নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

খেটেখাওয়া মানুষের আয় রোজগারের পথ বন্ধ না করতে এখনই উচিত বিরোধী রাজনৈতিক দলগুলোকে হরতালকে না বলা

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১




দিনের পর রাত আসে। রাতের পর দিন। আর বাংলাদেশে দিন-রাতের পিছে পিছে আসে হরতালের পর হরতালের পর হরতাল। হরতালে-হরতালে দিন যায় রাত যায় এদেশের কোটি মানুষের। মানুষকে ভয়ে-দুর্ভোগে-উদ্বেগে-আতংকে ডুবিয়ে, অর্থনীতির বারোটা বাজিয়ে, দিনমজুর-শ্রমিকের পেটে লাথি মেরে, কারখানার চাকা বন্ধ করে চলছে হরতাল নামের সর্বনাশা ছলনার পাশাখেলা। হরতাল বাংলাদেশের মানুষের একমাত্র ললাটলিখন। বাংলাদেশের জন্মের পর থেকে কতো শত-সহস্র হরতাল যে হয়েছে তার লেখাজোখা ।হরতালের সঙ্গে আসে যাবতীয় অশুভ-অরাজকতা। মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া এই হরতালীয় অন্যায়, এইসব বোমা ও ককটেলবাজি, খুনাখুনি, সংঘর্ষ-সংঘাত, এইসব ভয়াল-করাল সন্ত্রাস, গাড়িতে আগুন, ভাংচুর, ঢিল-পাটকেল। হরতালে-হরতালে ছয়লাপ আজ বাংলাদেশের রাজনীতি। যেন এক মগের মুল্লুক। যার যেমন খুশি। যেন ডালভাত-- কিছু হলেই ডেকে আনো হরতাল।যেন পাড়ার দোকানে পাওয়া সস্তার পান-দোক্তা। এই বদভ্যাস, এই হরতালের সেঁকো বিষ গেলানোর অদ্ভুতুড়ে ‘গণতান্ত্রিক বদভ্যাস’ থেকে মুক্তি নেই যেন আর।যখন যা-খুশি তা-ই করবার খেলা। এক সর্বনাশা খেয়াল-খুশির নাম হরতাল। বর্তমানে দেশে বইছে শান্তিময় বসবাসের এক সুখের আভা, বর্তমানে হরতাল দিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজানো ছাড়া আর কিছুই না ,তাই আসুন দেশে হরতাল নামের এই অরাজকতার বিষে সাধারণ মানুষকে ধংস না করে দেশ কে ভালবাসতে শিখি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.