নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

আমরা কি পরিবহন শ্রমিকসংঘের কাছে জিম্মি হয়ে থাকব?

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৫২



বাংলাদেশে আবারো পরিবহন শ্রমিক এবং মালিক পক্ষ আন্দোলন শুরু করেছে।ওনাদের দাবি দাওয়া খুবই সরল।রাস্তায় গাড়িচাপা দিয়ে কাউকে মেরে ফেললে এটা স্রেফ দূর্ঘটনা হিসেবে নিতে হবে,কোন শাস্তির বিধান রাখা যাবে।এবং অতি দ্রুত ভূলে যেতে হবে।

আমরা আন্দোলন/অবরোধ প্রেমিক জাতি।পৃথিবীতে প্রতি মূহুর্তে এক হাজার আটশত জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হয়।বাংলাদেশে প্রতিদিন এক হাজার আটশত না হলেও এক শত আশি জায়গায় বিভিন্ন কারনে আন্দোলন /রাস্তা অবরোধ হয়।নিজের প্রয়োজন না থাকলে আমরা হাততালি দিয়ে সকল প্রকার উৎসাহ উদ্দিপনা প্রদান করত গুজব টুজব ছড়িয়ে সেটা বাড়িয়ে দিয়ে অন্যকে বিপদে ফেলার তালে থাকি,যেহেতু আমরা বাঙালী।




এদিকে বাংলাদেশের একমাত্র প্রথম নিরাপদ সড়ক আন্দোলন কর্মী "ইলিয়াস কাঞ্চন ' কে সব রকমের বাস ট্রাক স্ট্যান্ডে অবাঞ্চিত ঘোষনা করায় আমু আহত হয়েছি।এবং অনেক দিন পর আবারো ব্লগের কলম তুলে নিয়ে শুধু মাত্র নিজের দায়বদ্ধতা থেকে।জানি এখানে লিখে কিছুই হবে না।

আজ সরকারের কিছু ভূল সিদ্ধান্ত আমার পরিবহন সেক্টেরে নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে হচ্ছে।সরকার গাছের গোড়ায় পানি না ঢেলে পানি ঢেলেছে গাছের মাথায়।

হুট করে এমন এক আইন চাপিয়ে দিয়েছে যা শ্রমিক/মালিকেরা মানতে চাইছে না।

এখন আসুন একটু আলোচনা করি, কিভাবে গাছের গোড়ায় পানি ঢালতে হবে।

পরিবহন শ্রমিক মালিক কিছু আইন মানতে বাধ্য, কিন্তু আমরা সে আইন বাংলাদেশে স্ট্যাবলিস্ট করতে পারছি না,যেমন: গতি নিয়ন্ত্রণ, লেন ব্যাবহার,ওভারটেকিং,নির্ধারিত জায়গায় থামা ইত্যাদি।

রাস্তার পাশে আমাদের বাস থামিয়ে লোক ওঠা নামার জন্য এক্সট্রা লেন নেই,সো আমাদের মেইনরোডে বাস থামিয়ে লোক ওঠা নামা করতে হয়।যেহেতু ফুটপাথ পাতি নেতার তত্বাবধায়নে ভাসমান ব্যাবসায়ী দ্বারা দখল হয়ে আছে তাই আমাদের ও মেইন রোড ব্যাবহার করতে হয় হাটার জন্য।

স্পিড আইডেন্টিফায়িড গান এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে চালকে শাস্তি প্রদান করা যায় খুব সহজেই।

ছোট ছোট রুলস এন্ড রেগুলেশন স্ট্যাবলিস্ট করলে রাঘব বোয়ালের এমনিতেই চুপসে যাবে।

কিন্তু আমরা পারব না।কারন আমাদের আছে সরিষার মধ্যেই ভূত।আমাদের আছে সীমাহীন সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি সম্ভবনায় রুপান্তর করা যায় না???

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে আবারো পরিবহন শ্রমিক এবং মালিক পক্ষ আন্দোলন শুরু করেছে।
................................................................................................................
অবশ্যই যাত্রীর নিরাপত্তা দিতে হবে
এবং নির্দিষ্ট স্হানে থামতে হবে ।

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অপেক্ষায় রইলাম সেই সুদিনের।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪

সনেট কবি বলেছেন: পড়লাম

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কবি সাহেব পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: এর জন্য দায়ী সরকার।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: নূর ভাই দূঃখীত আমি আপনার সাথে একমত হতে পারছি না।সরকারের লিমিটেশন আছে।মিরপুর ১০ নম্বর গোল চত্বর আমার অফিস।২০% মানুষ ওভার ব্রিজ ইউজ করে।সরকার যেদিন পুলিশ অথবা রোভার স্কাউট এর বাচ্চারা নামে সেদিন ঠিকই সবাই ফুট ওভার ব্রিজ ব্যাবহার করে।আমাদেরও কিছু দায়িত্ব আছে।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

কে ত ন বলেছেন: সরকার বিএনপির আন্দোলন বাঘের মত দমন করে নিজের পুরুষত্ব জাহির করে, কিন্তু শ্রমিক নেতারা আন্দোলন করে জনগণকে হয়রানি করলে একদম বিড়াল বনে যায়। ঠোলা বাহিনীর দুই পায়ের ফাঁকে তখন আর ডান্ডা খুঁজে পাওয়া যায়না।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই এটা ফেসবুক নয় ব্লগ।এ ধরনের মন্তব্য ফেসবুকে মানায়।আমার কথায় মনে কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

হাবিব বলেছেন: সুবোদ তুমি ফিরে যাও আজ ক্ষমতাবানদের ঘরে।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৬

মলাসইলমুইনা বলেছেন: মন্ত্রী সাহেব বহাল তবিয়তে বেঁচে থাকার পরেও এতো বেত্তমিজি কথা কেউ বলে ? ছিঃ ছিঃ !!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কি করবো ভাই দেয়ালে পিঠ ঠেকেছে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.