![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালূ -সুরা ফাতিহা আয়াত-১ ।
৭১ এর গণহত্যার ষ্ট্যাম্প প্যাড হচ্ছে ২৫ মার্চের রাত। আশ্চর্যজনকভাবে এ দিনটি দীর্ঘদিন আমাদের দৃশ্যপটের বাহিরে ছিল। খবরের কাগজের কিছু অতিরিক্ত কলাম আর বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে ৩/৪ মিনিটের কিছু প্রতিবেদন এই ছিল আমাদের দীর্ঘদিনের চর্চ্চা । ২৫ মার্চের রাতে পাকিস্তানের নরপিচাশ বাহিনী কতটা নারকীয়তা ও নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে আমাদের দেশে তা বিশ্ববাসীকে চোখে দেখিয়ে দিয়েছে। তারা চেয়েছিল ২৫ মার্চ-১৯৭১’এর রাতে এ দেশে কিছুই হয়নি । কিন্তু তা হতে দেয়নি তখনকার নামকরা পত্রিকা দৈনিক টেলিগ্রাফের সাংবাদিক সাইমন ড্রিংক । তার প্রতিবেদনের মাধ্যমে বিশ্ব জানতে পেরেছিল কি হয়েছিল বাংলাদেশে ২৫ মার্চের সেই রাতে । তিনিই ‘’তার “ট্যাংকস ক্রাস রিভল্ট ইন পাকিস্তান’’ নামক সেই প্রতিবেদনে বিশ্বের সামনে তুলে ধরেন নির্মন বাস্তবতাকে। তখন তার খবরে নড়েচড়ে বসে পুরো বিশ্ব। আজ এই দিনে আমি শ্রদ্ধা জানাই সেই সব লক্ষ্য শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এ অবস্থানে । আর ধিক্কার জানাই সেই জানোয়ারদের যারা সেই রাতে রক্তের হলি উৎসবে মেতে উঠেছিল।
©somewhere in net ltd.