![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
রাত্রি যদি আসে কভু,
আমার ভূবন হবে অন্ধকার
পালিয়ে যাবে দিনের আলো
কাটবে জীবন বদ্ধতার।
চন্দ্র যদি উঠে কভু,
তারাদের ঐ আলপনায়
কিরন দিয়ে জ্বালিয়ে দিবে
তিমির রাত্রির জল্পনা।
সূর্য যদি উঠে কভু,
হারিয়ে যাবে অন্ধকার
ধুসর জীবন সজীব হবে
ভাংবে তালা বদ্ধতার।
০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১১:০৮
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।
০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১১:০৯
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনাকে অনেক ধন্যবা।
৩| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১১:১০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমি জানি,গারবেজ প্রসব করলেও আপনি উৎসাহদিতে ভালো বলবেন..... ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর