![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন একজন ব্লগ সেলিব্রিটির বক্তব্য। ভদ্রলোকের কাছে হিটলার হিরু। হিটলার মামা জার্মান জাতীয়তাবাদের জন্য যু্দ্ধ করছিল, জার্মান সমরনীতির জন্য হিটলার তার কাছে মহাপূজনীয়।
আহমেদ জি এসের ভাইয়ের কমেন্টের আলোচনায় বললাম যে হিটলারের লম্বা সময়ের গার্লফ্রেন্ড ছিল ইভা, বিয়ে করেছিল সুইসাইড করার দুইদিন আগে যেন কেউ ভবিষ্যতে বলতে না পারে যে ইতিহাসের সুমহান ভেজেটেরিয়ান হিটলার রক্ষিতাসহ রাশিয়ার লালবাহিনীর কাছে মারা গেছে। তখনকার সমাজে কেউ লিভ টুগেদার করত না, দুশ্চরিত্র ছাড়া। ওনার রিপ্লাই দেখেন,
সর্বনাশ। এরপর বললাম, ঠিকাছে হিটলার মামা শান্তির জন্য পোল্যান্ড আক্রমণ করছিল, জাতীয়বতাবাদের জন্য বাকি ইউরোপিয়ানদের আক্রমণ করছিল। কিন্তু আফ্রিকায় হামলা করছিল কেন? ঐ গরীব লোকগুলা তো চারহাজার মাইল পাড় হয়ে জার্মানির জাতীয়তাবাদের উপর হামলা চালাত না ভুভুজিল বাজিয়ে?
বাস আমাদের সেলিব্রিটি ব্লগারের মাথায় খুন চেপে গেল। কমেন্টের রিপ্লাইয়েরপুরো স্ন্যাপশট নেয়ার আগেই আমার কমেন্ট, ওনার রিপ্লাই সব মুছে ফেলেছেন, করেছেন আমাকে ব্লক। খালি যে কথাটা মার্ক না করে পারছিনা "হিটলারকে জার্মানরা তাহলে এখনও পুজা করে কেন? বুশ এত বোম মেরেছে, ওকে কেউ খারাপ বলে না কেন?"
সব পাবেন এই নিচের লিংকে।
link of the post where I am blocked for not honoring HITLU
জিগাস করতে চাচ্ছিলাম গত বছর আমার গার্লফ্রেন্ড আমাকে ছ্যাকা দিছে। তো এখন কি আমি এশিয়ার সব মেয়েকে মেরে ফেলব?
২| ০৮ ই মে, ২০১৬ রাত ৮:১২
লাল আমস্ট্রং বলেছেন:
-
সাহসী ভাইজান এইটা ফেসবুক না যে যা মুঞ্চায় লেখবেন আর খোশ আমদেদ না পাইলে ব্লক করবেন। গণহত্যার ক্লাস বানাইবেন, হিটলাররে সাপুট করবেন আবার সুশীল ভাব নিয়া চলবেন, এইটা কেমুন কথা?
৩| ০৮ ই মে, ২০১৬ রাত ৮:১৭
মার্কোপলো বলেছেন:
হিটলার কে, কেন মেরেছে ওকে?
০৮ ই মে, ২০১৬ রাত ৮:২১
লাল আমস্ট্রং বলেছেন:
-
হিটলার গত শতাব্দীর সুমহান ভেজেটেরিয়ান, যিনি আধুনিক সমাজ ব্যবস্হার প্রবর্তক, লিভিং টুগেদার করা প্রথমদিকের সেলিব্রিটি, জার্মান নীল রক্তের আভিজাত্য টিকিয়ে রাখতে বধ্যপরিকর একজন মহান সমরনায়ক, শান্তির জন্য গণহত্যা চালানো এক মহান মানবপ্রেমী,....আশ্চর্য, আপনি হিটলার সাহেবকে চেনেন না? দুঃক্ষু পেলাম
৪| ০৮ ই মে, ২০১৬ রাত ৮:৩৮
বিদ্রোহী চাষী বলেছেন: ভাল লেগেছে।
০৮ ই মে, ২০১৬ রাত ৮:৪১
লাল আমস্ট্রং বলেছেন:
-
কিভাল্লাগ্ছে?
৫| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:২৯
চিত্রনাট্য বলেছেন: হিটলার আমারো হিরো, আলেকজান্ডারও। জানেন না, যে যত বেশি হিংস্র তত বেশি জনপ্রিয়। এই ব্লগেও দেখছি।
এই যেমন আপনি, আরেকজনের পোস্টে গিয়ে গালি দিয়ে আসলেন। এখন তো আপনিও হিরো হয়ে গেছেন আমার চোখে।
১০ ই মে, ২০১৬ বিকাল ৫:১৮
লাল আমস্ট্রং বলেছেন:
-
নিজামীর সাপোর্টে পোস্ট দিছে তাতে গালি দিসি।
কার কোন জায়গায় কোন সময়ে কি শুনলে জ্বলা ধরে সেটা বুঝার জন্য জ্যোতিষি হওয়া লাগেনা।
৬| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯
চিত্রনাট্য বলেছেন: এই উত্তর দেখে প্রথমে একটু মেজাজই খারাপ হলো। পারে আপনার অবস্থান থেকে ভাবতে চেষ্টা করলাম। যার দৃষ্টিসীমা দেয়াল পর্যন্ত সীমাবদ্ধ সে অবশ্য দেয়ালের বাইরে কি আছে সেটা ভাবতেও পারবে না।
কবিতাও লিখছেন তো, সেজন্য এতোটা ন্যারো মাইন্ডেড হলে কিন্তু সমস্যা। ভাবতে শিখুন, ভাবতে শিখুন।
১১ ই মে, ২০১৬ বিকাল ৫:১০
লাল আমস্ট্রং বলেছেন:
-
দেয়ালও না, আমার দৃষ্টিসীমা আরও সংকীর্ণ কিছু জায়গায়, বাংলাদেশের সার্বভৌমত্ব সংশ্লিষ্ট ব্যাপারে আমি খুবই বর্ণবাদী একজন মানুষ। খারাপ লাগলে এড়ায়া চলতে পারেন নো প্রোবলেম। আমার ফালতু কবিতা পড়ে টাইম নষ্ট করসেন।
৭| ১১ ই মে, ২০১৬ রাত ১১:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: Sorry for my comment। Please delete it।
১১ ই মে, ২০১৬ রাত ১১:৪৭
লাল আমস্ট্রং বলেছেন:
-
ঠিকাসে। মুচসি।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ রাত ৮:০৮
লাল আমস্ট্রং বলেছেন:
-
সাহসী ভাইজান, আমার পোস্টে তো আমারে ব্লক করতে পারবেন না। তাই কইছিলাম কি, হিটলাররে জার্মানরা পূজা করে এই জিনিষটা কই পাইছেন লিংকটা দিয়া গেলে একটু গিয়ান অর্জন করতে পারতাম।