নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রুদ্র বলছি, জেগে আছি ওরেলিয়ার স্মৃতি নিয়ে

লাল আমস্ট্রং

লাল আমস্ট্রং › বিস্তারিত পোস্টঃ

নেশাগ্রস্থ অনুভবে চাঁদ

১০ ই মে, ২০১৬ বিকাল ৫:১৭



নেশাগ্রস্থ অনুভবে চাঁদ

মাতালের মতো নেশাগ্রস্থ অনুভবে চাঁদ দেখি
হাজার হোক রাত্রিচারনের স্বাদ
মনে পড়ে ওরেলিয়ার এগিয়ে দেয়া
পবিত্র গোলাপ।

চাঁদ ছিল আমার আলিঙ্গনে বাঁধা
হারিয়ে গিয়েছিল মন আমার
তোমার সেই চুম্বিত আবহে চোখের গহীন।
মাটিতে দেহস্থাপন করে
খুঁজি আজও
সেই চুম্বিত জোছনার স্বাদ।



রুদ্র
মে ১০, ২০১৬

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: ওরেলিয়া মানে কি কোনো পাখি?

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

লাল আমস্ট্রং বলেছেন:
-

না। একজনের নাম। একটা জায়গার নামও বটে।

২| ১১ ই মে, ২০১৬ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি আমার অধিকার হরণ করার চেস্টা করছেন!

১১ ই মে, ২০১৬ দুপুর ১২:০১

লাল আমস্ট্রং বলেছেন:

-


মোটেও না, আমি অন্য ব্লগারদের আপনার অযৌক্তিক ব্যাক্তি আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করছি, এরজন্য আপনার তথাকথিত অধিকার ক্ষুন্ন হলে বাকিদের কি করসেন সেটা মনে করার চেষ্টা করেন। আপনাকে তেল না মেরে ব্লগিং করলে যথেষ্ট অত্যাচার করসেন গত তিন বছর, আর না। এক লাইন কনস্ট্রাকটিভ মন্তব্য নাই, দিনের পর দিন মগজহীন, আফগান... মনে যা আসে তাই বলসেন মানুষকে। আমি এর শেষ দেখতে চাই।

৩| ১১ ই মে, ২০১৬ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতা পড়লাম

১১ ই মে, ২০১৬ সকাল ১১:৫৭

লাল আমস্ট্রং বলেছেন:

-

খুব ভাল করসেন।

৪| ১১ ই মে, ২০১৬ দুপুর ১:৩৪

ছাপোষা কেরানির পারসোনাল সেক্রেটারি বলেছেন: চাঁদগাজী বলেছেন:



আপনি আমার ল্যাদানো বন্ধ করার চেস্টা করছেন!

১১ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫

লাল আমস্ট্রং বলেছেন:

-

চাঁদগাজী, গাজী নিকধারী সব মাল্টি এবং আপনি যথেষ্ট দেখাইসেন গত কয়দিন। আপনারা সবাই এইবার ক্ষমা করেন ব্লগটারে।

৫| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:২৩

মার্কোপলো বলেছেন:


কবিরা মানুষের কন্ঠস্বর।

আল্প কয়েক লাইনে স্বপ্ন জগতের সৃস্টি হয়েছে

১১ ই মে, ২০১৬ বিকাল ৫:০৪

লাল আমস্ট্রং বলেছেন:

-

পাম ভাল হৈসে।

৬| ১১ ই মে, ২০১৬ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



কবিতায় আপনার হাত আছে বলতে হবে; ধন্যবাদ সামুকে ব্যান তুলেছে, আপনাদের লেখায় মতামত জানাতে পারছি।

১১ ই মে, ২০১৬ রাত ১১:১০

লাল আমস্ট্রং বলেছেন:

-


শুনেন, মানুষের সাথে ভাল ব্যবহার করলে আপনার কোন ক্ষতি হবে না। ব্যাক্তি আক্রমণ করা বন্ধ করেন, আমিও রিপোর্ট করা বন্ধ করব। সমালোচনা করার আগে সমালোচনা কি সেটা শিখেন আগে।

৭| ১১ ই মে, ২০১৬ রাত ১০:২০

রিপি বলেছেন: কয়েক লাইনের কবিতা। তবু পড়ে মনে হলো অনেক কিছুই যেন বলা হয়ে গেছে। ভালো লেগেছে।

১১ ই মে, ২০১৬ রাত ১১:১১

লাল আমস্ট্রং বলেছেন:

-

ছ্যাঁক খাইছি কি কারণে সেইটাই তো বলা হয় নাই। অনেক কিছু আর হইল কেমনে।

৮| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:১৭

রিপি বলেছেন: সেগুলো না হয় অন্য কোন কবিতায় লিখে ফেলেন।

১৩ ই মে, ২০১৬ রাত ৯:২৫

লাল আমস্ট্রং বলেছেন:

-

ইচ্ছা নাই। দেখি ভবিষ্যতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.