![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারিভাবে শ্রমিকদের আইনে সহায়তা জন্য উদ্বোধন করা হলো 'শ্রমিক আইন সহায়তা সেল'। ফলে শ্রমিকরা বিনা খরচে শ্রম আদালতে শ্রমবিরোধ-সংক্রান্ত মামলা পরিচালনা করতে পারবেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও ইউএনডিপির জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের কারিগরি সহায়তায় পরিচালিত শ্রমিক আইন সহায়তা সেল শ্রমিকদের পক্ষে মামলা পরিচালনা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার জন্য 'শ্রমিক আইন সহায়তা সেল' স্থাপনের ঘোষণা দেন। এর তিন দিন পর শ্রম ভবনে অনানুষ্ঠানিকভাবে শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে এ সেলের মাধ্যমে ১১৮ জন শ্রমিককে বিনা খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান সুযোগ লাভের অধিকারী। এ অধিকার নিশ্চিত করা প্রত্যেক সরকারের দায়িত্ব। একারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের অধিকার আদায়ের লক্ষে শ্রমিক আইন সহায়তা সেল স্থাপনা করেন। বর্তমান সরকার যে জনগণের জন্য সামাজিক নিরাপত্তার পরিধি বাড়াতে সব রকমের পদক্ষেপ নিয়েছে এটা তার অন্যতম আরেকটি প্রমান।
©somewhere in net ltd.