নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিরোধীদলের ওয়াক আউট

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৪

সংসদে বিরোধী দলের প্রত্যাবর্তন অত্যন্ত ইতিবাচক। বিরোধী দলের ফিরে আসা গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে নতুন বাঁক। তারা সংসদে থেকে পরবর্তী সংসদের জন্যও দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। সংসদে বিরোধী দলের ফিরে আসা ছাড়াও বাংলাদেশে এই প্রথম নারী স্পিকারেরও যাত্রা শুরু। সংসদ সদস্য হিসেবে তার অভিজ্ঞতা না থাকলেও তার যে মেধা ও প্রজ্ঞা রয়েছে সেটা দিয়ে এ সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি। বিরোধী দলের প্রত্যাবর্তনে দেশবাসীর মাঝে একটা আশার সঞ্চার হয়েছিল যে এবার বুঝি বিরোধীদল সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাবেন। দলীয় এজেন্ডা জনস্বার্থে তুলে ধরবেন। জনস্বার্থ নিয়ে কথা বলবেন। রাজনৈতিক ইস্যু ছাড়াও জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিরোধীদল যেগুলো নিয়ে আলোচনা করে সংসদকে প্রাণবন্ত করে তুলবেন। খোলা মন নিয়ে আলোচনা করে অনেক অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি করবেন। কিন্তু সে আশায় গুঁড়েবালি। তারা দেশবাসীকে হতাশ করেছে। বরাবরের মত তারা এবারও প্রতিবাদের ভাষা হিসেবে ওয়াকআউট-বয়কটের দিকেই গেলেন। তারা আবারো প্রমাণ করলেন যে আসলে তারা বেতন ভাতা এবং সদস্যপদ রক্ষার জন্যই সংসদে যোগ দিয়েছিলেন। কারন আর সাত দিন অনুপস্থিত থাকলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যেতো। তাছাড়া বিরোধী দলের ওয়াকআউট করার মতো কোনো ঘটনা ঘটেনি। কেননা, তাদের বক্তব্য দিতে বাধা দেওয়া হয়নি। মাইকও বন্ধ করা হয়নি। তাহলে বিরোধীদলের এমন অসৌজন্যমূলক আচরনে আমরা কি আশা করতে পারি?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২৫

জহির উদদীন বলেছেন: দাক্ষিন মার্কা সংসদ সদস্য নিয়ে প্রথম নারী স্পিকারের যাত্রা শুরু। অভিজ্ঞতা না থাকলেও তার যে পা চাটার মেধা ও প্রজ্ঞা রয়েছে সেটা দিয়ে এ সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি.......
সত্যি সেলুকাস....
একজন অনির্বাচিত নারী হয় দেশের ৩০০ নির্বাচিত এম'পিদের স্পিকার...অথচ অনির্বাচিত ব্যক্তির হাতে জাতীয় নির্বাচন দায়িত্ব দিতে শেখ হাসিনার যত টাল বাহানা.....ভাওতাবাজির সীমা আছে একটা......
আর লেখক আপনার সকল লেখাই দেখি আওয়ামী দালালী মার্কা এসব ছেড়ে একটু চোখ কান খুলে পোষ্ট মারেন.....

২| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

মোহাম্মদ হারুন বলেছেন: বেতন ভাতার জন্য এই ভাবে সংসদে যোগ দেওয়ার চেয়ে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে থাকা শ্রেয়।


মাঝে মাঝে চিন্তা করি আমাদের চরিত্র, নৈতিকতা কত নিন্ম স্তরে? আমারা কতটুকু নগ্ন হলে তাকে উলঙ্গপানা বলবো? ভুলে গেছি আমরা লজ্জা আর শরম নামক শব্দ গুলো,,কোন অবস্থাই আমরা নিজেকে নিজে মুল্যায়ন করতে পারতেছিনা, বিচার বিবেচনা করার ক্ষমতা হরিয়ে ফেলেছি আমরা যেই কাজ গুলো করতেছি তা কতটুকু নৈতিক হচেছ, এটা কি আমাদের জাতিগত চরিত্র? নাকি অভ্যাস? নাকি অভিশাপ? নাকি ভুল? তবে একটা ব্যাপারে আমারা খুবই পারদর্শী তুখোড় দক্ষ , আর তা হলো অন্যের ভুল ধরা ও অন্যের সমালোচনা করা,
৩ ই জুন ২০১৩ বি,এন,পি দীর্ঘ্য ৮৩ সংসদ কার্য দিবস অনুপস্থিত থাকার পর ৮৪ তম দিনে এসে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিলেন, প্রথমে ভেবে ছিলাম, বি,এন,পি হয়তো তাদের ভুল বুজতে পেরেছে, সংঘাত এর পথ পরিহার করে তারা আলাপ আলোচনা আর শান্তির মাধ্যেমে সরকারের সাথে আলোচনার মাধ্যমে তাদের দাবীগুলো আদায়ে চেষ্টা করবে, আর জনগনের কাছে তারা তাদের দাবী গুলো তুলে ধরবে আর এই ব্যাপারে জনসমর্তন আদায় করার চেষ্টা করবে,
কিন্তু বাস্তবে হলো কি? কি দৃশ্য আমরা দেখলাম আজ জাতীয় সংসদে?
বি,এন,পি একটানা দীর্ঘ্য ৮৩ সংসদ কার্য দিবসে অনুপস্থিত থাকার পর ৮৪ তম দিনে এসে সংসদে যোগ দিলেন, এই বারের অধিবেশনে যদি বি,এন,পি যোগ না দিতে তাহলে তারা সংসদীয় আইনের মারপ্যাচে ফেঁসে যেত , আর আইন অনুসারে হারাতে হত সবার সংসদ সদস্য মর্যাদার পদ, কারণ একটানা ৯০ দিন সংসদীয় কার্য দিবসে যদি কোন সংসদ সদস্য অনুপস্থিত থাকেন তাহলে আইন অনুসারে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, সংসদ সদস্য পদ বাতিল হলে হারাতে হবে যাবতীয় সরকারী বেতন ভাতা, গাড়ী বাড়ী সহ সব সুযোগ সুবিধা,
একটানা দীর্ঘ্য ৮৩ দিন সংসদে অনপস্থিত থাকার পর ৮৪ তম দিনে যোগ দিলেও বি,এন,পি মাত্র অল্পসময় পর সংসদ হতে ওয়াকআউট করেন সমান্য একটি ছুতো ধরে, একটানা ৮৩ দিন সংসদে অনুপস্থিত তাকার ৮৪ মত দিনে সংসদে যোগ দেবার পর মাত্র অল্প সময় পর ওয়াক আউট করায় প্রমাণ করে বি,এন,পি যাষ্ট সংসদে তাদের সংসদ সদস্য পদ ধরে রাখতে, সংসদে যোগ দিয়েছিল,
বি,এন,পি এই ভাবে সংসদ হতে ওয়াক আউট করে যা প্রমাণ করে গেল।

১) বি,এন,পি যাষ্ট তাদের সংসদ পদটি ধরে রাখতে সংসদে গিয়ে ছিল
২) সংসদের অধিবেশনে যোগদান বি,এন,পির জন্য মুখ্য নয়, মূখ্য হলো সংসদের আর্থিক সুবিধা ও বেতন ভাতা ,
বি,এন,পি যতই বলুক তারা ঢাকায় এক মাসের জন্য সমাবেশ নিসিদ্ধ করার প্রতিবাদে সংসদ হতে ওয়াকআউট করেছিল , এটা জনগন কোন অবস্থায় বিশ্বাস করবেনা, কারণ আমরা জনগন এতই বোকা না, সংসদের অধিবেশন ভাল লাগেনা অথচ রাস্তায় বসে সরকারের বিরুদ্ধে উষ্কানী দিতে ভাল লাগে, সংসদের ভিতর অধুনিক এরার কুলার , আধুনিক সুযোগ সুবিধা সহ সরাসরি টেলিভিশনে লাইভ বক্তব্য দিতে ভাল লাগেনা বি,এন,পির অথচ প্রাইভেট চ্যানেল গুলোর টক শোতে বক্তদিতে ভাল লাগে, যে টক শো গুলো প্রচার হয় দেশে যখন রাত ১২ টা আর মানুষ যখন ঘুমিয় থাকে,
এই ভাবে নিলর্জ্জ এরমত সংসদের আর্থিক সুবিধা ও বেতন ভাতা সহ গাড়ী, ঢাকায় বাড়ীর সুবিধা না নিয়ে টাকার অভাব হলে ভিক্ষুকের মত থালা নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করা আমি শ্রেয় মনে করি।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: ইহা আবার নতুন কি? এধরণের ব্যাপারে আমাদের সংসদ ভবন অভ্যস্ত। অবাক রাজনীতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.