নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

পূর্ববর্তী সময়ের হাজারো তিক্ত অভিজ্ঞতা

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

এই ছোট্ট জীবনে আর কত দেখব। পাথর তো জড় বস্ত, সেই জড় বস্তুও সহ্য করতে পারবে না। কোনটা বাদ দিয়ে কোনটা বলব। যাদের দস্যুপনায় দুনিয়া খ্যাত দস্যুরাও হার মেনেছে। আজ আপনারা জনগনের বন্ধু বলে নিজেকে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন। কথায় কথায় আপনারা বলে থাকেন তিন বারের প্রধানমন্ত্রী। তিন বারের দেশ শাসনের অভিজ্ঞতা। কি দিয়েছেন এই মাত্র ৫৫,৫৯৮ বর্গমাইলের দেশটাকে? যেখানে একদিনে সমস্ত দেশটা পরিভ্রমন করা যায়। পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের দিকে চোখ মেলে দেখলে কোথায় তারা আর কোথায় আমরা। ছোট বেলার সেই বইয়ের পংতিটা মনে পড়ে গেল “শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির”। দীর্ঘদিন ক্ষমতায় বসে শুধু নিয়েছেন, যেটুকু দিয়েছেন তা ছিল আপনাদের কর্তব্যের তুলনায় খুবই নগন্য। আর সে নগণ্যের জন্যই বড় বড় বুলি আওড়াচ্ছেন। জাতীয় পার্টির কথা কি আর বলব, যার আমলে এদেশে ছাত্র, কিশোররা হাতে খড়ি দিয়েছিল সন্ত্রাস, নৈরাজ্য, আর অস্ত্র হাতে নিয়ে। মাস্তান নামে নিজেদেরকে পরিচয় দিত। দিনে দুপুরে মানুষকে মেরে ফেলত। থানায় মামলা হলে কিছুদিন পরে দেখতাম তারা নির্দোষ। লোকে বলাবলি করত কিছু হবে না, ওরা জাতীয় পার্টির লোক। পত্রিকায় পর্যন্ত এ ভাবে লেখা এসেছিলো এক মুরুব্বী, কিশোর এক বালক কে এভাবে বলছে, পিস্তল পেলে কোথায় বাবা? তাহলে দেখুন অস্ত্রের প্রাপ্যতা কত সহজ ছিল। এখন দলীয় জোটের সেই সব বড় ভাই, ছোট ভাই, লিডার ও ক্যাডার এইসব বিশেষণযুক্ত পাতি নেতাদের তেমন একটা চোখে পড়ে না। যাদের ভয়ে সর্বদা তটস্থ থাকত এলাকা/মহল্লা। কেউ কেউ আবার বসন্তের কোকিলের মত মিষ্টি কথার ঝুড়ি বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমরা যে কিছুতেই ভুলতে পারছি না আপনাদের নির্মমতার কথা। দেশ প্রেমের কথা না বলে বলুন যে আমাদের লুণ্ঠিত টাকা কমে গেছে। আবার নতুন করে বাকি চাহিদাটা পুরন করার জন্য এই প্রাণান্ত প্রয়াস। তারেক রহমান যার পরোক্ষ আশীর্বাদ পুষ্ট আস্থাভাজন সন্ত্রাসী ক্যাডার বাহিনী যেমন সুব্রত বাইন, কালা জাহাঙ্গীর, টোকাই সাগর, মোল্লা মাসুদ, গিয়াস উদ্দিন আল মামুন এই সকল নেতারা যে কি ভাল কাজ করেছিল এদেশের জনগনের জন্য তা কারোরই অজানা নয়। লুৎফুজ্জামান বাবর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও ২০০১ সালে তারই সরাসরি মদদে একযোগে সিরিজ বোমা হামলা করে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এরকম হাজারো তিক্ত অভিজ্ঞতা বুকে নিয়ে মানুষ নামে বোবার মত দিনাতিপাত করেছি। মুখ খুলতে পারিনি তখন। সেই দলকে আবার ক্ষমতায় দেখব? তা কি দেশের মানুষ কখনো চাইবে? এক বাক্যে গলা ফাটিয়ে বলতে পারি তা কখনই সম্ভব নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.