![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান জামায়াতি প্রকাশনা আমার দেশ এর সম্পাদক। দীর্ঘদিন যাবত তিনি এই পত্রিকার মাধ্যমে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন। সম্প্রতি হেফাজত ইসলাম নামে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন রাজধানীর শাপলা চত্বরে লংমার্চ পরবর্তী মহা সমাবেশ করে তার তাত্ত্বিক গুরু ইন্ধনদাতা ছিলেন এই মাহমুদুর রহমান। মহাজোট সরকারের জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান দেশের একমাত্র তৈল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পাঁয়তারা করেছিলেন। ২০০৭ সালে উত্তরায় সচিবদের নিয়ে যে গোপন বৈঠক হয়েছিল তার উদ্যোক্তা ছিলেন এই মাহমুদুর রহমান। জোট সরকারের শেষ সময়ে জামায়াতি প্রকাশনা “আমার দেশ” বাজারে আসে তখন থেকেই পত্রিকার সম্পাদক বনে যান তিনি। যদিও সাংবাদিকতার উপর তার কোন উচ্চতর ডিগ্রী/প্রশিক্ষন নেই একথা তিনি আদালতে স্বীকার করেছেন। আপাদমস্তক গোঁড়া মৌলবাদী চরিত্রের এই সম্পাদক বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম করতে চান। পাকিস্তানি আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন। সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে কিভাবে দাঙ্গা বাঁধানো যায় সে বিষয়ে তিনি সিদ্ধ হস্ত। শাহবাগে আন্দোলনরত তরুন প্রজন্মকে তার পত্রিকার মাধ্যমে নাস্তিক হিসাবে অভিহিত করেন। মুক্তিযুদ্ধকে তিনি দেখেন ভারত-পাকিস্তান যুদ্ধ হিসাবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে তার কোন আস্থা নেই। তার দৃষ্টিতে মুক্তিযুদ্বের পক্ষ শক্তি মানেই নাস্তিক, আর পাকিস্তান পন্থী জামাত সমর্থক ব্যক্তিরা হচ্ছে আস্তিক এমন উদ্ভট তত্বের আবিস্কারক এই পত্রিকার সম্পাদক। যে কারনে তাকে গ্রেফতার করা হয়েছে তা হল ২০১২ সালের ১৪ ডিসেম্বর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ এবং তথ্য প্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারা। জামায়াতি ইসলামের প্রকাশনা সোনার বাংলা এবং দৈনিক সংগ্রাম জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হওয়ায় জামায়াতি কর্তৃপক্ষ নতুন মোড়কে মৌলবাদী পত্রিকা আমার দেশ এবং নয়া দিগন্ত পত্রিকা প্রকাশ করে। আকৃতিগতভাবে পাশ্চাত্য পোষাকে অভ্যস্ত হলেও চিন্তা ধারায়, বিশ্বাসে তিনি একজন খোদ জামায়াতি/প্রগতিবাদী। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জামায়াত শিবিরের রোকন না হওয়া সত্ত্বেও মাহমুদুর রহমানকে “সম্পাদক” নিয়োগ করে জামায়াতি কর্তৃপক্ষ। পত্রিকার শুরুতে সচেতন মহল বুঝতেই পারেনি যে এটি একটি জামায়াতি প্রকাশনা। সাম্প্রতিক তাদের কর্মকাণ্ডে দেশবাসীর বুঝতে অসুবিধা হয়নি কি জিনিষ তারা টাকা দিয়ে কিনতেন। গত ৫ ফেব্রুয়ারি রাজাকার সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পত্রিকাটি সাঈদীকে আন্তর্জাতিক মানের আলেম হিসাবে বর্ণনা করে সংবাদ পরিবেশন করে। কয়েকদিন পর ছবি সহ প্রকাশ করে সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে । এমন সংবাদ প্রকাশের ফলে বগুড়া সহ দেশের অনেক স্থানে জামায়াত শিবির তাণ্ডব চালায়, পুলিশ সদস্য হত্যা করে এবং ধর্মীয় সংখ্যালঘু বাঙ্গালীদের উপর হামলা, তাদের বাড়ি ঘর লুটপাট এবং অগ্নি সংযোগ করে। কক্সবাজার, সাতক্ষীরা জেলায় সড়কের গাছ কেটে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শাবাগের তরুন প্রজন্মের আন্দোলনকে নাস্তিক উপাধি দিয়ে তাদের বিরুদ্ধে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন দাড় করায় যা বর্তমানে হেফাজত ইসলাম নামে হরতাল, অবরোধ করছে। অনুসন্ধানে জানা যায়, এই দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াত শিবিরের নেতারা। অধিকাংশ হেফাজত নেতার বিরুদ্ধে রয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী অভিযোগ। তাদের দাবি আর জামায়াতের দাবি একই সুরে গাঁথা। মাহমুদুর রহমান দেশের এই অরাজকতার জন্য দায়ি বলে অভিজ্ঞমহল মনে করে। বিশেষ ট্রাইবুন্যালে তার বিচার হবে দেশবাসীর এই প্রত্যাশা।
২| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
শিপু ভাই বলেছেন:
দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী এই মাহমুদুর রহমান ও তার "আমার দ্বেষ" পত্রিকা!!!
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
প্রভাষ প্রদৌত বলেছেন:
৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
প্রগতিশীল ইকবাল বলেছেন: নূর মোহাম্মদ বলেছেন: পাগলের সুখ মনে মনে....ধর্মের কথা বললে সাম্প্রাদায়ীয়কতা আর সত্য কথা বললে উস্কানি।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
নূর মোহাম্মদ বলেছেন: পাগলের সুখ মনে মনে....ধর্মের কথা বললে সাম্প্রাদায়ীয়কতা আর সত্য কথা বললে উস্কানি। ভালইতো ভালনা ..