![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার আহমেদ রাজিব হায়দার শোভনকে জবাই করবার খবর শুনে আঁতকে উঠেছিলাম। নামটা এই কয়েকদিনের আন্দোলনে শুনিনি। তাই রাজিব হায়দার ওরফে থাবা বাবা সম্পর্কে জানতে আগ্রহী হলাম। প্রথম খটকা ছিল, এত ব্লগার থাকতে থাবা বাবা কেন? সে ছাড়া এই আন্দোলন নেতৃত্বহীনতায় ভুগে শেষ হয়ে যাবে এই রকমটাতো এই কয়দিনে মনে হয়নি। তাহলে জামায়াত শিবির কেন তাকে মেরে আন্দোলনকে আরো চাঙ্গা করে তুলবে, অন্তত এই সময়ে যখন আন্দোলন খানিক সীমিত হয়ে আসছে। সারাদিনের কর্মসূচি থেকে সরে গনজাগরণ মঞ্চ ৭ ঘন্টার ঘোষনা দিয়েছে। এত বোকা তো জামায়ত শিবির না। তাহলে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা পেলাম, তাতে আরো আঁতকে উঠলাম। উত্তর মিলল অনেক প্রশ্নের .. বলি।
প্রশ্ন: এত ব্লগার থাকতে রাজিব হায়দার (থাবা বাবা) কেন?
উত্তর: কারণ থাবা বাবা অতি প্রগতিশীল ছিলেন। থাবা বাবার নামে মহানবী (সা বিষয়ে উল্টা পাল্টা পোস্ট দিয়ে সাধারণ মানুষকে সকলেই বোকা বানানো যাবে। যে কোন মুসলিমের কাছে মহানবী (সা
প্রাণের ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে কোন বাজে কথা মানুষ সহ্য করবে না।
প্রশ্ন : রাজিবকে জামায়ত শিবির মেরেছে তার প্রমাণ কি?
উত্তর : ১১ ফেব্রুয়ারী জামায়াত শিবির এর ব্লগ সোনার বাংলায় গনজাগরনে পেছনের মানুষদের পরিচয় দেয়া হয়েছে। কার জানেন? শুধু মাত্র একজনের। তিনি থাবা বাবা। এবং তার ফেসবুক পোস্টও দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ধর্মকারি ব্লগের প্রধান হিসাবে যে ব্লগ আমাদের মহানবী (সা কে নিয়ে অত্যন্ত নোংরা কথাবার্তার জন্য সরকারি ভাবেই আগেই নিষিদ্ধ হয়েছে। এবার বুঝেছেন এত ব্লগার থাকতে থাবা বাবা কেন গণজাগরণের প্রধান হিসাবে পরিচয় করিয়ে দেয়া হলো। অথচ আমরা জানি রাজিব হায়দার শাহবাগে আসতেন, কিন্তু নিয়মিত না, বক্তৃতা বা কোন টেলিভিশন অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি।১১ ফেব্রুয়ারীর কেন অনুমান করতে পারেন নিশ্চই, হুম ঠিক ধরেছেন। সেদিনই হয়তো রাজিরকে মারার প্ল্যানটা হয়েছিল।
প্রশ্ন : এভাবে মারলে তো সাধারণ মানুষের ঘৃণাই বাড়বে, লাভ তো হবে না, তাহলে কি উদ্দেশ্য ?
উত্তর: জামায়াত চেয়েছে সাধারন মানুষের ঘৃণা বাড়ুক, সাথে ভয় ও সহানুভূতিও। এই ঘৃণা ও ক্ষোভ থেকে আন্দোলনকারী থাবা বাবাকে আপন করে নেবে, থাবা বাবার জন্য স্লোগান দেবে। সাধারণ মানুষের সিমপ্যাথি তৈরী হবে, সাথে আগ্রহ। এখানেই মূল খেলা। এর মধ্যে জামায়াত - শিবির থাবা বাবার নামে অনেকগুলো পেজ তৈরী করে রেখেছে, যেখানে মহানবী (সা , দেবী দুর্গা সহ অন্যান্য ধর্ম সম্পর্কে অন্তত বাজে কথা লেখা আছে। থাবা বাবা নামে সার্চ করলে সেগুলো আগে আসবে। মানুষ সেগুলো পড়বে। মানুষ মহানবী (সা
কে প্রাণের চেয়ে ভালবাসে। তাই এসব কথা পড়ে তাদের ক্ষোভ ও রাগ তৈরী হবে। এর মধ্যে জামায়াত শিবিরের অনলাইন অ্যাকটিভিস্টরা আন্দোলনকারী সেজে বিভিন্ন ভাবে ছড়িয়ে দেবে, শাহবাগে যারা আন্দোলন করছে তাদের নেতৃত্বে আছে মহানবী (সা
সম্পর্কে কুৎসা রটনাকারীরা- তাদের সাথে আর তারা নেই। যেমন - ‘কাল থেকে আর শাহবাগ যাবোনা’ ইত্যাদি। এতে সাধারন মানুষ দ্বিধান্বিত হয়ে পড়বে। এই ঘোলা পানিতে মাছ শিকার করবে জামায়াত। জনগণকে জানাবে শাহবাগে আন্দোলন আসলে রাজাকারদের বিরদ্ধে না, ধর্মের বিরুদ্ধে। ব্যস কেল্লা ফতে। বাংলাদেশের মানুষ আর যাই হোক, ধর্ম নিয়ে বাজে কথা সহ্য করে না। আর এই ফাঁকে রাজাকারে ফাঁসি ও জামায়াত শিবিরের নিষিদ্ধের দাবী ম্রিয়মান হয়ে যাবে। এ ধাক্কায়ও বেঁচে যাবে জামায়াত। বড় মাস্টার প্ল্যান না? জামায়াতের মাস্টার প্ল্যানের দক্ষতা তো আমাদের আগে থেকেই জানা।
প্রশ্ন : ব্লগার থাবা বাবার লেখালেখির ধরণের কারণে ধর্মীয় ক্ষোভ থেকে তাকে মেরেছে হয়তো কেউ, এর সাথে আন্দোলনের সম্পর্ক কি?
উত্তর : যদি ধরেই নেই মহানবী (সা নিয়ে বানানো পেইজ গুলো থাবা বাবারই করা তাহলেও একটা জিনিষ লক্ষ্য করা যায় এইসব পেইজে শেষ পোস্টটা এসেছে ২১ জুন, ২০১২। শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহার কারির চোখে কি তাহলে এই ব্লগ পড়ত না? এতদিন না মেরে অপেক্ষা করলো কেন ? যদি এই ব্লগের কারনে মারা হয় তাহলে সেটা অনেক আগেই হয়ত মানুষ তা করে ফেলত। এই খুনটা হয়েছে আন্দোলনকে মাথায় রেখে। এবং হয়তো আরো কিছু প্লান আছে, যা সামনে বোঝা যাবে।
প্রশ্ন : জামায়াতের এই প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন না হলে কি হবে?
উত্তর: এখানেও জামায়াতের ভয়ংকর কুচক্রী পরিকল্পনা আছে। জামায়াতের এই পরিকল্পনামত অসফল হবার সুবিধা আছে। আন্দোলন বানচাল হতে নিলে আন্দোলণকে বাঁচানোর স্বার্থে ব্লগাররা আন্দোলন থেকে পেছনে সরে যাবে। আন্দোলন চলে আসবে ছাত্র- জনতার হাতে। খালি অবস্থায় হালটা গিয়ে পড়বে বাম দলের হাতে। ছাত্রলীগ সহজাত প্রবণতার কারণেই তা হতে দেবেনা। আর একবার এই আন্দোলন দলীয়করণ হয়ে গেলে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহন কমে যাবে। তাতেও জামায়াতের একই লাভ।
প্রশ্ন: জামায়াত কতটুকু সফল?
উত্তর: এখন পরযন্ত পুরোটাই সফল। মানুষের মনে ঘৃণা ও থাবা বাবার প্রতি রাজিবের প্রতি সিমপ্যাথি ও আগ্রহ তৈরী হয়েছে। আন্দোলন থেকে তার মৃতদেহ রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করার দাবী উঠেছে এবং আন্দোলনকারীর বেশে থাকা জামায়াত শিবির অনলাইন অ্যাকটিভিস্টরা তাদের বানানো পোস্টগুলো থাবা বাবার নামে দিয়ে অথবা থাবা বাবার পোস্টগুলো ব্যবহার করে বলতে আরম্ভ করছে, কাল থেকে আমি আর শাহবাগে নাই। অন্তত রাজিব মারা যাবার এখন অবধি ৮ ঘন্টা পুরাই সফল।
প্রশ্ন : তাহলে কি হবে?
উত্তর: জামায়াতের এই পরিকল্পনা আসলে সফল হবে না। কারণ মানুষ বুঝে গেছে জামায়াত শিবির কিভাবে তাদের ধর্মীয় আবেগ নিয়ে খেলে, ব্যবহার করে। মানুষ এই গভীর ষড়যন্ত্র ধরে ফেলবে। আমরা বোকা না, আমরা বুঝি। বরং মানুষের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে জামায়াত শিবির তাদের একাত্তরের চেহারা বদলাতে পারেনি। মহানবী (সা এর অবমাননাকে যারা জমিয়ে রেখে পুঁজি করে, তাদের ঘৃনিত চেহারা আবার সবার সামনে উন্মোচন হবে।
প্রশ্ন: যদি সাধারণ মানুষ তাদের পরিকল্পনা মত বিভ্রান্ত হয়ে যায়?
উত্তর: সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করাও এখন আন্দোলনের অংশ। রাজাকার ও জামায়াত শিবির দেশ গড়তে এই বিভ্রান্তি দূর করার জন্য সবাইকে দ্বিগুন সক্রিয় হতে হবে। মানুষকে সত্যটা জানিয়ে ও গণজাগরণে উপস্থিত থেকে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: ঢাকা : এবার এক অদ্ভুত ভয়াবহ খেলায় মেতে উঠেছে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত-শিবির চক্র। শাহবাগকে কেন্দ্র করে যে উত্তাল গণজাগরণের সৃষ্টি হয়েছে তা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা জঘন্য সেক্স মিশন নিয়ে মাঠে নেমেছে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, যে সব নেতৃবৃন্দ শাহবাগ গণ আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশির ভাগই তরুণ ব্লগার। এদের মধ্যে থেকে জামাত শিবির চক্র কমপক্ষে ৫০ জনকে টার্গেট করে সেক্স মিশন বাস্তবায়নের দিয়ে এগুচ্ছে। তাদের মুল উদ্দেশ্য তরুণ ব্লগারদেরকে সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে আন্দোলনকে বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত করা। অন্যদিকে সেক্সের মতো স্পর্শকাতর একটি বিষয় নিয়ে ব্লগারদেরকে জড়ানো গেলে দেশবাসী ঘৃণাভরে তাদেরকে প্রত্যাখান করবে। এছাড়া যেসব ভদ্র পরিবারের মেয়েরা এখন নির্ভয়ে রাত বিরাতে শাহবাগ যাচ্ছেন, তারা ভবিষ্যতে আন্দোলন কেন্দ্রে যাবেন না।
গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে, এই চক্রটি ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বারিধারাতে খন্ডকালীন যেসব সুন্দরী তরুণী বিভিন্ন হোটেল ও গেষ্টহাউজে গিয়ে দেহ ব্যবসা করে তাদের মধ্যে থেকে চৌকুস ৫০ জনকে আগামী এক মাসের জন্য উচ্চ বেতনে ভাড়া করেছে। এসব আর্কষণীয়া তরুণীরা দেখতে অভিজাত পরিবারের সন্তানদের মতো এবং তারা প্রায় সবাই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরই মধ্যে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়েছে।
রোববার এব্যাপারে গুলশান, উত্তরা ও বাড়িধারার বিভিন্ন সূত্রের সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে।
চক্রান্ত মতে, সুন্দরীরা শাহবাগ চত্ত্বরে এসে আগত আন্দোনকারীদের সঙ্গে মিশে যাবে এবং সুযোগ বুঝে আন্দোলনের নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলবে।
প্রয়োজনে আন্দোলনকারীদেরকে তাৎক্ষনিক আর্থিক সহযোগীতা প্রাদানের জন্য কিছু নগদ অর্থও তাদের দেয়া হয়েছে। কিছু কিছু সুন্দরীর নিকট ফেনসিডিল, গাঁজা এবং ইয়াবাও সরবরাহ করা হয়েছে। তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যাতে করে নৈতিকভাবে দুর্বল যে কোন লোক তাদের ফাঁদে আটকা পড়ে ঘটনাস্থলেই অনৈতিককাজে জড়িয়ে পড়ে।
শাহবাগ আন্দোলনের প্রতি সহানুভুতিশীল একাধিক অভিজ্ঞমহল এরই মধ্যে বিষয়টি ব্লগার নেতৃবৃন্দকে মৌখিকভাবে জানেয়েছেন। যেভাবে ব্লগাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং জামাতী চক্রান্ত প্রতিহত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: চমৎকার এনালাইসিস। +++
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
আফিফা মারজানা বলেছেন: আচ্ছা ভাই ,আপনাকে সিম্পল একটা প্রশ্ন করি , ওয়ার্ডপ্রেস সাইটটাকে ভুয়া মানলাম ।কিন্তু ব্লগগুলো তার লেখা সরাচ্ছে কেন ?আসিফ তার যে পোস্টে রাজীবের কমেন্ট ছিলো সেটা সরাচ্ছেন কেন ?প্লীজ !
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: তদন্ত ছলছে
সত্যিকারের থলের বেড়াল বেড়িয়ে আসবে
সেদিন অবশ্যই সত্য চাপা থাকবেনা
পক্ষে বিপক্ষে কতই মন্তব্য
সব গণজাগরণের জন্য বিভ্রান্তি
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: তদন্ত ছলছে
সত্যিকারের থলের বেড়াল বেড়িয়ে আসবে
সেদিন অবশ্যই সত্য চাপা থাকবেনা
পক্ষে বিপক্ষে কতই মন্তব্য
সব গণজাগরণের জন্য বিভ্রান্তি
এখনও বহু অন্ধকারে
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
ইখতামিন বলেছেন: ++++++++++
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: আপনার যুক্তি ভাল কিন্তু থেকে যায়।
ভাল থাকুন।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
Ðârķŋễšs বলেছেন: রূপসা ০০৭ লেখাটি কোন ব্লগ থেকে কপি করলেন????????
লেখাটি ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭ তে প্রথম প্রকাশিত হয়
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
mrikadey বলেছেন: জামাত একদিনের পাখি না, ৪০ বছর ধরে টিকে আছে। আরো সাবধান হতে হবে। ওরা কিন্তু খুবই কুশুলী পধক্ষেপ নিচ্ছে
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
যীশূ বলেছেন: ভালো বিশ্লেষন। ভেবেছিলাম, লেখা হয়নি
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
এ জাফর বলেছেন: লেখক একটা রাম বোধাই। ভেবেছিলাম অনেক বিশ্লেষনধর্মী লেখা হবে।ভেতরে সারবত্তা বলতে কিছুই নাই।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
িনর্বাক বলেছেন: পারবি না বাচাঁতে তোরা ঐ রাজাকারদের
যতই চেষ্টা করিস না কেন, পারবি না বাচাঁতে
এসে দেখে যা আমাদের এই প্রজন্ম চত্বরে,
হাজারো জনতা জেগেছে আজ তোদের ধরতে।
পারবি না বাচাঁতে তোরা ঐ রাজাকারদের
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
আফিফা মারজানা বলেছেন: আওয়ামী লীগ জনগণের জন্য কাজ
করে,............।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
ঢাকার কুতুব বলেছেন: জামাত শিবির অত্যন্ত ধূর্ত ঘাঘু। এদের সকল অপতৎপরতা থেকে সাবধান থাকতে হবে।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
পীপিলিকা বলেছেন: িনর্বাক বলেছেন: পারবি না বাচাঁতে তোরা ঐ রাজাকারদের
যতই চেষ্টা করিস না কেন, পারবি না বাচাঁতে
এসে দেখে যা আমাদের এই প্রজন্ম চত্বরে,
হাজারো জনতা জেগেছে আজ তোদের ধরতে।
পারবি না বাচাঁতে তোরা ঐ রাজাকারদের
পুরোপুরি সহমত।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
েক েজড জামান বলেছেন: অপেক্ষা করছি সামনে কোন ধরনের ন্যাকারজনক খেলাতে তারা মেতেওঠে.।
১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
অরন্যযাত্রী বলেছেন: আপনি কোন গ্রুপের? লেখার সূত্র উল্লেখ করেননি কেন?
১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
নীলপথিক বলেছেন: থাবা বাবা যে কতবড় মহান ব্যক্তি ছিলেন তার পোস্টে গিয়ে কেউ দেখে আসুন। সকল রাজাকারের ফাঁসি চাই, যেই দলেরই হোক না কেন, কিন্তু তার অর্থ একজন কুলাঙ্গারকে শহীদ বলে মেনে নেয়া নয়।
২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
চলতে ফিরতে দেখা বলেছেন: জামাত শিবিরের রাজনীতি কোন প্রতিহিসার রাজনীতি নয়। তারা মানুষ খুন করে না। তারা প্রতিপক্ষকে আদর্শ দিয়ে মোকাবেলা করে। পারলে ভাল ভাবে মিশে খবর নিয়ে দেখেন।
-তারা রাজিবের মত একজন নাস্তিককে মারতে যাবে কোন কারণে? আপনাদের সব জায়গায় এত জামাত ভীতি কেন? আর সব কথায় জামাত কেন? আপনারা কি ঘুমের ঘরেও জামাত দেখেন নাকি?
-জামাত-শিবিরের মত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজনীতি করেন, দেখা যাবে-কারা মাঠে টিকে থাকে।
-আরামে খেয়ে, নিরাপত্তার মধ্যে, আইন শৃংখলা বাহিনীর সহায়তায় অনেক কিছু করা যায়। কিন্তু বাস্তব অনেক কঠিন।
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ++++++++++++++++
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২
পীপিলিকা বলেছেন: নীলপথিক: যদি নাস্তিকতার অপরাধেই তাকে হত্যা করা হয়, তবে এতদিন পরে কেন করা হল? কে বা কারা কুলাঙ্গার এবং কে শহীদ সেটা সবাই জানে।
২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
htusar বলেছেন: রাজাকারের ফাঁসি চাই। জয় বাংলা। কোন কিছুই এই আন্দোলন থামাতে পারবে না ।
২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
কালোপরী বলেছেন: নীলপথিক বলেছেন: থাবা বাবা যে কতবড় মহান ব্যক্তি ছিলেন তার পোস্টে গিয়ে কেউ দেখে আসুন। সকল রাজাকারের ফাঁসি চাই, যেই দলেরই হোক না কেন, কিন্তু তার অর্থ একজন কুলাঙ্গারকে শহীদ বলে মেনে নেয়া নয়।
২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
রিবেল মনোয়ার বলেছেন: মন্তব্যগুলো বিবেচনার দাবি রাখে। কিন্ত সেক্স মিশন কি সত্যি?
২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
যান্ত্রিক দৃক বলেছেন: পোস্ট এ প্লাস।
২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
doha057 বলেছেন: বুঝলাম না, এখানে একবার থাবা বাবাকে একজন গালিবাজ নাস্তিক বলা হচ্ছে। যখন দেখা গেল থাবা বাবার জন্য জনগণের সহানুভূতি পাওয়া যাচ্ছে না, তখন বলা হচ্ছে তার নামে প্রচার করা ব্লগগুলো তার নয়, এগুলো বানানো। আগামী কাল হয়তো এরই প্রেক্ষিতে বলা হবে থাবা বাবা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ত। ভাই, থাবা বাবাকে যদি খুব মুত্তাকী মুসলিম হিসেবে প্রমান করতে সফল হন, তাহলে কি আবার প্রশ্ন আসে না জামাত শিবির তাকে মারবে কেন? তার সতীর্থরা আবার তার উপর চড়াও হল না তো? মনগড়া মতবাদ কারো উপর না চাপিয়ে তদন্তের জন্য অপেক্ষা করুন, যদিও এই সরকার এখন পর্যন্ত কোন তদন্ত সুষ্ঠু ভাবে করতে পারেনি। এখন আবার আমাকে দয়া করে ছাগু বা রাজাকার ট্যাগ মারবেন না, ছাগু ট্যাগ কারো বাপের সম্পত্তি নয়, আর রাজাকার এখন খুব সস্তা একটা গালি হয়ে গেছে। আবার আমাদের প্রধান মন্ত্রি "ভাল রাজাকারের" সংজ্ঞাও দিয়ে ফেলেছেন।
আরেকটা বিষয় হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনারাই আবার সাম্প্রদায়িক হয়ে যাচ্ছেন কি না সেটাও লক্ষ্য রাখা উচিৎ। যে জনগোষ্ঠী নির্দিষ্ট একটি সম্প্রদায়ের পেছনে লেগে থেকে আবর্জনা ছড়ায়, তাদের এমন আন্দোলনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা আছে বলে মনে করি না।
২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
মুহাম্মাদ আলী বলেছেন: হ নাস্তিকরা সব মহান সূফী সাধক ছিলো
যাক কথা সেইটা না
রাজাকারদের ফাঁসি চাই এইটাই প্রথম দাবি
২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
বিডি ফুল বলেছেন: আফিফা মারজানা বলেছেন: আচ্ছা ভাই ,আপনাকে সিম্পল একটা প্রশ্ন করি , ওয়ার্ডপ্রেস সাইটটাকে ভুয়া মানলাম ।কিন্তু ব্লগগুলো তার লেখা সরাচ্ছে কেন ?আসিফ তার যে পোস্টে রাজীবের কমেন্ট ছিলো সেটা সরাচ্ছেন কেন ?প্লীজ !
৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
বিডি ফুল বলেছেন: আজকের আমারদেশ পত্রিকায় দেখলাম নাস্তিকদের লেখা নিয়ে লিড নিউজ করেছে, তার মানে এই সব ব্লগারদের এখন তারা নাস্তিক সাজিয়ে বিচারের জন্য মাঠে নামার চেষ্টা করবে জনগণ কে সাথে নিয়ে।
৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
িজৎ বলেছেন: আপনার মাথায় এটা কি লেখা ''আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।''
আরেক জন এর লেখা কে কপি পেস্ট মারলেন আপনি
মূল লেখাটি এইখানে
৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
সোডিয়াম ক্লোরাইড বলেছেন: বুঝলাম থাবা বাবার নুরানী চাপার লেখা গুলো ভূয়া কিন্তু আমার ব্লগে তার লেখাগুলোও কি ভূয়া?তার এফবিতে লিখা গুলোও কি ভূয়া?থাবা বাবা কিন্তু নিজেকে নাস্তিক প্রমাণ করতে একটুও ভয় পান নাই।তিনি তার মানষিকতা গোপনও করতে চেষ্টা করেন নাই কিন্তু আপ্নারা চাচ্ছেন তাকে ধোয়া তুলশি পাতা হিসেবে প্রমাণ করতে।আপ্নারা তাকে আস্তিক প্রমাণ করেই ছাড়বেন।আপনারা যতো এইটা চেষ্টা করছেন তত মানুষ তার সম্পকে বেশী ঘটাঘটি করছে ।সেটা না করে বরং সে যা তাকে সে হিসেবেই থাকতে দিলেই ভালো হতো।যারা ব্লগে অনেক দিনের পুরোনো তারা কিন্তু কারো প্রচার না দারা বিভ্রান্ত হয় না।ঠিকই সব খোজ নিয়ে প্রকৃত সত্য জেনেই যায়।তখন কিন্তু মিথ্যা তার কাছে প্রকাশ হয়ে পয়ে।সুতরাং থাবা বাবা আস্তিক ছিলেন এইটা না বলে বরং তার হত্যাকারীদের যাতে সরকার ধরে সঠিক বিচার করে সেটা নিয়ে ব্যাস্ত থাকা দরকার।নাস্তিককে আ্স্তিক বানানোর টানা হেচড়ায় তাকে ফেলে শুধু শুধু তাকে নিয়ে রাজনীতিই করলেন।
৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এত ব্লগার থাকতে রাজিব হায়দার (থাবা বাবা) কেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭ |
দুই দিন পর আপনিও ঐ একই পোস্ট দিলেন ভিন্ন শিরোনামে ।
একটু সময় নিয়ে পড়ে দেখুন............থাবা বাবা হত্যার গোপন রহস্য!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪ |
কপি পেস্ট মেরে দিলেন,আপনার একজন সহ ব্লগার এতো কস্ট করে একটা জিনিস লিখলো,আপনি সেটা কপি পেস্ট করে দিলেন । অনুমতি নিয়েছিলেন ?????
৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
আলাপচারী বলেছেন: এনালাইসিসের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
আজিজ বাংলাদেশী বলেছেন: যে ব্লগটি থাবা বাবার নামে প্রচার করা হয়েছ তা সম্পুর্ন মিথ্যা
Click This Link