নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জোস্নার কানে কানে রৌদ্রের কথা বলছি

১ বছর হয়ে গেল পোস্ট, কমেন্ট ব্যান। উকে দেখা যাক

রৌদ্রনীল আহমেদ

অপ্রতিদ্বন্দ্বি, অতুলনীয়, অনন্য!

রৌদ্রনীল আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মালালাপু: ১৮+ মুক্ত ছবিব্লগ (ক্যাপচন আছে)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

মালালাপুকে নিয়ে বিশেষ কিচু কমু না। বেশি কিচু কইলে ফটো ব্লগ হইব ক্যামনে? যাদের কিছু না পড়লে ভালোই লাগে না শুধু তাদের জন্যই মাঝেমইধ্যে ছবির নিচে 'ক্যাপচন' দিলাম।





মালালাপুর কালজয়ী ফটো (এক বছরের পুরান ফটো কালজয়ী ক্যামনে হইল? এমন প্যাঁচ ধরা যাবে না)





মালালাপু টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে, বিরাট ব্যাপার





মিডডে-তেও মালালাপুর ছবি ছাপা হয়





এছাড়াও কত পেপার, ম্যাগাজিনে মালালাপুর ছবি ছাপা হইছে, সবই হিট। নাইবা কইলাম





বিদেশি মিডিয়ায় মালালাপু এই ছবি দিয়া প্রথম দিকে চেহারা চিনান





তারপর সবাই তিনার ব্যাপারে খোঁজ খবর নিবার শুরু করেন। মিডিয়া জানতে চায়, আপনি কি-ডা গো?





মালালাপু কন- আমি লিখাপড়া করি





মালালাপু আরও কন- আমি স্কুলে যাই





মালালাপু আরও কন- সন্ত্রাসীরা স্কুলে মেয়েদের যাইতে নিষেধ করিচে কিন্তু আমি ইহার বিরুদ্ধে ব্যাপক লেখালেখি করি





মালালাপু আরও কন- আমি সেমিনারে ওয়াজ-নসিহত করি, ভালো ভালো কতা বলি





মালালাপু আরও কন- আমার পরিবার আমারে কয়, আগায়া যাও। ভালা কাম করতাছো





মালালাপু আরও কন- আমি কাম চালায়া যাই





মালালাপু আরও কন- কাম চালায়া যাবার জন্য আমারে প্রায়ই পুরষ্কার দেয়া শুরু হইল। পাবলিক তো বুঝেনই, তেল মাথায় তৈল দিবার ভালোবাসে





মালালাপু আরও কন- পাবলিকে দিলে আমার কী? আমি আমার মতই থাকি। বাসায় থাকি





মালালাপু আরও কন- বাসায় সময় পেলে টিভি দেখি





মালালাপু আরও কন- খালি রিমোটের ছবি দেইখা ভাইবেন না বাসায় টিভি নাই। টিভির মত কম্পুটার আছে





মালালাপু আরও কন- সারাদিন যে বাসায় থাকি তাও না। সময় পাইলে আমি বাইরেও ঘুরতে যাই





মালালাপু আরও কন- বাইরে মজা করি। আমার একটা ক্যামেরা আছে। ওইটা দিয়া ছবি তুলি





মালালাপু আরও কন- ছবি তুইলা মজা লাগলে হাসি





মালালাপু আরও কন- মজা না লাগলে হাসি না। কড়া হইয়া থাকি





মালালাপু আরও কন- তবে কড়া হইয়া থাকতে আমার ভালো লাগে না। হাসতেই ভালো লাগে





মালালাপু আরও কন- আমি আসলে সাদাসিধা। আমার ড্রেসআপও সাধারণ। ব্লগে ইদানিং খালি ক্যাচাল বাঝে, মাইয়ারা কেমুন ড্রেস পড়ব। ক্যাচাল করার এক ফাঁকে আমার ড্রেসআপ দেইখা লন।





মালালাপু আরও কন- লন আরেকটা ছবি দেখেন





মালালাপু আরও কন- তবে কি জানেন যারা খারাপ তারা খারাপই। আমার জামাকাপড়ে ভালা-খারাপ কী করব? তারা আমার নারী শিক্ষা আন্দোলনেও বাগড়া দেয়। (নোট: মালালা ইস্যুতে ব্যাপক জনপ্রিয় ক্যারিকেচার)





মালালাপু আরও কন- সন্ত্রাসীরা হাচা হাচাই আমার মাথায় গুলি করে।





মালালাপু আরও কন- হাসপাতালে কঠিন সময় কাটে। চিকিৎসা চলাকালীন আমার এই ফটো দেইখা চুলকানিয়ালারা হাউকাউ বাঁধায়া দেয় কারণ গুলিবিদ্ধ হওয়ার পর তোলা ছবিগুলোতে বাম চোখের ওপর ব্যান্ডেজ, কাটা ছিল বলে দেখা যায়। হাসপাতালের বেডে বাম চোখের ওপর তো দূরের কথা ডান-বাম-কপাল জুইরাই কোন কাটা দাগের চিহৃ দেখা যায় নাই। কি কেলেংকারি!





মালালাপু আরও কন- এরই মইধ্যে এডাম ই ব্লেক না কোন আমেরিকানএজেন্টের লগে আমাগো ছবি প্রকাশ কইরা চানাচুর খবর বেইচ্যা খাইল কতজনে। কনচে কেমন লাগে?





মালালাপু আরও কন- যাউগ্গা। যে যাকয়, কউক। আমি হাসপাতালের চিকিৎসা শেষে ভালা হইছি, এটাই খুশ খবরি।





মালালাপু আরও কন- তয় ফাঁকতালে আমার কয়েকটা জটিল ছবি আঁকা হইছে বিনামূল্যে। (একটা ইমোকটিন দেই? কিচু মনে কইরেন না) B-)





মালালাপু আরও কন- আরেকখান ছবি দেইখা লন। ছবি দেখায় মাইর নাই, বুঝচেন?





অবশেষে সংবাদিকা আপু কন- থাক। এলা থামি, সামুতে নাকি ছবি লোড নিতে দেরি হয়। তাছাড়া কবি কইচেন- থামলে ভালো লাগে। টা টা



ছবিগুলানের জন্য ছোট কইরা গুগলরে থ্যাঙ্কস

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

আশকারি রহমান বলেছেন: দ্যাট বীচ ইজ হট (মতিকন্ঠের ভাষায় B-)) B-)) )

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

বিডি আমিনুর বলেছেন: আপনা মাল+ ওয়ালা+ আপু, ময় পোস্ট ভাল লাগলো :P :P

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

লিঙ্কনহুসাইন বলেছেন: বহুত ভালা কাজ করছে , জাতির এই দুর্দিনে এমন একটি পোষ্ট খুবই জরুরী ছিল । এই পোষ্টটি কে স্টিকির করার দাবী জানাছি

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

টুম্পা মনি বলেছেন: কুপ ভাল হয়েচে।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

চ।ন্দু বলেছেন: মালালা ইউসূফ জাই-
এক নাম, এক আন্দোলন,
নারী জাগরণ,
আগুয়ান এক দৃপ্ত কন্ঠ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

ফ্রিঞ্জ বলেছেন: মালালাপু আরও কন- খালি রিমোটের ছবি দেইখা ভাইবেন না বাসায় টিভি নাই। টিভির মত কম্পুটার আছে
এইটা জটিল ক্যাপশন হইসে! :D :D

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

ভাল্লুক আকবর বলেছেন: মাইয়াডা দেখতে চুইট আছে B-) B-) ;) :P :-B ...... বাঙ্গালিরে নিয়া কথা কওয়ার আগ পর্যন্ত হেতিরে ভালা পাইতাম /:) /:) /:)

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

মেঝদা৬১ বলেছেন: মালালাকে এখন নানা ভাবে চিহ্নিত করছে, সব কিছুর পরেও তালেবানরা তাকে মেরে ফেলতে চেয়েছিল। যত রকম দোষ থাকুক মালালার, মেরে ফেলার অধিকার তালেবানদের কে দিয়েছে। ধন্যবাদ ছবি পোস্টের জন্য।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

বাহাদুর বাপ্পী বলেছেন: নোব্যালের কথা কোইলেন না যে

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

আমি নষ্ট কবি বলেছেন: bd re nia je faul kotha koi heterei ami f... Kori. Malala o same

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

বৈরাম খাঁ বলেছেন: ভাল্লুক আকবর বলেছেন: মাইয়াডা দেখতে চুইট আছে ,বাঙ্গালিরে নিয়া কথা কওয়ার আগ পর্যন্ত হেতিরে ভালা পাইতাম =p~ =p~ =p~ =p~ =p~

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

১৮+++++ এর কি হইলো ? আপনার মাথায় কি গ্যাস্টিক হইছে /?

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

অভ্রনীল লুছিফার বলেছেন: আপনার উপস্থাপনা ব্যাপুক সুন্দর হইচে । +

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

নিষ্‌কর্মা বলেছেন: মালাল্পুরে নিয়া যা লিক্সেন, তাই তো হিট!

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: হতাশ হইলাম মিয়া ১৮ + কয়া ঢুকাইলেন আওর লেখছেন মালালা ।



তয় পোষ্ট ভালোইছে।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: সাবধানে ! যে কুনু সময় ব্লগের মালালা প্রেমিকরা পুস্টের বিরুদ্ধে ফাকিস্তানি আদালতে মামলা দায়ের কর্তে পারে :(

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

জেরিফ বিন্ আমির বলেছেন:

আপনার ‘অদ্ভূত একটি খুনের গল্পে’র পরের পর্ব এখনো পেলাম না /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.