![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বাঙ্গালী জাতির কাছে এ দিনটি অত্যন্ত গৌরব ও আনন্দের একটি দিন। অথচ এ দিনেও আপনার দলীয় সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী আরেক অপশক্তি জামায়াত-শিবিরের ছত্রছায়ায় হীন স্বার্থে দেশের বিভিন্ন জায়গায় গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করছে। সুতরাং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বলতে চাই, শুধু স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে কি হবে, আপনার আদর্শে লালিত সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী কি গৌরব গাঁথা এ দিনের তাৎপর্য বুকে ধারন করতে পেরেছে? আমার বিশ্বাস পারেনি। আরও কলংকিত করেছে। একটু চেয়ে দেখেন তারা আজও হিংস্র বন্য প্রানীর ন্যায় আচরন করছে। আশা করি, স্বাধীনতার এত বছর পর হলেও তরুন প্রজন্মের আহ্বানে আপনার ও আপনার আদর্শে লালিত ক্যাডার বাহিনীর শুভ বুদ্ধির উদয় হবে।
©somewhere in net ltd.