নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

ভূতের মুখে রাম নাম!

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৫



বাংলাদেশ জামায়াত ইসলামির তৃতীয় আমির শপথ নিয়েছেন।কিন্তু যে বক্তব্য মঞ্চে দিয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে,তাতে আমার আক্কেলগুড়ুম হওয়ার যোগার। অনান্য দলের মত তারাও হয়ত কিছুদিন পর দলে মৌদুদিবাদের আদর্শ নেই বলে মিছিল মিটিং করবে!

আমির সাব তার বক্তব্যে একাত্তর এ নিহত আহত মুক্তিযোদ্ধাদের সমবেদনা জানিয়েছেন! সে সমবেদনা উনি জানাতেই পারেন।কিন্তু ভদ্রলোক এখানেই থেমে থাকেননি,উনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কেও শ্রদ্ধায় স্বরন করেছেন!শুধু বঙ্গবন্ধু কেই নয়,উনি প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাসানীর নামও নিয়েছেন।

প্রথম বার বিএনপির সাথে জোট বাধার পর আমি আমার এক শিবির বন্ধুকে প্রশ্ন করেছিলাম"দোস্ত নারী নেতৃত্ব তো হারাম, কিন্তু তোর দল এইটা কি করল?"
জবাবে আমার শিবিরিও বন্ধু বলেছিল"হজরত মো:সা: তো হুদাইবিয়ার সন্ধি ইয়াহুদি নাসারার দের সাথে করেছিল"।

একাত্তরে জামায়াত সরাসরি বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছিল।আপনি যদি ভেবে থাকেন তাহাদের শুভবুদ্ধির উদয় হয়েছে,আমি সেটা ভাবছি না।আমার ধারনা এটা জামায়াতের নতুন কোন চাল।তবে হ্যা রাজনীতিতে চালাচালি হবেই।আমার মনে হয় না জামায়াত কখনও বাংলাদেশ কে মেনে নিতে পারবে।

সবচে বড় কথা ঘোষনাটি তারা এমন সময় দিল যখন দেশে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আলাপ আলোচনা চলছে।এখন দেখার বিষয় প্রধানমন্ত্রির প্রতিক্রিয়া কি হয়।

ধন্যবাদ।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:



জামাতের ইতিহাস বলে, উহার ফাঁসী হবে

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: নাহ ভাই,ফাঁশি টাসি দেখলে আবার আমার কষ্ট লাগে।

২| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


"আমির সাব তার বক্তব্যে একাত্তর এ নিহত আহত মুক্তিযোদ্ধাদের সমবেদনা জানিয়েছেন! "

এদের সমবেদনা মুখে, কোমরে চুরি

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এই একটা দল,আজ থেকে ৫০ বছর আগেও তাদের সাপোর্টার যতগুল ছিল এখনও ততগুলই আছে! দল একটা বটে!

৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


" লেখক বলেছেন: নাহ ভাই,ফাঁশি টাসি দেখলে আবার আমার কষ্ট লাগে। "
-ওরা ইসলামের নামে মানুষ মেরে ঝুলার মত অপরাধ করে, এটাই ওদের ৭৮ বছরের রাজনীতি

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমি অধম বলিয়া সে কি উত্তম হইতে পারে না।

পাপ বাপ কেও ছাড়ে না।সবাইকে সবার কর্ম ফল ভোগ করতেই হবে।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: অপেক্ষায় থাকলাম প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া দেখার জন্য ।

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: হ্যা ভাই সেটাই।ধন্যবাদ।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৪

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: মুক্তিযুদ্ধ আমাদের গর্ব - আমাদের অস্তিত্বের শুরু। তাই এদেশে কোন গণতান্ত্রিক দলের নেতা নির্বাচিত হলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি সম্মান দেখাবে - এটাই তো স্বাভাবিক। এতে আকাশ থেকে পড়ার কি হল?

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার কথা ঠিক আছে।বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এক দলের নীতি আরএক দলের সাথে সাংঘর্ষিক।

এবং সম্ভবত জামায়াত এই প্রথমবার এমন কথা বল্ল।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৫

অেসন বলেছেন: জামাতকে সবার আগে মুক্তিযুদ্ধে তাদের অপকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জামাতকে বাংলাদেশে রাজনীতি করার মুল পূর্বশর্ত হওয়া উচিত এটা।

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অবস্যই ক্ষমা চাইতে হবে।এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত এইসব প্রেম তাদের দলের উল্টো ফল বয়ে আনতে পারে।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮

অেসন বলেছেন: @নির্ঝরের_স্বপ্ন, জামাতের কাছে কি মুক্তিযুদ্ধ গর্বের ? ভাবুন।

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অবস্যই ময়,আমার মতে।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮

অেসন বলেছেন: @নির্ঝরের_স্বপ্ন, জামাতের কাছে কি মুক্তিযুদ্ধ গর্বের ? ভাবুন।

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ডাবল!

৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর কত এসব নিয়ে বিতর্ক?

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বন্ধ হবে যেদিন জামায়াত একাত্তরে তাদের কৃত কর্মের জন্য ক্ষমা চাইবে/দলের নাম লেবাস পরিবর্তন করবে।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুক্তিযুদ্ধ বিরোধী কোন কিছুই গ্রহণযোগ্য নয়।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ফকির লালের একটা গানের লাইন মনে পড়ল"ধর্মের নামে ধান্দাবাজি এই শালারা বেইমান"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.