![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিল.........
অরুণিমা---- বড্ড ইচ্ছে করে জীবনের ছকগুলো পাল্টে ফেলতে-----
জীর্ণ পঙ্কিলতায় ছেঁচড়ে আসা পথগুলোর একঘেয়ে ক্লান্তি মুছে ফেলতে।।।
ভীষণ ইচ্ছে করে ২১ বছরের মায়াবী চোখে তোমাকে দেখতে,
যে চোখ ধ্বসে যেতে দেখেনি স্বপ্নের প্রাসাদ
যে চোখ কাঁদেনি কখনো কারো ফেলে যাওয়া পথ চেয়ে----
অরুণিমা---
খুব ইচ্ছে করে তোমার প্রথম স্বপ্ন হতে,
তোমার চোখের কাজল এনে, প্রথম আমার রাত সাজাতে----
মেহেদীরাঙা হাত দুটোয় প্রথম আমার নাম রাঙাতে
নিস্ফল এক আস্ফালন চিঁড়ছে আমায় অরুণিমা---
অস্পৃশ্য বছরগুলো, পরজীবির মত ধুঁকে ধুঁকে বেঁচে থাকার সময়গুলো---
ধুসর অতীতে যেয়ে চুপিসারে,
মুছে দিয়ে আসি অসহ্য মুহুর্তগুলো,
কোন এক অদৃশ্য ইরেজারে।।।
অরুণিমা----
আমি উপভোগ করতে চাই স্মৃতিভ্রংশের যন্ত্রণা।
মস্তিষ্কের ধুসর কোষগুলোয় চাই শুধুই তোমার পদচারণা।।।
এবার সবে একুশ হলাম--- তোমার আমি অরুণিমা--- শুধু তোমার জন্য জন্ম নিলাম।।।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে!
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
ইমিনা বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন। এই ধরনের কবিতাগুলো খুব পরিচিত মনে হয়, মনে হয় এর প্রতি লাইনে জমে থাকা বিরহী সুর কোথায় যেন শুনে এসেছি।।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১
আলম দীপ্র বলেছেন: চমৎকার লাগল কবিতা ! বাহ বাহ !
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতায় ভালো লাগলো ।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +
ভালো থাকবেন
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। +
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯
রুদ্রাক্ষী বলেছেন: ফারজুল,কেমন আছেন? কবিতা লেখার চেস্ঠা আর কি???
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
ফারজুল আরেফিন বলেছেন: এই তো ভালো, অন্য রকম ভালো!
আপনি কেমন আছেন?
কিসের এত কষ্ট অরুণিমা!!
৯| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৯
বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬
রুদ্রাক্ষী বলেছেন: আসলাম ফিরে অনেক দিন পরে । দেখি লিখব আবার।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
তাশমিন নূর বলেছেন: কবিতায় একটা যন্ত্রণার গল্প আছে। ভালো লেগেছে।