![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি এন পি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা ব্যাপী হরতালের আগের দিন অর্থাৎ স্বাধীনতা দিবসে জাতীয় ছুটির দিনেও ব্যাপক সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটেছে রাজধানী সহ সারাদেশে। এই দিন কম পক্ষে ১৫ টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ময়মনসিংহে ট্রেনের বগি পুড়িয়ে দেওয়া হয়েছে। গত পাঁচ মাসে হরতালে সর্বাধিক ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহন খাত। এসময় কমপক্ষে ৪০০ বাস ট্রাকে আগুন ও ৩০০০ যানবাহন ভাংচুর করা হয়েছে। পিকেটারদের ধাওয়া খেয়ে চলন্ত বাস চায়ের দোকানে আঘাত হানে এবং এক জন নিহত হয়। বি এন পি জামাত জোটের কাছে প্রশ্ন হচ্ছে হরতালের নামে আপনারা কার সম্পদ ক্ষতি করছেন? আপনাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে সাধারন মানুষের সম্পদ ক্ষতি করার অধিকার কেউ আপনাদের দেয়নি।
সম্পদ নষ্ট করে যাত্রী ভর্তি বাসের ভিতর গান পাউডার দিয়ে নিরীহ মানুষ পুড়িয়ে, পুলিশ বাহিনীর সদস্য হত্যা করা, ক্ষমতায় যাওয়ার এই রণনীতি পরিত্যাগ করার জন্য ১৮ দলীয় জোট ভিন্ন কোন প্রতিবাদের ভাষা ব্যবহার করবে বলে ব্যবসায়ী, এফ বি সি সি আই পেশাজীবী ও সাধারন মানুষ প্রত্যাশা করে।
কোন ইস্যু ছাড়াই হরতাল এর আগের দিন হঠাৎ করেই পার্ক করা অথবা চলন্ত কোন বাসে আগুন ধরিয়ে দেওয়া এটা কোন নীতির ভিতর পড়ে? আপনাদের ধ্বংসাত্বক কার্যকলাপে ভীত হয়ে অনেক সময় সাধারন মানুষ হরতাল এর পূর্ববর্তী দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাজার থেকে সংগ্রহ করবে সে ক্ষেত্রে বাড়ী ঘর হতে বের হতে সাহস পাচ্ছে না।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
এম আর সুমন বলেছেন: বিম্পি তো আজকেরটা নিয়ে মোট ২৭ দিন হরতাল দিল।
হাম্বারা এই একই ইস্যুতে ১৭৬ দিন হরতাল দিছিলো।তারা কার সম্পদ নষ্ট করছিলো? নেই জিসেব আগে দেন। আর এই মিমাংসিত তত্বাবধায়ক ইস্যুটি নিয়া খালি খালি গেম খেলার জন্য বিএনপির হরতালগুলির হিসাবও সরকার দেবে। যান তাগো কাছে, হিসাব বুইঝা আসেন।
কি হিসাব দিল, তা আমাদের জানাবেন কিন্তু।