নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিরোধী দলে থেকে এ অবস্থা! ক্ষমতায় গেলে কি করবে?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

গত ৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির আদেশ জারি হওয়ার পর থেকেই বিএনপি-জামায়াত শিবির সারা দেশে জ্বালাও পোড়াও হরতাল অবরোধ করছে। পুলিশ বাহিনীর সদস্য হত্যা করছে। প্রতিটি জেলা শহরে নারকীয় তাণ্ডব চালিয়ে সরকারি সম্পদ ধ্বংস করছে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ ফাঁড়িতে আক্রমন চালিয়ে চার জন পুলিশ সদস্য হত্যা করেছে। সাতক্ষীরা জেলায় জামায়াত-বিএনপি ধর্মীয় সংখ্যা লঘুদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আওয়ামীলীগ নেতার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তাকে হত্যা করেছে। বগুড়া শহরে গভীর রাতে শিবির কর্মীরা প্রচার করে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে। উপস্থিত দর্শক ভক্তদের নিয়ে তারা শিবগঞ্জ থানা আক্রমন করে পুলিশ সদস্যদের হত্যা করে এবং শহর আওয়ামীলীগ প্রধান মমতাজ উদ্দিনের বাড়িঘর পুড়িয়ে দেয়। গত দুই মাসে বিএনপি জামায়াতের সহিংসতায় পরিবহন খাতে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৫ শতাধিক বাস ট্রাক সিএনজি ও অটোরিকশা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিরোধীদল এবং তাদের সমর্থক গোষ্ঠী। রেল ব্যবস্থায় তারা ব্যাপক ক্ষতি সাধন করেছে। রেলগাড়িতে আগুন দেওয়াসহ বিছিন্ন করছে রেল লাইন। এ সবই সংঘটিত হয়েছে জামায়াত শিবির নামের রগকাটা ও বিএনপি নামের সন্ত্রাসী বাহিনী দ্বারা। প্রশ্ন হচ্ছে এই রেল যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা কার সম্পদ? অবশ্যই আমার, আপনার, এদেশের প্রতিটি জনগনের। বিরোধী দল যেভাবে জনগণের সম্পদ ধ্বংস করছে, জানমালের ক্ষতি করছে; ক্ষমতায় গেলে তাদের ভূমিকা নিয়ে জনগণ সন্দেহ পোষণ করে। তাদের কর্মকাণ্ডে দেশের জনগন শঙ্কিত ও আতঙ্কিত অর্থাৎ আগামী ভবিষ্যৎ দেশের জন্য কি বার্তা বয়ে নিয়ে আসবে এ জাতির কাছে সেটা তুলে ধরার আর অবকাশ থাকে না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

যোগী বলেছেন:
ক্ষমতায় গেলে আবার কোন এক জজ মিয়ার ডাক পড়বে !

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

বাংলার এয়ানা বলেছেন: সবারই একই রূপ, কেউ কাওরে নাহি ছাড়ে সমানে সমান

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

ধুসরিত বলেছেন: সিম্পল, ক্ষমতায় গেলে এরা আওয়ামি লীগের মত করবে।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

রুমি চৌধুরী বলেছেন: সরকারি সম্পদ না বলে জনগনের সম্পদ বলা যায় কি ? তাহলে বিএনপি জামাত লীগের সম্পদ বলে মনে হবে না ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

চোরাবালি- বলেছেন: সরকার এখন যা করছে এরাও তাই করবে এদিনের ১২৭ গুন ২ হয়ে যাবে।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

রঙ্গিন চশমা বলেছেন: ট্রেন এর ছবিটা সিরাজগঞ্জের । পুরিয়ে দেবার কিছু পুর্বে খালেদা যিয়ার জনসভায় ৫ জন কে চাপা দেয়া হয় । চাপা দেয়ার পুর্বে ট্রেন থামান না হলেউ পরে থামান হয় । যদি জিজ্ঞাসা করি কেন?
যাতে উত্তেজিত জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেয় ।
পরবর্তিতে আপনাদের মত লোক দের ছবি দিতে সুবিধা হয় ।
আর পুলিশের খেত্রে , আপনাকে অনবরত মারা হবে ।সজোরে লাঠিপেটা করা হবে আর আপনি চুপ থাকবেন এটা কি নরমাল ঘটনা ? কারন মারের পরিবর্তে মার এটাই স্বাভাবিক ঘটনা ।
কি বুঝলেন ?
ইট্টি মারলে পাটকেল টি খেতে হই , এটা আমাদের বাংলা ভাষারই একটা প্রবাদ । ভুলে গেলে নাস্তিক সৌমেত্র শিখরের বই থেকে দেখে নিবেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.