![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেল যোগাযোগের ক্ষেত্রে গত বুধবার নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে কয়েকটি সীমিত রুটে চালু হচ্ছে স্মার্ট ও আধুনিক ছোট্ট ট্রেন ডেমু (ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ডেমু সার্ভিসের। ঢাকার কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ ও গাজীপুর রুটে এবং চট্টগ্রাম স্টেশন থেকে কাছাকাছি কয়েকটি রুটে চলাচল করবে এ ট্রেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলের জন্য মোট ২০ সেট ডেমু ট্রেন চীন থেকে আমদানি করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৮ সেট ডেমু ট্রেন দেশে এসে পৌঁছেছে। আপাতত এগুলো দিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন এ ট্রেন সেবার। আগামী জুন মাস নাগাদ বাকি ট্রেনগুলো এসে পৌঁছালে পর্যায়ক্রমে সেবা সম্প্রসারিত করা হবে। প্রতিটি ট্রেনে তিনটি বগি আছে। সামনের এবং পেছনের বগিতে চালকের বসার কেবিন আছে। ট্রেনটি সামনে এবং পেছন থেকে চালানো যায়। এ ট্রেনে আলাদা করে কোনো ইঞ্জিনের প্রয়োজন নেই। ১৮০ ফুট দীর্ঘ এ ট্রেনের তিনটি বগিতে তিনশ'রও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা আছে। তবে আমদানির তালিকায় থাকা বাকি ১২ সেট ট্রেন দেশে পৌঁছালে সেগুলো ব্যবহারে এক দিকে সড়কপথে যানবাহনের ওপর চাপ কমবে, অন্য দিকে কমবে যানজট। মোট ৬৬২ কোটি টাকা ব্যয়ে চীনের তাংসাং রেলওয়ে ভেহিকল কোম্পানি লিমিটেড থেকে ট্রেনগুলো কেনা হয়। বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টা এবং আন্তরিকতার ফলে যোগাযোগ ক্ষেত্রের এ ধরনের সফলতা বিরাজমান থাকুক এটাই আমাদের কাম্য ও আগামী দিনের জন্য আরও যুগোপযোগী নতুন নতুন উদ্যোগের প্রত্যাশা।
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
পত্রদূত বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ধ্বসে পড়া বিন্ডিংয়ের নীচে মানুষকে উদ্ধার করার কোন কাটার নাই, ক্রেইন নাই যেখানে সেখানে ওই ট্রেন দিয়া কি করতাম???
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
পত্রদূত বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ধ্বসে পড়া বিন্ডিংয়ের নীচে মানুষকে উদ্ধার করার কোন কাটার নাই, ক্রেইন নাই যেখানে সেখানে ওই ট্রেন দিয়া কি করতাম???
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯
রিফাত হোসেন বলেছেন: ফাউল এককখান ... কোন ট্রেন ব্যবস্থা এতদিনে উল্টাইয়া ফেলছে !
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
রিফাত হোসেন বলেছেন: নরমাল ট্রেন এরই খবর নাই, রেল লাইন বাড়ানোর উদ্যোগ নাই ম্যাসিভ ভাবে .. আবার...
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ডেমু ট্রেন দিয়া কি বাল ফেলাইতাম???
ধ্বসে পড়া বিন্ডিংয়ের নীচে মানুষকে উদ্ধার করার কোন কাটার নাই, ক্রেইন নাই যেখানে সেখানে ওই ট্রেন দিয়া কি করতাম???