![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
পরিণাম
মোঃহাসানূর রহমান রিজভী
এমন কেন হয়,
পুকুর জল শুকিয়ে গেলে
কাঁদা কেন রয়??
এমন কেন হয়?
পদ্ম পাতায় ব্যাঙের বাস
ভাসছে পোনা ভাসছে মাছ,
দেখলে আমায় সবাই তোরা
কেন পালিয়ে চলে যাস?
থাকবো না আর তোদের সাথে,
আড়াল নেব সাঝের মাঝে,
দেখবো তখন কাকে দেখে
সাহস খুজে পাস।
দেখবো তখন কাকে দেখে,
আনন্দেরই তুফান ছোটে
তোর মনেতে,তোর আকাশে
কে আবারো আপন করে
রাঙিয়ে দিয়ে যায়।
কে আবারো সন্ধ্যে হলে
জোনাক পোকার আলো এনে
ঝি ঝি গুলো চুপ করিয়ে
রজনীগন্ধার ঘ্রান আবেশে
মাতাল করে যায়।
এমন কেন হবে?
ধরায় আমি না থাকিলেও চন্দ্র -সূর্য রবে,
সন্ধ্যেবেলায় সন্ধ্যা তারা
আকাশ পানে দেখবে যারা,
সবাই তারা, ভাববে না কেউ
আমার কথা
থাকবো আমি অন্ধকারে,
অন্ধকারেই বাস।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৬
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদআপনার মন্তব্য এবং সুপরামর্শ দেবার জন্য।আমি আলোর মানুষ....
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৫৫
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আওনাকে ধন্যবাদ রাজীব নূর ভাই...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: থাকবো আমি অন্ধকারে,
অন্ধকারেই বাস।
......................................................................
জীবনটা আলোয় ভরপুর করুন সার্থক হবে ।