নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সফলতা প্রত্যেকের জন্য অপেক্ষা করে, যে চেষ্টা করে তার হাতেই ধরা দেয়।

ইসলাম সানু

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালূ -সুরা ফাতিহা আয়াত-১ ।

ইসলাম সানু › বিস্তারিত পোস্টঃ

বদলে যাবে বাংলাদেশ।।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৭

আসল কথায় আসি....
ভাই আমরা পুলিশ সরকারের গোলাম। জনগণের বন্ধু ও সেবক। পুলিশ দায়িত্ব পালনকালে মারা গেলে সহমর্মিতার বিনিময় অনেক সময় উল্টা পাল্টা মন্তব্য পড়ে খুব কষ্ট হয়। আমি পুলিশের ১০০/- ঝুঁকি ভাতা চাই। আর অন্যান্য বাহিনীর চেয়ে যদি পুলিশ বেশি ডিউটি করে থাকে তবে তার ওভার টাইম চাই। এতে বোধ করি কারো কোন আপত্তি থাকবেনা।
আরে ভাই চাঁদের ও কলংক আছে। পুলিশের ও কলংক কিছু থাকবেই। দুই একজন দূরনীতি গ্রস্থ পুলিশ সদস্যদের খারাপ কাজের কারণে সমগ্র পুলিশ বাহিনী কলুষিত হতে পারে না। পুলিশের অর্জন অনেক। ভালো কাজ করতে গেলে এমন কিছু নিন্দুকের মন্তব্য না থাকলে শত শত ইলেকট্রনিকস মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে যে?
আমরাও চাই নিন্দুক থাকুক এবং পুলিশের প্রতিটি কাজের সমালোচনা করুক। এতে করে আর যাই হোক অন্তত পুলিশের স্বচ্ছতার ও জবাবদিহীতা নিশ্চিত হবে। তাই আসুন পুলিশকে পর না ভেবে বন্ধু ভাবুন, সর্বোত্তম সেবা গ্রহন করুন। পুলিশকে খারাপ কাজে অসহযোগিতা করুন। দূরনীতি কে না বলুন না জেনে বাজে সমালোচনা বন্ধ করুন।
ধন্যবাদ ।।বাংলাদেশ পুলিশের জয় হোক।

ফেসবুক হতে সংগৃহীত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.