![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানু্ষ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি।
একটু আগে খবরে পড়লাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন "“আমি যতটুকু দেখেছি, নিহত দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক উনি বলেছেন যে, উনি আসলে পুত্র হত্যার বিচার চান না। কারণ বলেছেন, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমি খুব অবাক হয়েছি। আমার মনে হয়, এই খবরটা যারা পড়েছে, তাতে পুরো জাতি অবাক হয়েছেন।একজন পুত্রহারা বাবা তার সন্তান হত্যার বিচার চায় না। এই প্রথম বাংলাদেশে এরকম একটা ঘটনা দেখলাম। আমার মনে হয়, পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটেনি যে, কোনো বাবা তার ছেলের হত্যার বিচার চায় না। আমার মনে হয়, এর কারণ একটাই, পুত্রহারা বাবা অধ্যাপক সাহেব হয়তো ওই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। উনি তার দলের লোকজনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাননি বলেই হয়তো এ কথা বলেছেন। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমিও একজন বাবা। বাবা হিসেবে আমি তার এই বক্তব্যের জন্য লজ্জিত।" ভাবতে খুব অবাক লাগে যে মানুষ রাজনীতির এত নিচে কিভাবে নামতে পারে। একজন বাবা কতখানি আস্হাহীনতায় ভুগলে বলতে পারেন তার ছেলের হত্যার বিচার চান না? একজন বাবার এই আস্হাহীনতার দায়দায়িত্ব কার? কেন উনি দেশের বিচার ব্যবস্হার উপর আস্হা রাখতে পারলেন না? সাগর-রুনি থেকে শুরু এর পর কতজন যে মারা গেল কয়জনের বিচার হয়েছে? বিচার তো দুরে থাক, কয়জনের হত্যাকারীদের ধরতে পেরেছে? এরপরও কি সরকারের ঘুম ভাঙ্গবে না?
সংবাদের সুত্র
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সমস্যা তো এই খানেই
২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
মিতক্ষরা বলেছেন: অন্ততপক্ষে বিচারের নামে নির্দোষ লোকদের নিয়ে টানা হেচড়া বন্ধ হবে।
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক সাহেবকে স্যালুট এই জন্য যে উনি ৫৭ ধারার ভয় না করে সত্য কথা বলেছেন। কয়জন পারে নিজের শোক ভুলে দেশের চিন্তা করতে?
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছি: কিভাবে হানিফ সাহেব এ কথা বলতে পারলেন?
নিজেদের অপকর্ম ব্যার্থতার দিকে একবারও ফিরে দেখলেন না।
আইন বিচার প্রশাসনকে কতটা কুক্ষিগত করলে, কতটা বিশ্বাস হারারলে একজান বাবা বুকফাটা কষ্টে সেই উচ্চারণ করে তা অনুভব না করে অর্বাচীনের মতো বলে বসলেন- জঘ্যন কথা! শেইম!
এদের হাতেই বাংলাদেশের ভবিস্যত। !!!!
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আস্তে আস্তে এই লোকগুলো আরোও বেপরোয়া হবে
৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
হায়দার সুমন বলেছেন: "আমি বিচার চাইনা" যেন বাংলাদেশেরই সাহসী উচ্চারণ। হানিফ সাহেব কবে সুস্থ্য কথা বলেছেন?
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ঠিক বলেছেন দীপনের বাবার কথা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের মনের সুপ্ত ব্যাথা।
৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
কিছু কুলি, মুজুর আওয়ামী লীগের উপরের স্তরে উঠে গেছে; বিএনপি'তে ছিল হারিছ চৌধুরী।
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: কুলি, মুজুর উপরের স্তরে উঠলেও কোন সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে বেশ কিছু অমানুষ বিভিন্ন রাজনৈতিক দলের উপরের স্তরে উঠে গেছে।
৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭
ক্যাকটাস বলেছেন: কিছু কুলি, মুজুর আওয়ামী লীগের উপরের
স্তরে উঠে গেছে;
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: কুলি, মুজুর উপরের স্তরে উঠলেও কোন সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে বেশ কিছু অমানুষ বিভিন্ন রাজনৈতিক দলের উপরের স্তরে উঠে গেছে।
৭| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
নতুন বলেছেন: হানিফ সাহেবের ঐটুকু মেধা নাই যে তিনি বুঝতে পারবেন যে কখন বাবা সন্তানের বিচার চায় না।
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ঠিক বলেছেন ভাই
৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১
মুজিব আলম বলেছেন: চাঁদগাজী আসলেই একটা সরস আওয়ামী মাল, এখানেও ওনি বিএনপিকে টেনে এনেছেন।
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: এর দায় কি শুধু আওয়ামী লিগের? বিএনপির কোন দায় নেই?
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
পদ্মা_েমঘনা বলেছেন: "বিচার তো দুরে থাক, কয়জনের হত্যাকারীদের ধরতে পেরেছে?"---বিচার করার সদিচ্ছা লাগবে তো!!!!