নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

৪০ হাজার ডলার গ্রহনের অভিযোগ, মাহমুদুর রহমানের আইএসআই কানেকশন! (২য় পর্ব)

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

এরপর দ্য ডেইলি স্টার পত্রিকা সবিস্তারে এই মিথ্যাচারের সচিত্র প্রতিবেদন তুলে ধরে। কিন্তু তার পরও পত্রিকাটির পক্ষে এর ভারপ্রাপ্ত সম্পাদক বিন্দুমাত্র ভুল স্বীকার করেননি। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে অবশ্য শক্রুবার এ জন্য আরাকটি মামলা হয় মাহমুদুর রহমানের বিরুদ্ধে। মাহমুদুর রহমান সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ছড়িয়ে দেশব্যাপী অস্থিতিশীলতা ছড়ানোর রেকর্ড গড়েছেন ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর। শাহাবাগের প্রজম্ম চত্বরে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে যুক্ত রাজীবের কথিত ব্লগে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তিমূলক লেখাগুলো তিনি আমার দেশ পত্রিকায় ছাপান। যদিও এখন পর্যন্ত প্রমাণিত হয়নি,ওই লেখা গুলো রাজীবেরই কিনা । এ ব্যাপারে সরকারি কমিটি এখনও কাজ করছে। সারা দেশের ধর্মপ্রাণ মানুষকে খেপিয়ে তোলেন তিনি। শুধু এখানেই ক্ষান্ত হননি তিনি, হেফাজত ইসলামের লংমার্চ ও পরবর্তী সমাবেশ আয়োজনের সক্রিয় উদ্যোক্তার ভুমিকাও পালন করেন তিনি। মাহমুদুর রহমানের অফিসে তার উপস্থিতিতে একাধিক বৈঠকের দালিলিক প্রমান এখন গোয়েন্দাদের হাতে। এমনকি স্মাবেশ সফল করা এবং সরকারকে উৎখাত করার নীলনকশার সঙ্গেও তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ব্লে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে মাহমুদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশের গোয়েন্দাদের হাতে এসেছে আরও ভয়ংকর এক দালিলিক প্রমান। মাহমুদুর রহমানের “ব্রেন চাইল্ড” সংগঠন লেবাটি বাংলাদেশ এন্ড ফ্রি থিংকার্স ফাউডেশন একটি সংগঠন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা “ইন্টার সার্ভিস ইন্তেলিজেন্স” বা আইএসআইইয়ের কাছ থেকে ৪০ হাজার মার্কিন ডলার গ্রহন করেছে। ডিরেক্টর জেনারেল ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের পক্ষে লেফটেন্যান্ট কর্নেল আগা মির হোসাইন শাহ স্বাক্ষরিত একটি পত্রও বাংলাদেশের গোয়েন্দাদের হাতে এখন। ২০১২ সালের ১১ জানুয়ারি এই পত্রটি বাংলাদেশ পাকিস্তান দূতাবাসের কর্মরত (ছদ্ম পরিচয়ে) আইএসআইয়ের এক প্রতিনিধির কাছে পাঠানো হয়..............চলবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

অজানা এক আমি বলেছেন: এই সব বালছাল কোর্টে উঠে না কেন !!!

কয় দিন আগে একটা দেখলাম জিয়ার নামে ... বানান ভুলে ভরা ...

আইএসআই দের ইংরেজী স্কুলে ভর্তি করানো হোক ... =p~ =p~

২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:২৪

মাহমুদ। বলেছেন: আপনার পোস্টের জন্য জাতি আধীর আগ্রহে অপেক্ষা করে B-) B-) আপনার যুগান্তকারী ধারাবাহিক পোস্ট জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে B-) B-) B-) আপনি দ্বিগুণ উৎসাহে ধারাবাহিক পোস্ট প্রসব করবেন ;) ;)

৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: এই সব বালছাল কোর্টে উঠে না কেন !!!

কয় দিন আগে একটা দেখলাম জিয়ার নামে ... বানান ভুলে ভরা ...

আইএসআই দের ইংরেজী স্কুলে ভর্তি করানো হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.