![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক.
শীতরাত্তিরে সিলিং বিছানায় শুয়ে ওপরে তাকাতেই মনে পড়ে গেল, আমার শীতার্ত সিলিং ফ্যানটা'কে কেউ একটা কম্বল দিলোনা!?
খ.
আমার রান্নাঘরের রসুন আর পেয়াঁজেরা পাশাপাশিই ঘুমোয়। মাঝরাত্তিরে তারা চেঁচিয়ে বলে, 'হতচ্ছাড়াটা আমাদের নিয়ে আবার লিখছে!'
গ.
সকালের কল বেয়ে টপটপ জল বেয়ে পড়ছে। মনে হয় যেন আজন্ম কাঁদবার জন্যেই তাদের জন্ম।
ঘ.
দীর্ঘ একমাস চুল-দাঁড়ি কাটছিনা দেখে আমার সাধের জিলেট রেজারখানা বলছো, 'হতভাগা! আমায় শুধু শুধু বসিয়ে রেখে কি মজা পাস্ বলতো?'
ঙ.
আরামকেদারায় রোদ তাপতে গিয়ে মনে হলো সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ' বুড়ো মরদ হয়ে কোলে উঠেছিস কেন রে?!'
চ.
ফুলহাতা জামাগুলো উপলব্ধি করতে শিখে গেছে, প্রতিবার তারা একজনের গায়ে জড়িয়ে জীবন্ত হয়, আবার গা থেকে নেমে গিয়ে কঙ্কাল হয়।
২| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: একটা পোষ্ট করেই হারিয়ে যান কেন?
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: ওকে।
ফেসবুকে একটা পেজ আছে। সেখানে এরকম ২০ শব্দে লেখা হাব্বিজাবি অনেক কিছু আছে।