভিতরে ..বলে কি জিনিস? আমি বললাম ভাই আমার মোবাইল....দেখি সি এন জি ওয়ালার হাতে.....বললো আপনি নেমে যাবার সময় পকেট থেকে পরে গেছে খেয়াল করেন নাই । আমি উঠায়ে রাখসি .......নেন। আমি অভিভূত হয়ে গেলাম ।পুরোপুরি বাকরুদ্ধ।মানুষের মহানুভতার মুখোমুখি হবার সৌভাগ্য আমার খুব বেশী হয়নি । আজকে হঠাৎ করেই হলো........।আবার দোকানে গিয়ে খেলনা নিয়ে এসে সি এন জি তে আসলাম ।ফেরার সময় ভাবছি সি এন জি ওয়ালাদের উপর আমার কতই না রাগ ছিলো ..বেশী টাকা নেন ,যেতে চায়না, আরও কত কি..হঠাৎ করেই সব সি এন জি ড্রাইভারদের সমস্ত দোষ ক্ষমা করে দিলাম.....আর সেই সি এন জি ওয়ালা কে অনেক অনেক ধন্যবাদ দিলাম সাথে কিছু টাকা বাড়িয়ে দিলাম বখশিশ হিসাবে ...সে সময় নিজেকে খুব ছোট লাগছিলো ..বার বার বললাম আমি খুশি হয়ে দিলাম .. আপনি নিলে আমার ভালো লাগবে.।যেন লোকটা মন ছোট না করে।দাড়িয়ে থেকে দেখলাম সি এন জি ড্রাইভারটা আমাকে সালাম দিয়ে চলে গেল......।খেয়াল করলাম মহানুভব এই মানুষটার নাম জানা হলোনা....কি জানি হয়ত এমনই হয় মহানুভব মানুষরা আড়ালেই রয়ে যান......।

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: এমন ঘটনা ঘটলে যেন আমরা আর অবাক না হই এই আশাবাদ রইলো।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

রুদ্রাক্ষী বলেছেন: আসলেই হাসান ভাই। আশাবাদী হতেই হবে।একটি ভালো মানুষ আশেপাশের অনেক কিছু পরিবর্তন করতে পারে ।হয়ত এমন হাজার হাজার ভালো মানুষ মিলে দেশটাকেই বদলে দিবে।

ভালো থাকবেন।অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম।ঈদের শুভেচ্ছা রইল।

২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০১

খেয়া ঘাট বলেছেন: এসব মানুষ আছে বলেইতো পৃথিবী আজো এতো সুন্দর

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

রুদ্রাক্ষী বলেছেন: আমি আপনার সাথে পুরোপুরি একমত।এই মানুষগুলোর জন্যই পৃথিবীটা এখনও এত সুন্দর।

ঈদের শুভেচ্ছা রইল খেয়াঘাট ।ভালো থাকবেন।

৩| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০২

গরম কফি বলেছেন:
হাসান মাহবুব wrote: এমন ঘটনা ঘটলে যেন আমরা আর অবাক না হই এই আশাবাদ রইলো।

কথাটা আসলেই অনেক বড় একটা আশা বাদ । কিন্তু আনন্দের সংবাদ এইযে আমার জানা শোনা অনেকেই এরকম ঘটনায় অবাক হওয়ার সুযোগ পেয়েছে । আসলে বংলাদেশের এভারেজ মানুষ গুলো ভালো । গর্ব করার মতই ভালো ।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

রুদ্রাক্ষী বলেছেন: হ্যা ভাই আমার দেশের মানুষগুলো অনেক ভালো আর সাদাসিধা আর এজন্যই ত কতিপয় জঘন্য মানুষ এসব মানুষের মাথায় কাঠাল ভেন্গে খেয়েই যাচ্ছে.।দেশটাকে কুলষিত করেই যাচ্ছে ...........আশা করি আমার দেশের এসব মানুষগুলো এগিয়ে আসুক।
গরম কফি ঈদের শুভেচ্ছা রইল । ভালো থাকবেন।

৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

ছাসা ডোনার বলেছেন: আল্লাহ কিন্তু এই জগতে ভাল লোকদেরই বেশী পয়দা করেছেন। এক মন দুধের মধ্যে একফোটা গোচনা পড়লে যেমন দুধ নষ্ট হয়ে যায় বেপারটা এইরকম। তাই সবাইকে একপাল্লায় না মাপাই শ্রেয়।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

রুদ্রাক্ষী বলেছেন: ঠিক একমন দুধে গোচনা পরলে দুধ নস্ট হয়ে যায় তাই দুধ ১ মন হলেও তাকে ১ ফোটা গোচনা থেকে বাচিয়ে রাখতে হয়..। আমাদের ও এইসব ভালো মানুষের মূল্যবোধ বাচিয়ে রাখতে হবে.।সেই সব গোচনা সমমানুষের কাছ থেকে যেন কটিপয় খারাপ মানুষের অত্যাচারে এই মানুষগুলো নিজেদের ভালোগুন গুলো হারিয়ে না ফেলে..............।

ভালো থাকবেন ডোনার।ঈদের শুভেচ্ছা রইলো।

৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০

ফুরব বলেছেন: আমাদের সমাজে আর্থিক ভাবে দুর্বল মানুষ গুলো এখনও নৈতিকতা ধরে রেখেছে আর ধনী শ্রেনীর মধ্যে এটা প্রায় নাই বললেই চলে।।টাকার অহঙ্কারে এক এক জন ইবলিশের বস হয়ে বসে আছে।।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

রুদ্রাক্ষী বলেছেন: ঠিক বলেছেন ।ধনীরা টাকা র দিক ছাড়া আর বাকী সব দিক থেকে ফকির।না কথাবার্তা না স্বভাব চরিত্র,কিছুই ভালো না ।টাকার জন্য খাই খাই একটা ভাব লেগেই থাকে ।নৈতিকতা তাদের মধে দূর্লভ একগুন। (যদিও সবকিছুরই ব্যাতিক্রম আছে)।
তবুও মধ্যবিত্ত ,নিম্ন মধ্যবিত্ত মানুষেরা এখনও যে নৈতিকতা দেখায় .....উচ্চবিত্তরা তা দেখাতে অপারগ...............।

ঈদের শুভেচ্ছা রইল ফুরব।অনেক ভালো থাকবেন।

৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ড্রাইভার ভাই ভালো লোক ছিল

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

রুদ্রাক্ষী বলেছেন: নিঃসন্দেহে........।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন মাসুম।

৭| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

মোঃমোজাম হক বলেছেন: ঈদের দিন আমার ঘটেছে তার উল্টোটা।বাসায় ঢুকেই দেখি মোবাইল নেই।অন্যটা দিয়ে কল দিলাম দু-তিনবার বাজার পর আজ অব্দি অফ হয়ে আছে :(

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

রুদ্রাক্ষী বলেছেন: আহারে মোবাইল হারানো যে কি কস্টের........ এক মূহুর্তেই আমার বারোটা বাজিয়ে দিয়েছে.......।

৮| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক! তাহলে আমরা এখনও ভালো কিছু আশা করতে পারি!!

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

রুদ্রাক্ষী বলেছেন: হ্যা আমি এটা ভেবেই আশস্ত..।

৯| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

এখনও তাহলে মানুষের মাঝ থেকে ভাল কিছু আশা করা যায় !!!

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

রুদ্রাক্ষী বলেছেন: হ্যা এখনও যায় বৈকি....।

১০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সবাই যেন এমন ভাল মানূষ হয় ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

রুদ্রাক্ষী বলেছেন: আমারও তাই কামনা.....।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৬

মোমের মানুষ-২ বলেছেন: অনেক দিন পর এমন একটা ভাল খবর পড়লাম, খুব ভাল লাগল

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

রুদ্রাক্ষী বলেছেন: অনেক ধন্যবাদ মোমের মানুষ-২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.