![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরোধীদল বিএনপি দেশবাসীর সাথে হরতাল-হরতাল খেলছে। কবি নজরুলের ভাষায় বলা যায়, “হাতের সুখে বানালাম, পায়ের সুখে ভাঙলাম।” দেশের মানুষ হরতাল, অবরোধে অতিষ্ঠ। নিম্নবিত্ত মানুষের রুজি, রুটির ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়টি অনুধাবন করার ক্ষমতা নেই বিএনপি কর্তৃপক্ষের। রাজনীতি মানুষের জন্য, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে ক্ষমতার মসনদে বসা রাজনীতি হতে পারে না। লুটেরা, বুর্জোয়া রাজনীতির ধারক বাহক এই দলটি শুধুই ক্ষমতায় যেতে চায় এবং নিজেদের ভাগ্যের চাকা ঘুরাতে ব্যস্ত। কিন্তু তারা ক্ষমতায় গেলে তাদের অর্থনৈতিক দর্শন, দিকনির্দেশনা কি হবে তা দেশবাসীর কাছে প্রকাশ করেনি। সত্য কথা কি তাদের কোন অর্থনৈতিক দর্শন নেই। দেশের মানুষকে তারা বোকা ভাবে। হরতাল অবরোধকে তারা ক্ষমতার সিংহাসনে আরোহনের উপায় হিসাবে বিবেচনা করে। সেজন্যই তারা টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। তাদের নেতাদের মুক্তি তো আইনি প্রক্রিয়ায় হবে। ইতিমধ্যে মওদুদ আহমেদ, বুলু এবং সহিদউদ্দিন চৌধুরী এ্যানি আদালত থেকে মুক্তি পেয়েছেন। অন্যরাও পাবেন, কিন্তু বিএনপি গতকাল সন্ধ্যাবেলা হরতালের ঘোষণা দিল। হরতালে দিনের বেলা গাড়ী চলতে না পারলেও রাতের বেলা চলাচল করত। টানা ৩৬ ঘণ্টা হরতালে সে সুযোগ বন্ধ হয়ে গেল। এতে পরিবহন চলাচল একে বারে বন্ধ হয়ে জনগণের নূন্যতম খেয়ে পরে বেঁচে থাকার জন্য শাঁক সবজি, মাছ-মাংস, খাদ্যশস্য ইত্যাদি আনা নেওয়ার পথও বন্ধ হয়ে গেল। তাহলে তাদের এই হরতাল কি কখনও জনগণের স্বস্তি বয়ে আনবে? বিশিষ্ট জনেরা বলেন, আমাদের সংবিধানে কোথাও হরতালের কথা লেখা নেই। বরং একে প্রতিরোধের কথা বলা হয়েছে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দেশবাসি সেই আশা করে। রাজনৈতিক দলগুলো বিশেষকরে বিরোধীদলীয় জোট ১৮ দল, তারা ছাত্র/ছাত্রীদের এইচ এস সি পরীক্ষার কথা বিবেচনা করে আপনাদের হাতে থাকা শেষ অস্ত্র এভাবে জনগণের উপর ছুড়ে মারবেন না।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
লেহালুয়া বলেছেন: দেশের ক্ষতি কি শুধু বিএনপির হরতালেই হচ্ছে? তাইলে ঐ শুক্রবারের হরতাল দিলো কেন সরকার? বিএনপির হরতালে তো তাও যানবাহন কিছু হইলেও চলে ঐদিন তো সেটাও করতে দেয়া হয়নি। আওয়ামি সুরে কথা বন্ধ করেন।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
আশিকুর রহমান ১ বলেছেন: হাম্বার পালের হাম্বা হাম্বা ডাক শুনলে মানুষ এখন আর ঐ ডাকের কোনো দাম দেয় না। কারন হাম্বারা ভন্ডামী, মিথ্যা আর প্রতারণাকে অনেকটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে!
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
এ সামাদ বলেছেন: আমার বলার কিছুই ছিলনা।
উপরের তিন জন সবই বলে দিয়েছে।
আর মনে হয় কিছু বললে বৃথা হয়ে যাবে।
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
তাওহীদ বলেছেন: প্রকৃত সত্য, আমাদের রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় গিয়ে উপলব্ধি করে হরতাল দেশ ও মানুষের জন্য ক্ষতিকর।
ক্ষমতার বাহিরে থাকলে বোঝাতে চায় করে এটা দেশ ও মানুষের মুক্তির পথ।
আওয়ামীলীগ দেশের শত্রু এটাই বিএনপির মত। লীগ এক দিন বা হাজারদিন হরতাল করলেই তা জায়েজ হয়ে যায় না।
যেকোনো হরতালই দেশ ও মানুষের জন্য ক্ষতিকর।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
বাকরুদ্ধ আমি বলেছেন:
শিরোনাম বলেছেন: সেটাই। একবার
চিন্তা করে দেখেন এই আওয়ামীলীগ
বিরোধীদলে থাকা অবস্থায় প্রথমবার ২৩০ দিন
দ্বিতীয়বার ১৭০ দিন হরতাল করে। দেশের হাজার
হাজার কোটি টাকা বিনষ্ট করে। এজন্য
আওয়ামীলীগকে শুলে চড়িয়ে উচিত
শিক্ষা দেওয়া উচিত। তারপর না হয় বিএনপিকেও
শুলে চড়ানো যেতে পারে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
শিরোনাম বলেছেন: সেটাই।
একবার চিন্তা করে দেখেন এই আওয়ামীলীগ বিরোধীদলে থাকা অবস্থায় প্রথমবার ২৩০ দিন দ্বিতীয়বার ১৭০ দিন হরতাল করে। দেশের হাজার হাজার কোটি টাকা বিনষ্ট করে। এজন্য আওয়ামীলীগকে শুলে চড়িয়ে উচিত শিক্ষা দেওয়া উচিত। তারপর না হয় বিএনপিকেও শুলে চড়ানো যেতে পারে।