নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ, যে তার দেশকে সবচেয়ে বেশি ভালবাসে এরপর পৃথিবীর সকল সৃস্টিকে।

মোঃ মাহমুদুর রহমান

আমি একজন সাধারণ মানু্ষ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি।

মোঃ মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নির্বাচনে দাড়ায় নাই?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

খবরে পড়লাম ১৫১ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্বভাবতই আমি ধরে নিয়ে ছিলাম এই ১৫১ টা নামের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা ডঃ শেখ হাছিনার নাম থাকবে। কিন্তু আমি একমাত্র বৈধ প্রার্থীর তালিকা চেক করে টাশকি খাইছি। তালিকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা ডঃ শেখ হাছিনার নাম নাই :-*



তাই আমার মনে প্রশ্ন জাগছে যে উনি কি নির্বাচনে দাড়ান নাই? নাকি উনার নির্বাচনে দাড়ানো লাগবে না? আর যদি উনি দাড়ায় থাকেন তাহলে জনপ্রিয়তা কি কমে গেছেন যে উনার দলের ১৫১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর উনি হতে পারেন নাই? আর কোন সেই দুঃসাহসিক ব্যক্তি যিনি মাননীয় প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা ডঃ শেখ হাছিনার রাজত্বে বাস করে উনার বিরুদ্ধে নির্বাচনে দাড়াইছে?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

ঢাকাবাসী বলেছেন: রকিবরে কইবো আমার নাম দুই তিন জয়গায় পাশ লেইখা গেজেট বানা!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: যাই বলেন ভাই এটা আমাদের জন্য লজ্জাজনক যে ১৫১ জনকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করলাম আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে পারলাম না।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: উনি মহান, ফ্রি প্রধানমন্ত্রী হবেন না। জনগণের ভোট গ্রহনের মাধ্যমে এম পি নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হবেন ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: কিন্তু আমাদেরও তো দায়িত্ব ছিল যে উনার মত মহান ব্যাক্তিকে নির্বাচনের মত ঝামেলাই না ফেলা।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

জাগরূ৪৯ বলেছেন: নির্বাচনে দাড়াইবো কি নির্বাচনই তাইনের সামনে খাড়ায়া আছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই আমার প্রশ্ন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন না কেন?

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

মদন বলেছেন: কোন পীর সাব নাকি হজ্বে যান নাই, খোদ ক্বাবা শরীফ নাকি তার সামনে আইসা হাজির হইছিলো।

তো আমাদের প্রধানমন্ত্রী হইলেন গনতন্ত্রের মানসকন্যা, আরেকভাবে বললে বলা যায় গনতন্ত্রের পীর। তো উনার নির্বাচনে দাড়ানোর দরকার নাই, নির্বাচনই তাহার জন্য দাড়ায়া আছে।

জয় বাংলা।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই আমার প্রশ্ন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন না কেন?

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

সেমিবস বলেছেন: ঢাকাবাসী বলেছেন: রকিবরে কইবো আমার নাম দুই তিন জয়গায় পাশ লেইখা গেজেট বানা!

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: আর যদি উনি দাড়ায় থাকেন তাহলে জনপ্রিয়তা কি কমে গেছেন যে উনার দলের ১৫১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর উনি হতে পারেন নাই? !:#P !:#P !:#P !:#P

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬

উদদিন বলেছেন: ৭১ র মার্চে শেখ মজিব স্বইচ্ছায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তান গমন করে ভুট্রোর দাওয়াতে ভুট্রোর অতিথি শালায় , এ কথাটি-ও যেমন সত্য , তেমনি সত্য -শেখ মজিব বাংলাদেশের শ্বাধীনতা চায়-নাই , শেখ মজিব চেয়েছিলো যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে , তাই শেখ মজিব যখন বুঝতে পারলো বাংলাদেশ শ্বাধীন হয়ে যাচ্ছে যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ , কিন্তু "বুদ্ধী-জীবিদের যন্ত্রনায় তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হওয়ার কোন সুযোগ থাকবে-না তাই সে ভুট্রোকে আদেশ করে বাকি কাজটুকো সেরে দিতে অর্থাৎ ঢাকার বুকে বসবাস রত বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা করে দাও এবং একটা লিষ্ট ভুট্রোর হাতে তুলে দেয় , শেখ মজিবের আদেশে , শেখ মজিবের স্বইচ্ছায়"ই শেখ মজিবের লিষ্ট অনুযায়ী"ই ঢাকার বুকে "বুদ্ধী-জীবিদের হত্যা করার আদেশ দেয় নর খাদক ভুট্রো তার সেনাদের , সহযোগিতা করে গনজাগরন মঞ্চের হোতা ডঃ ইমরান এইচ সরকারের বাপ-দাদা ! বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.