নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

লাশ গায়েবের গুজব

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮

বলা হচ্ছে ২৫০০ লাশ ৯টি ট্রাকে করে পিলখানায় নিয়ে লুকিয়ে রাখা হয়েছে। এটা কি গানিতিকভাবে সম্ভব?

২৫০০/৯=২৭৮ লাশ প্রতিটি ট্রাকে।

৫০ কেজি হারে ২৭৮ টি লাশের ওজন সাড়ে ১৩ টন। ট্রাকের পরিবহন ক্ষমতার আড়াই গুন।



৬ ঘনফুট হারে ২৭৮ টি লাশের আয়তন সাড়ে ষোলশো ঘনফুট। ট্রাকের গড় ধারন ক্ষমতার দ্বিগুনের চেয়েও বেশী।

২৭৮টি করে লাশ নয়টা গাড়ির পাশে আগে থেকেই জমা করে রাখা থাকলে তা লোড করতে লাশ প্রতি কমপক্ষে ৩০ সেকেন্ড করে ধরলেও গাড়ি প্রতি লোডিং টাইম আড়াই ঘন্টা করে।



ধরা যাক সব লাশ এক সাথে লোড শুরু হয়েছিল।

গাড়ি আনা, প্লেস করা, লাশগুলো একজায়গায় জড়ো করা, ধরি আরো কমপক্ষে ১ ঘন্টা। মোট সাড়ে তিন ঘন্টা।



কখন শুরু হল এই সব কাজ? একশন শুরুর অন্তত এক ঘন্টা পরে।

একশন শুরু – সাড়ে তিনটায়।

লাশ গুম শুরু – সাড়ে তিনটায়।

লোডিং শেষ – সাতটায়।



ও মাই গড, কি করে সম্ভব। সূর্যোদয় হয়ে গেছে ঘন্টা দেড়েক আগে। মানুষ অফিসে আসার জন্য বের হতে শুরু করেছে। দ্বিগুনের চেয়ে বেশি ওভার লোড নয় ট্রাক লাশ এখনো যাত্রা শুরু করে নাই।



দিনের আলোয়, হাজার হাজার মানুষের চোখর সামনে দিয়ে, শত শত গাড়ি রিকশা ঠেলে ঢাকার প্রাণ কেন্দ্র দিয়ে, রাস্তায় রক্তের ফোটা ফেলতে ফেলতে এই ট্রাকগুলা পিলখানায় সাড়ে আটটা থেকে নয়টার দিকে পৌছালো।

অথচ, কি অবাক কান্ড? পুরো নগরের কেউ তা দেখল না! কেউ জানলো না!! কেউ একটা ছবি তুলে রাখলো না!!!



একটু বেশিই গাজাখুড়ি গল্প বলে মনে হচ্ছে না?

ও হ্যাঁ, গল্পের গরুতো, আকাশে ওড়াতে দোষ কি??



ফেসবুকে যারা ট্রাকের পর ট্রাক লাশ নাকি গুম করা হইছে বলে গুজব ছড়াচ্ছে, তাদের বলি লাশ কি বাংলালিংক দামে পাইসোস? কাল রাতের পুরা অভিযান সময় টিভি, একাত্তর টিভি, সহ অনেকে দেখিয়েছে, পত্রিকার সাংবাদিকরা কভার করেছে, পুরানা ছবি আর আহতদের ছবি পোস্ট করে কোরান পুরানো জায়েজ করতে আসিস না ছাগুর দল।



যারা কোরান পোড়াইছে, তাদের তো ধরে ধরে জবাই করা উচিত ছিল, পুলিশ তো কিছুই করে নাই সুন্দরমতো লাইন ধরে বাইর করে দিয়েছে,

এইসব গুজবে তাই কান না দেয়ার আহবান রইলো।



ছাগুরকেল্লা এবং জামাতি পেজ চেষ্টা করছে এই সব ছবি দিয়ে নিজেদের আকাম ঢাকতে, অথচ তারা ফুটপাতের আগুনের, ব্যাংকে আগুন দেয়া, গাছের পর গাছ কাটা, পুলিশকে হত্যা করা মসজিদে আগুন দেয়ার ছবি শেয়ার করে না কেন জানতে চাই, তাইলে কি তাদের কাছে কোরানের চেয়ে এই ছাগুদের জীবন বেশী দামী?



গুজব রুখতে সজাগ থাকুন, বিশেষ করে মসজিদের মাইক যেন না ব্যবহার হয় এই গুজব প্রচারে।



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++

২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮

লিংকন১১৫ বলেছেন: ২৫০০ লাশ ! গুজব হওয়ার সম্ভাবনা বেশি

কিন্তু একটি ট্রাকে তাঁর ধারন খমতা থেকে ৩ থেকে ৬ গুন বেশি নেয়া যায়
যা প্রতি নিয়ত করে থাকে ট্রাক মালিক বা চালক রা , সে জন্য মদ্ধি রাস্তায় গিয়ার নষ্ট হয় বা চাকা ফাকা নষ্ট হয় ।

৩| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪

আলাদীন বলেছেন: এই সংখ্যাটি সম্ভবত গুজব। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি এই কথাটিও গুজব। যদি একজনেরও মুত্যু হয়ে তাকে সেটা মানব হত্যা যা কখনই গ্রহনযোগ্য হতে পারে না। আমরা এখনো মানুষ হতে পারিনি দলের সমর্থক-ই রয়ে গেলাম।

৪| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৭

নাজ_সাদাত বলেছেন: হনুমান লঙ্কাকাণ্ড করতে পারে এটা বিশ্বাস করেন আর একটা লরি ২গুন বেশী ওজন বহন করবে এটা বিশ্বাস করতে পারছেন না??

৫| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১১

কাঙ্গাল মুরশিদ বলেছেন: যদি গনহত্যার ইচ্ছা নাই থাকত, যদি হেফাজতিরা ভয়েই পালিয়ে গিয়ে থাকে তাহলে - ১. বিদ্যুত সরবরাহ বন্ধ করে ২. রাত ২:৩০ মিনিটে ৩. সকল ইলেক্ট্রনিক মিডিয়া সরিয়ে দিয়ে ৪. ১০ হাজার সশস্র বাহিনী নিয়ে ৫. হাজার হাজার নিরস্র মানুষের উপর অভিযান চালানোর প্রয়োজন কেন হল?? দিনের আলোয় সকল মিডিয়ার সামনে এই অভিজান চালালে কী ক্ষতি ছিল? ২৫০০ না হয়ে যদি ২৫ জন বা ১ জনও নিহত হয় তাহলেও কি খুনের দ্বায় থেকে সরকার রেহাই পাবে??

আসল সত্য আপনিও জানেন, হয়ত কোন ইগো, দল প্রিতী বা দলবিদ্বেষের কারণে স্বীকার করতে পারছেন না। মনে রাখবেন আল্লাহ মানুষের অন্তরে যা আছে তাও জানেন। যে সত্য, যে নৃশংসতা আড়াল করার জন্য এত চেস্টা করছেন - একদিন তার দ্বায়ে আপনাকেও বিচারের সম্মুখে দাড়াতে হবে। তাই সময় থাকতে সাবধান।

৬| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:২৩

লালমিয়াভাই বলেছেন: যারা হত্যাকাণ্ডকে হত্যা বলতে চান না, বলতে লজ্জা পান, তাদের জন্য আমি লজ্জিত হই।

আমার স্বজাতিরা এমন হতে পারে ভেবে আমার মাথা হেঁট হয়ে যায়।

হেফাজত বলছে তাদের ৩০০০ নেতা কর্মীকে হত্যা করা হইছে।
অস্বীকার করা যাবে? বিদ্যুতের লাইন কেটে দেয়া হয়, সব সাংবাদিক সরিয়ে দেয়া হয়...কেনো ??

আশে পাশে শুয়োরের গন্ধ পাই, নিজেকে কেমন জানি আর মানুষ প্রজাতির মনে হয় না ......।

৭| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাঙ্গাল মুরশিদ বলেছেন: যদি গনহত্যার ইচ্ছা নাই থাকত, যদি হেফাজতিরা ভয়েই পালিয়ে গিয়ে থাকে তাহলে - ১. বিদ্যুত সরবরাহ বন্ধ করে ২. রাত ২:৩০ মিনিটে ৩. সকল ইলেক্ট্রনিক মিডিয়া সরিয়ে দিয়ে ৪. ১০ হাজার সশস্র বাহিনী নিয়ে ৫. হাজার হাজার নিরস্র মানুষের উপর অভিযান চালানোর প্রয়োজন কেন হল?? দিনের আলোয় সকল মিডিয়ার সামনে এই অভিজান চালালে কী ক্ষতি ছিল? ২৫০০ না হয়ে যদি ২৫ জন বা ১ জনও নিহত হয় তাহলেও কি খুনের দ্বায় থেকে সরকার রেহাই পাবে??

আসল সত্য আপনিও জানেন, হয়ত কোন ইগো, দল প্রিতী বা দলবিদ্বেষের কারণে স্বীকার করতে পারছেন না। মনে রাখবেন আল্লাহ মানুষের অন্তরে যা আছে তাও জানেন। যে সত্য, যে নৃশংসতা আড়াল করার জন্য এত চেস্টা করছেন - একদিন তার দ্বায়ে আপনাকেও বিচারের সম্মুখে দাড়াতে হবে। তাই সময় থাকতে সাবধান।কাঙ্গাল মুরশিদ বলেছেন: যদি গনহত্যার ইচ্ছা নাই থাকত, যদি হেফাজতিরা ভয়েই পালিয়ে গিয়ে থাকে তাহলে - ১. বিদ্যুত সরবরাহ বন্ধ করে ২. রাত ২:৩০ মিনিটে ৩. সকল ইলেক্ট্রনিক মিডিয়া সরিয়ে দিয়ে ৪. ১০ হাজার সশস্র বাহিনী নিয়ে ৫. হাজার হাজার নিরস্র মানুষের উপর অভিযান চালানোর প্রয়োজন কেন হল?? দিনের আলোয় সকল মিডিয়ার সামনে এই অভিজান চালালে কী ক্ষতি ছিল? ২৫০০ না হয়ে যদি ২৫ জন বা ১ জনও নিহত হয় তাহলেও কি খুনের দ্বায় থেকে সরকার রেহাই পাবে??

আসল সত্য আপনিও জানেন, হয়ত কোন ইগো, দল প্রিতী বা দলবিদ্বেষের কারণে স্বীকার করতে পারছেন না। মনে রাখবেন আল্লাহ মানুষের অন্তরে যা আছে তাও জানেন। যে সত্য, যে নৃশংসতা আড়াল করার জন্য এত চেস্টা করছেন -

একদিন তার দ্বায়ে আপনাকেও বিচারের সম্মুখে দাড়াতে হবে। তাই সময় থাকতে সাবধান।
++++

৮| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০২

তানজীল ইসলাম বলেছেন: ভাই, আপনার প্রফাইলে লিখেছেন আপনি একজন ছাত্র।
যদি পি.এইচ.ডি এর ছাত্র হন তাহলে আমার শ্রদ্ধা আর তার নিচের কিছু হলে আমার স্নেহ রইলো।

ভাই আপনি কি সঠিক তথ্যটি জানেন ঐ রাতে কি ঘটেছিল? যদি জানা থাকে দয়া করে একটু শেয়ার করুন।

আমাকে একটা ব্যাপার একটু নিশ্চিত করুন টানা ২৩ মিনিট যে গুলির শব্দ নিজের কানে শুনেছি, ঐ গুলি গুলো কারো দেহ ছেদ করেনিতো?

ভাল থাকবেন।

৯| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:০২

দয়াল সাহেব বলেছেন: এখনই যদি অন্ধ হয়ে যান তাহলে জাতী আপনার কাছে কি আসা করতে পারে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.