![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপ্রতিদ্বন্দ্বি, অতুলনীয়, অনন্য!
অনির্বাচিত অনন্য অসীমে নিভৃত্যে বিচরণ,
চোখের দ্রোহে হে মৃত্যু তোমাকে অতৃপ্ত আলিঙ্গন।
যাই তবে বললে সময়কে নোনা শোক-সন্তাপ,
হে মৃত্যু নিপাত যাও বিবর্ণ মেঘে কেন তুমি নিষ্পাপ?
সবুজাভ গল্প আর ডাকবে না জানি,
মোহনায় অস্তমিত আজ সাগরিকার গ্লানি।
থাকো নিঃসঙ্গ, থাকো পথশূন্য, থাকো গোপন,
ভালোবাসি হে মৃত্যু তোমাকে অন্তিম চুম্বন!
-- তানভীর আহমেদ
উৎসর্গ- ব্লগার ইমন জুবায়ের ভাই, বলতে পারিনি কত ভালোবাসেছিলাম আপনার লেখা, আপনার নির্লিপ্ততা।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
চান্কু মিয়া বলেছেন: আমাদের কাঁদিয়ে আপনি শান্তিতে শুয়ে থাকুন ইমন জুবায়ের।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন.
সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।