![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
সম্প্রতি পাঠ্য পুস্তকে কবি এবং কবিতার আন্তর্ভুক্তি ও বহিঃস্কার নিয়ে চারদিকে জোড় আলোচনা সমালোচনা চলছে। পুরাতন আমলের কবিদের বাদ দিয়ে বিদগ্ধ সমাজ নতুন কবিদের কবিতা পাঠ্য পুস্তকে পাঠ্য করার দাবি জানাচ্ছেন। সেই সুযোগে অনেকেই কিভাবে নিজেদের কবিতা পাঠ্যপুস্তকে আন্তর্ভূক্ত করবেন সে সব নিয়ে গবেষনায় নেমে পরেছেন, সেখানে আমাদের বাংলা ব্লগার কবিরা কেন পিছিয়ে থাকবেন?
সামহয়্যার ইন ব্লগের কয়েকজন বিশেষ প্রতিভাবান কবিদের নিয়ে আজকের এই ফিচার পাতা.........
মহাকবি মাইকেল মেহেদী
মহাকবি মাইকেল মেহেদী ২০০৭ সালের অক্টোবর মাসে সামু ব্লগে কবিতা লেখা শুরু করেছিলেন। অসাধারণ কাব প্রতিভার অধিকারী মহাকবি মেহেদী, ব্লগে ভুমিষ্ট হবার সাথে সাথেই ‘মহাকবি’ উপাধি প্রাপ্ত হয়েছিলেন আর আম ব্লগারগন ভালবেসে তাকে ‘গুরু’ সন্মোধন করতেন।
তার একটি বিখ্যাত কবিতার কিছু লাইন ......
পেঁক পেঁক
মোঃমেহেদী হাসান মেহেদী
পেঁক, পেঁক, পেঁক
আমরা সবে চলি,
সারি দিয়ে চলি।
পেঁক, পেঁক, পেঁক
চলি একে বেঁকে
চলি মোরা পুকুরে,
হেঁটে, হেঁটে, হেঁটে
পেঁক, পেঁক, পেঁক
খেলি আমরা সাঁতারে,
পেঁক, পেঁক, পেঁক
ডুব দিয়ে মাছ ধরি,
কেঁক, কেঁক, কেঁক
ছাড়ি আমরা সোনার ডিম।
পেঁক, পেঁক, পেঁক
তুলি ঝিনুক শামুক আর,
কেঁক, কেঁক, কেঁক
তবে তার ব্যক্তি জীবন সি আই এ স্পাইয়েরা অতিষ্ট করে ফেলছিল গুপ্তচরগিরি করে, এমনকি তার শ্বশুড়- শ্বাশুড়িকেও এই যন্ত্রনা দিয়েছে, সে নিয়ে কবি মাঝে মাঝেই গদ্য রচনার মাধ্যমে আপেক্ষ করতেন।
এই সংগ্রামি মহাকবি বর্তমানে সামুতে আর কাব্য চর্চা করেন না, সামু সমাজকে দুঃখের সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন।
'সুলতা এবং কবি এসএফকে৫০৫ ওরফে কবি শফিকুল:
কবি শফিকুল ইসলাম বাংলা কাব্য জগতের অন্যতম বিস্ফোরক, তার সৃষ্ট চরিত্র 'সুলতা' ছিল প্রবাদসম। কোথায় লাগে জীবনানন্দের বনলতা সেন, মানে সুলতার রূপ-গুনের কাছে বনলতা সেন ছিল বিলাইয়ের লেজের মতোই দূর্বল।
এ প্রসঙ্গে কাব্য সমালোচক ডঃ সৈয়দ এস আর কাশফি বলেছেন....
কবি শফিকুল ইসলামের কবিতায় তার কাব্য প্রেয়সী সুলতার যে নান্দনিক ও শৈল্পিক সৌন্দর্য খুঁজে পাওয়া যায় তা সামগ্রিক ও কাব্যময়। কবি জীবনানন্দ দাসের বনলতাসেনের মতো কোন খন্ড চিত্রকল্প নহে। বর্ণনা এখানে সফল, কাব্যময় এবং জীবন্ত। জীবনানন্দদাস বনলতা সেনের মুখশ্রী ও চুলে কাব্য সৌন্দর্য্য খোঁজে ফিরেছেন। যা নিতান্তই খন্ড চিত্র। যেমন তিনি বলেছেনঃ--
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য"...
এখানে বনলতা সেনের সফল সৌন্দর্য বর্ণনা আমরা খোঁজে পাইনা। প্রায় অন্ধকারের মত তার চুল দেখার ঝাপসা আকুতি ও কাল্পনিক শ্রাবস্তীর মতো তার মুখের আদল। অন্যপক্ষে সুলতা প্রসঙ্গে কবি শফিকুল ইসলামের কাব্যময় উচ্চারণঃ--
"সুলতা, তুমি আমার
বাগানের মধ্যে সদ্য প্রস্ফুটিত
তাজা গোলাপদেখার অনুভূতি
আসলে কবি শফিকুলের সৃষ্টি 'সুলতা' কাব্য এতই ব্যাপক এবং বিস্তৃত যে এটা নিয়ে বলতে গেলে আলাদা পোস্টেরই দরকার হয়। ওনাকে নিয়ে জনপ্রিয় ব্লগার আলিম আল রাজির এই পোস্টটাই বরং পড়ে নিন...অনুশিলনীঃ সুলতা।
জাতিস্মর এবং ভুত বিশেষজ্ঞ কবি প্রদীপ হালদার:
প্রদীপ হালদার ভাই একাধারে একজন কবি এবং ভুত বিশেষজ্ঞ! আরও একটা পরিচয় আছে তার, তিনিই বাংলা ব্লগের একমাত্র জাতিস্মর। উনি জানিয়েছেন এখন ওনার চতুর্থবার মানব জন্ম চলছে।
ভুতের অস্তিত নিয়ে তার আছে ১৬ খন্ডের সিরিজ পোস্ট এবং বেশ কিছু কবিতা।
ভুত এবং ভুতে ধরা নিয়ে তিনি বলেন............
“ আমি এবং আমার শরীর শ্বাস প্রশ্বাস বন্ধনে বাঁধা থাকে। শ্বাস প্রশ্বাস বন্ধন ছিন্ন হলে আমি এবং আমার শরীর আলাদা হয়। আমার শরীরটাকে সবাই দেখতে পায়। কিন্তু "আমি"-একে কেউ দেখতে পায় না। "আমি"-এর অস্বিত্ব রয়েছে। কারোর দেখা বা না দেখার ওপর "আমি"-র অস্তিত্ব নির্ভর করে না। শ্বাস প্রশ্বাস বন্ধন ছিন্ন হওয়ার অর্থ হলো মৃত্যু। মৃত্যুর সাথে সাথে শরীর এবং "আমি"-র আলাদা হয়ে যাওয়া। এই "আমি"-ই হলো ভূত। "আমি" অন্য মানুষের শরীরে ঢুকতে পারে,কিন্তু যুক্ত হতে পারে না। কেননা মানুষের শরীরে আগে থেকেই "আমি"আছে। সেই "আমি"-কে সরিয়ে মৃত্যুর পরের "আমি" সেখানে থাকতে পারে না। ফলে কিছু সময়ের জন্য মৃত্যুর পরের "আমি" সেখানে থাকলেও পরে তাকে শরীর ত্যাগ করে চলে যেতে হয়। এটাই ভূতে ধরা।“
প্রদীপ ভাই শুধু ২০১২ অক্টোবর মাসে ১০০ টি কবিতার পোস্ট দিয়ে সেঞ্চুরি করেছিলেন!
আশাকরি তার কবিতা লেখার এই গতি অব্যাহত থাকবে।
হিপ্নোথেরাপিক কবি আফতাব হোসেন:
বাংলা কাব্য জগতের নতুন ভাষারীতির প্রবর্তক হিপ্নোথেরাপিক কবি আফতাব হোসেন ব্লগে পদার্পন করেন ২০১১ সালে । কবিতা লেখার পাশাপাশি তিনি হেকিমি চিকিৎসাও করেন। তার মতে হিপ্নোথেরাপি দিয়ে শতকরা ৮৫ ভাগ মানুষকে স্বাভাবিক করে তোলা সম্ভব।
তিনি বলেন "দাঁত হলুদ হয়ে গেলে সবারই বাদামী টাই পরা উচিত।" তবে মেয়েদের দাঁত হলুদ হলে তারা শাড়ি বা কামিজের সাথে কিভাবে হলুদ টাই পরবেন সেই বিষয়ে কবি নিরব।
সমাহোয়্যার ইনে কবি আফতাব হোসেনের আছে বিশাল ফ্যান গোষ্টী, আর নতুন যারা এখনও কবির কবিতা পড়ার সৌভাগ্য অর্জন করেননি তাদের জন্য একটা কবিতা শেয়ার করলাম......
"চন্দের জাডুকড় কবি আফতাব হোসেনের য়োনলাইন কভিতা"
রাচতাঘুলো আলকাতরাড় রংঘে সঙ সাজে
টিমিমাচ খেতে মঝা ভেজে ভেজে।
টাণ্ডা বাহতাষ গুমিয়ে পরেছে কবরে
পুকুউরে চুনামির টোলপার বোয়ালেড় বিয়েড় খভব্রে
পুকুউর ঘাঠে বাগের বাড়ি
বোয়ালেড় সাথে তার মহা আড়ি ।
জল কাহদে পোজাপতিড় গোফে
চাদ গুমে ঢলে পরে মুড়গিড় খোপে ।
মাম্মা মুসাফির:
মায়াবী মাম্মা কবিতার জনক মাম্মা মুসাফির ব্লগ লেখা শুরু করেন সালে। নিজেকে 'কঠিন চিজ' হিসাবে পরিচয়দানকারি মুসাফির ব্লগ লিখছেন ১ বছর ১০ মাস যাবত।
পুরানো ঢাকার ব্যবসায়ী মুসাফির মাম্মা কবিতা লেখার পাশাপাশি "গিয়ানি মাম্মা' দলের মহাসচিব। এই দল নিয়ে তিনি ভোটে দাড়াতে চান এবং দেশ ও জাতির সেবা করতে চান।
নিজের সুন্দর চেহারার প্রতি বিমুগ্ধ মুসাফির মাম্মার একটি কবিতা.......
মাম্মা স্টাইল
কোপা মাম্মা স্টাইল
রত্না মাম্মীর বাসায় গেসি
পুরান ঢাকায় বাড়ি
রত্না মাম্মি পিন্ধে কইলাম
টুকটুক্কা লাল শাড়ি
রত্না মামীর পুলা আমায় কইতেয়াসে বাবা
শুইনা আমি টাসকি খাইসি হইতেয়াসি হাবা
হে ও মাম্মা মাম্মী
হোপ ওপ হোপ ওপ হোপ
হে ও মাম্মা মাম্মী
হোপ ওপ হোপ ওপ হোপ
কোপা মাম্মা স্টাইল
(এই অংসে নাচুম, তুম্রাও নাইচো মাম্মারা)
অনুপম অনুষঙ্গ /শফিক আফতাব:
শুধু সামহোয়্যার ইন ব্লগ নয় পুরো বাংলা ব্লগের বর্তমানের সব চাইতে 'দ্রুত গতির' কবি অনুপম অনুষঙ্গ বা শফিক আফতাব ভাই।
এই স্পিডি কবি এই ব্লগে কবিতা লিখছেন ৫ মাস এক সপ্তাহ যাবত।
চলতি মাসে শফিক ভাই কবিতা পোস্ট করেছেন ৭৭ টা, মার্চে ১১১, ফেব্রুয়ারীতে ৭৪, জানুয়ারীতে ৫৪!
শফিক ভাইয়ের অসংখ্য কবিতার মাঝ থেকে আপনাদের জন্য একটি.......
দেখতে মনে হয় ধোয়া তুলশিপাতা
বিশুদ্ধ গাইয়ের দুধ খেয়ে মানুষ, আর সতী মায়ের সোনার সন্তান ;
অথচ রাতের অন্ধকারে চোরের মাল ভাঙেন,
নগ্ন হন যত্রতত্র, দুষিত বীজে সয়লাব করেন উরুপথের গলি ;
তিনি আমাদের মান্যবর,
কাণ্ডারী,
তাকে স্যালুট করি, করতে হয় ;
ব্যবহার যে বংশের পরিচয় !!
অনুপম অনুষঙ্গ ভাই এই গতিতে কবিতা লিখতে থাকলে নি:সন্দেহে এটা বাংলা ব্লগে একটা রেকর্ড তৈরি হবে 'কবিতা' রচনার ক্ষেত্রে।
ভাই আরও কবিতা লিখুন, এই কামনা করি।
এখন যাদের কথা লিখবো তারা প্রকৃতপক্ষেই সামহোয়্যার ইন ব্লগের রম্য কবিতা লিখিয়ে। কবিতাও যে এমন মজা করে লেখা যায় আর 'মজা' করতেও যে অনেক ক্রিয়েটিভিটি লাগে তা তাদের লেখা না পড়লে বোঝা যাবে না।
পাহাড়ের কান্না:
পাহাড়ের কান্না ওরফে পাকা' সামুর জনপ্রিয় 'ফিচারিং' কবিতা ধারার অন্যতম কবি। মূলত: বিবাহ বিরহে ব্যাকুল হয়ে পাকা একের পর এক রচনা করে গেছেন অনবদ্য সব ফিচারিং কবিতা। তার লেখা পাকা ফিচারিং কাজী নজরুল কিংবা পাকা ফিচারিং রবীন্দ্র নাথ ছিল রীতমত ধ্রুপদী সাহিত্য। দেখুন পাকা ফিচারিং ফররুখ আহমেদ........
বাসর সাজাইতে কত দেরি আঙ্গুরী?
আজো তোমার বাবা প্রেম বুঝে না, আছেন রেগে,
দেখা মাত্রই দৌড়ায় একশো মাইল বেগে।
আমিও দৌড়াই পায়ের চপ্পল খুলে
তুমি তাকাইলেই, আমি সব যাই ভুলে,
অন্ধকার ঘরে জাগে শূন্যতা ঘেরি,
বিড়াল মারিতে কত দেরি আঙ্গুরী?
বাসর সাজাইতে কত দেরি আঙ্গুরী।।
দীঘল রাতের শ্রান্ত সফর শেষে।
আজো ঘুমাইতে হয় কোল বালিশ ঘেষে।
এ কি স্বপ্ন নিয়া খেলিলো তোমার বাপ?
তোলে মর্সিয়া ব্যাথিত দিলে বাড়িলো নিন্মচাপ।
অস্ফুট হয়ে ক্রমে ডূবে যায় জীবনের তরী,
তুমি তাকাইলেই, আমি সব যাই ভুলে,
সম্মুখে তোমার পাষান বাপ আমার দুই কান ধরি।
কাঠের খাঁচা:
কাঠের খাঁচা মূলত 'খোচাঁ' সিরিজ লিখলেও কবিতায় তার দখলও কম ছিল না। কাঠের খাঁচার কবিতায় রেসিপি দেখুন........
ঘন ডাউল উইথ ডিম ভুনা
দেখবে ডাউল পড়বে লোল
নয় ইহা মুরিগির ঝোল
ইহার নাম ডাউল ভুনা
সাথে ডিম ফানা ফানা
ডাউল কেমতে বানামু
এইডা আমরা জানি
না জানলেও কইতে আছি
লাগবো পরথম পানি
পানির মইদ্যে ধোয়া ডাউল
করতে অইব সেদ্দ
লবন আগে দিয়া দিলে
হইবা বোকার হদ্দ
পানি বেশি দিওনা
হইবনা ডাউল ভুনা
অল্প পানিত সেদ্দ করি
বানামু মোরা খানা
ডাউল সেদ্দ হই গেলে
দেও সেরম ঘুটা
দেইখ আবার খাইওনা
গরম ডাউলের ছিটা
এইবার মনু লবন দেও
দেও হলুদ অল্প
আমার দিকে চাইওনা
পরে করুম গল্প
বাগাদ না দিলে
ষোল আনাই মাটি
গরম তেলে পিয়াজ ভাজি
ডাউল হইব খাটি
ডাউল ভুনা হই গেল
ডিম আছে বেশ
ডিম ভাঙ্গি ছাড়ি দিলেই
কাজ কাম শেষ
ডাউল যখন উৎরাই
হই যাইব ভুনা
হের মইদ্যে ডিম ছাড়িও
ডিম হইব ফানা ফানা
গরম কফি:
গরম কফি ভাইকে অবশ্য শুধু মাত্র কবি বলা যাবে না, তিনি ছিলেন মাল্টি পারপাস লেখক। তিনিই একমাত্র ব্লগার যে তার সকল লেখার স্বত্ব পাঠককে দিয়ে দিয়েছেন অবশ্য স্বত্ব নিয়া একাধিক পাঠকের মধ্যে মারামারি-হাতাহাতি হলে দায় কে নেবে সে বিষয়ে কবি যথারীতি নিরব। অনলাইনে ঘরে বসে টাকা কামানো নিয়ে একটা কবিতা দেখুন.......
এতো টেকা দিয়া কি করবাম ? কারে খাবাইবাম ?
মাউস তুমি এতো কাজের
ঝানিতাম না আগে !!
তাইতো এতো দেরি হলো
পাইতে নিজের ভাগে
ক্লিকে ক্লিকে টেকাই-টেকা ,
কাহিল গুনতে গুনতে
মুখের ছ্যাপও শুকায় গ্যালো,
টেকা গুনি ক্যামতে ?
ওমুক সাইটে টেকার গাট্টি,
তমুক সাইটে বস্তা
নেটে টেকার কামাই হপে,
আছে অনেক রাস্তা ।
জানু ভাইরা দেখায় সে-সব,
রেফার করে লিং !!
আবুল - কুদ্দুস ঘুরে ঘুরে
দেখে গাধার শিং !!
আমি আবুল গরম কফি
চাইনা এতো টাকা
কারন আজও আছি একা
মনের দুয়ার ফাকা
এতো টেকা ও জানুভাই
খরচ করবাম ক্যামনে?
যদি থাকে কাজিন সিসটার,
তাদের আনেন সামনে
তাদের সাথে করতে ডেটিং,
হপে টেকার দরকার
তখন দিয়েন রেফারেলের-
ধান্দাবাজির কারবার
না থাকলে সিসটার-কাজিন,
পিলিজ লাগে থামেন
ছাড়েন ব্লগে ধান্দা কারবার,
সিধা রাস্তা মাপে
পাহাড়ের কান্না, কাঠের খাঁচা, গরম কফি এরা তিন জনাই ২০১১ সালের পর থেকে ব্লগে একদমই অনিয়মিত হয়ে গেছেন, যার কারনের পরবর্তী সময়ের ব্লগাদের কাছে এই দুই প্রতিভাকে অচেনা ঠেকতে পারে।
পাকা, গক এবং কাখা কে ফিরে আসার আকুল অনুরোধ জানানো হলো.....
..............ডেস্ক রিপোর্ট, হাউকাউ পার্টি।
৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৪
রেজোওয়ানা বলেছেন: ফেইসবুকে কবির একটা অনলাইন কবিতা শেখানোর ইসকুল আছে, সেখানে ভর্তি হয়ে জান
২| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: আরও কয়েকজন কবি আছেন, বেশ ভাল লিখেন তারা।
৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৬
রেজোওয়ানা বলেছেন: আর কে কে ছিল বলেন তো! মনে করতে পারছি না! বয়স হইসে তো স্মৃতিরা বিশ্বাসঘাতকতা করছে
৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩২
রেজোওয়ানা বলেছেন: আরো কয়েকজন কাব্য প্রতিভার বায়োগ্রাফি দিবো ভাবছিলাম, তবে ভুয়া গ্রামীন ফোনের ততধিক ভুয়া নেট স্পিডের কারণে বস'দের লিংক গুলো খুজে বের করতে সময় লাগছে!
৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৯
রেজোওয়ানা বলেছেন: তুমি একটা অকর্মন্যের ঝাড়, আমড়া কাঠের ঢেকি.......যাও বিতারিত হও :-<
৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রদীপ হালদার দা'র সাথে প্রথম পরিচয় টা ইন্টারেস্টিং ছিলো।
একজন স্বীকৃত জাতিস্মরের লিখা পড়ার মজাই অন্যরকম ছিলো।
এখন বোধ হয় উনি লেখার ধরন পালটে ফেলেছেন।
শফিক আফতাব কবি'র বোধ হয় ৮/১০ টি কবিতার বই বেরিয়েছে। উনি কি উনার পুরানো কবিতাই দেন, না নতুন লিখেন, জানা হচ্ছে না।
আফতাব হোসেন কবি'র নাম ও সামুর পৃষ্ঠাজুড়ে থাকে। বাকিজন কে পড়িনি।
৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৮
রেজোওয়ানা বলেছেন: শফিক আফতাব ভাইয়ের আরেকজন প্রতিদ্বন্দী আছেন, তাজা কলম ভাই! কবিতার সংখ্যা সমানে সমান, তবে নেট স্লো হবার কারনে খুজে বের করতে পারছি না! শফিক ভাইয়ের তো কমপক্ষে ৫০ টা কবিতার বই থাকার কথা
৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৯
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: জানা হলো
ভাল থাইকেন
৩০ শে মে, ২০১৩ রাত ১১:২১
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ
৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪২
লেখোয়াড় বলেছেন:
হা হা হা হা হা
অনেক হাসলাম, অনেক হাসালেন।
ভাল আছেন রোজেয়ানা??
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩২
রেজোওয়ানা বলেছেন: কেমন আছি বুঝতে পারছি না! তবে আজকে মনে হয় একটু "আউলা" আছি
আপনি ভাল তো?
৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আমিতো অনুপম অনুষঙ্গ /শফিক আফতাব'র মারাত্মক ফ্যান
মাম্মারটাও মজার।
শুধু জিপি কে দোষ দিয়ে লাভ নাই। বিলায়নেও সমস্যা হচ্ছে রেজোওয়ানা আপু ||
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন: আমি ব্লগে এসেই সাধারণত 'সকল পোস্ট' ট্যাবে থাকি! শফিক ভাইয়ের পোস্ট 'সকল পোস্ট' ট্যাবের ১, ২, ৩ ইত্যাদি সকল পাতায় দেখতে পাই!
আমিও ওনার ফ্যান হয়ে যাচ্ছি মনে হয়! দোয়া করি গিনিস বুকে উনি বাংলাদেশের নাম অন্তর্ভূক্ত করতে সহায়তা করতে পারবেন!
বলুন আমিন।
৮| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৭
যুবায়ের বলেছেন: পুরাই ফাটাফাটি পোষ্ট...
বহুৎ মজা পাইলাম..
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৭
রেজোওয়ানা বলেছেন: কবিতা পরে মজা পান!!
আপনি তো বিদগ্ধ পন্ডিত হতে পারবেন না যুবায়ের ভাই
৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৮
হাসান মাহবুব বলেছেন: রেজুমাম্মা, সুলতার কবি শফিকুলকে ভুইলা গেলেন কেমনে!
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪১
রেজোওয়ানা বলেছেন: ভুলি নাই হামা মাম্মা, ভুলি নাই! নেট চরম স্লো হবার কারণে বসের ব্লগ লিংক আর রাজির পোস্টটা খুজে পাচ্ছিলাম না!
সুলতার কথা কি ভোলা যায় বলো? :>
১০| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫০
আরজু পনি বলেছেন:
বাস্তবিক পক্ষেই ইহা একটি হাউকাউ পার্টি প্রযোজনা বলিয়াই প্রতিভাত হইতেছে
৩১ শে মে, ২০১৩ রাত ১:৪৩
রেজোওয়ানা বলেছেন: হে হে হে
বলছেন তাহলে মডু দিদি?
১১| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫১
সায়েম মুন বলেছেন: মাইকেল মেহেদী আর কপি আপটাব কে চিনলাম। বাকী দুজনকে নতুন করে জানলাম।
৩১ শে মে, ২০১৩ রাত ১:৪৫
রেজোওয়ানা বলেছেন: অবশ্যই প্রদীপ হালদার ভাইয়ার ১৬ খন্ডের 'ভুতের অস্তিত্ত্ব' সংক্রান্ত পোস্ট গুলো খুব মনোযোগ দিয়ে পড়বে!!
১২| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৩
সায়েম মুন বলেছেন: কবি শফিকুলকে মনে নেই। সেই ঐহিহাসিক সুলতা চরিত্রের আর্টিস্ট।
৩১ শে মে, ২০১৩ রাত ১:৪৭
রেজোওয়ানা বলেছেন: মনে ছিল, কিন্তু ঘোড়ার ডিমের জিপির নেট এমন স্লো যে উনার ব্লগের লিংক খুজে বের করতে পেরেশান হয়ে যাচ্ছিলাম! আর একবার পোস্ট মোটামুটি লেখা হয়ে গেলে সেটা পাবলিশ করার জন্য হাত সুরসুর করতে থাকে।
এড করছি তো সুলতাকে!
তুমি দেখি সুলতার কঠিন ফ্যান......হে হে!
১৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৩
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
আপনার কারনে কিছু বিখ্যাত কবিদের সাথে পরিচয় হল
অনুপম অনুষঙ্গ আমার তো মনে হচ্ছে উনি গিনেজ বুকে নাম লিখাতে পারবেন উনার জন্য শুভকামনা
৩১ শে মে, ২০১৩ রাত ১:৫০
রেজোওয়ানা বলেছেন: আসুন আমরা প্রর্থনা করি, শফিক ভাই তার কবিতা লেখা এবং ব্লগে পোস্ট করার গতি অব্যাহত রাখুন, গিনিস বুকে নাম উঠিয়ে দেশ ও ব্লগের নাম উজ্জ্বল করুন
১৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ড়াষেড ভাই রে বাদ দিলেন কেন ?
৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৩
রেজোওয়ানা বলেছেন: ধুর মিঞা, রাশেদ ভাই কি কবি নাকি!!
রাশেদ ভাই, নাভানা ইঞ্জিনিয়ার প্রিন্স ভাই এদের নিয়া আলাদা পোস্ট দেবো সময় করে!!
১৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৮
এস বাসার বলেছেন: জটিল পোস্ট! সামুর কবিদের প্রতিভা স্মরনকালের সব রেকর্ড ভেংগে ফেলেছে
৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৭
রেজোওয়ানা বলেছেন: অসাধারন প্রতিভা বিশেষ করে কবি আফতাব, পাহাড়ের কান্না, মুসাফির মাম্মা!
পুংটামি করার জন্যও বিশেষ ক্রিয়েটিভিটির দরকার হয়
আর শফিক আফতাব এবং প্রদীপ হালদার ভাই হলো ব্লগের কমপ্লান বয়, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এনার্জির বিষয়ে
১৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৯
চুক্কা বাঙ্গী বলেছেন: মহাকবি মাইকেল মেহেদী'র পেঁক পেঁক পরে তো নিজের খুচরা কবিতার উপর ঘেন্না ধরে গেল। আহা!! কি অসাধারন ছন্দ!! ধন্য হয়ে গেলাম।
৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৯
রেজোওয়ানা বলেছেন: আহা, বেরসিক মডু গুরুকে ব্যান করে দিল!
নইলে দেখতেন কবি গুরুর সেকি প্রতিভা।
৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৯
রেজোওয়ানা বলেছেন: আহা, বেরসিক মডু গুরুকে ব্যান করে দিল!
নইলে দেখতেন কবি গুরুর সেকি প্রতিভা।
১৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:১২
ইনকগনিটো বলেছেন: ফ্যান্টাস্টিক সিক্স এর ক্যাপ্টেন কিন্তু কবি আফতাব হোসেন। উনারে ক্যাপ্টেন দিতেই হবে, আপু।
কঠিন পোস্ট!
৩১ শে মে, ২০১৩ রাত ২:০১
রেজোওয়ানা বলেছেন: এখন ফ্যান্টাস্টিক সেভেন হইসে, এক এক করে বস'দের কথা মনে পরবে আর ফ্যান্টাস্টিকের সংখ্যা বাড়তে থাকবে।
তবে আপনার কথাই ঠিক, ক্যাপ্টেন আসলে কবি আফতাব আর গুরু হলেন গিয়ে মাইকেল মেহেদি
১৮| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৭
নোবিতা রিফু বলেছেন: নামীদামী কবিদের ভিড়ে আমার মতন উদয়িমান কবির কোবতে চাপা পইড়া গেছে... জাউজ্ঞা তাও লিঙ্ক দিয়া গেলাম... :-<
Click This Link
৩১ শে মে, ২০১৩ রাত ২:০৬
রেজোওয়ানা বলেছেন: শোনেন হে রিফু, শুধু এই একখানি কবিতা রচনা করিয়াই ফ্যান্টাস্টিক ফাইভে জায়গা পাওয়া যাইবে না! আপনাকে আরও আরও কাব্য চর্চা করিতে হইবেক
১৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: রেজু, আমি কইলাম মাম্মা পার্টির মেম্বার । ওপ ওপ ওপ গ্যাংনাম ইস্টাইল মুসাফির মাম্মা আমগো লীডার । আর আমগোর প্রিয় মামী হইলেন পুরান ঢাকার রত্না মামী । মামী কিন্তু আমগোরে বিরানী খাওয়ায়, হুম ।
আর আমাদের মহান ষাড়, যারে আমি অনুষাড়ইত করি সেই ঘাগু মহাকবি আফতাব হোসেইন এর পাঁড় বক্ট কইলাম আমি ।
প্রতিদিন সামুতে বন্যার পানির লাহান কবিতা প্রসবকারী কবি শফিক আফতাব ভাইয়ের কুনু কবিতা এহনো পড়ি নাই । এই কবিসাবের প্রতিভা আবিষ্কারের লাইগা রেজু আপুরে ইশপেশাল ধইন্যা ।
৩১ শে মে, ২০১৩ রাত ২:০৮
রেজোওয়ানা বলেছেন: মামুন ভাই, মুসাফির মাম্মা আমারে উনার দলের প্রচার সম্পাদকের পদ দিবে বলছে, তাই সব জায়গায় মাম্মার প্রচারণা চালাইতেছি! আর কবি আফতাবের তো আমি সেই প্রাচীন আমলের ফ্যান!
উনার পছন্দ লটকন ফল, আমারও
২০| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৫
আপেল বেচুম বলেছেন: মহাকবি মাইকেল মেহেদি আর হিপ্নোথেরাপিক কবি আফতাব হোসেনকে অনেক মিস করি । এরা নাই বলেই তো ব্লগের এই বেহাল দশা ...........
৩১ শে মে, ২০১৩ রাত ২:১২
রেজোওয়ানা বলেছেন: ঠিক বলসেন! মহাকবি মাইকেলের পোস্টে মন্তব্য করা ছিল বিশাল এক আনন্দের ব্যাপার, বস যা সব রিপ্লাই দিতেন.....আহা, সামুর সেই সব মজার দিন গুলো
আফতাব স্যার মনে হয় ব্যস্ত এখন।
২১| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৫
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , আমার সেই বিখ্যাত কবিতা গেল কই
বল বীর
প্রিয় কবি মামমা মুসাফির
মজা পেলাম ।
৩১ শে মে, ২০১৩ রাত ২:১৪
রেজোওয়ানা বলেছেন: আরে আপনিও তো একজন প্রতিভা!
"বল বীর
প্রিয় কবি মামমা মুসাফির"
কি কবিতা, ওয়াহ..
২২| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩০
বিডি আমিনুর বলেছেন: সামুর আর একজন বিক্ষাত কবি হচ্ছেন ''পরিবেশ বন্ধু''
উনি ৯ মাসে ২৯৪ খান পোস্ট প্রসাব করেছেন !!
যার অধিকাংশ কবতে।
উনি প্রতিটি কমেন্টও কাব্য আকারে করে থাকেন।
কিন্তু ইদানিং উনাকে দেখতে পাচ্ছিনা
৩১ শে মে, ২০১৩ রাত ২:১৫
রেজোওয়ানা বলেছেন: পরিবেশ বন্ধু......হু, ব্লগারদের প্রবল দাবির মুখে উনাকি দেখছি ফ্যান্টাস্টিক ফাইভে নিয়ে আসতে হবে!
প্রতিভারা মাঝে মাঝে এমন বিশ্রাম নেন
২৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
আপনার কারনে কিছু বিখ্যাত কবিদের সাথে পরিচয় হল
অনুপম অনুষঙ্গ আমার তো মনে হচ্ছে উনি গিনেজ বুকে নাম লিখাতে পারবেন উনার জন্য শুভকামনা
৩১ শে মে, ২০১৩ রাত ২:১৮
রেজোওয়ানা বলেছেন: নকল করে মন্তব্য করার জন্য আপনাকে এক্সফেলড করা হলো
২৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রেজোয়ানা আপু!!! মাইরা ফালান!!!!!!! হাহাহাহাহাহা
দীর্ঘদিন পর এত নিখাদ বিনোদন পাইলাম।
পেঁক, পেঁক, পেঁক, পেঁক, পেঁক, পেঁক
নাহ! আমি শুধু ফ্যান না, এসিতে পরিনত হয়েছি। !!!!!!!!!
৩১ শে মে, ২০১৩ রাত ২:২০
রেজোওয়ানা বলেছেন: সাবধান কিন্তু, উনার পেছনে সব সময়ে সিআইএ আর কেজিবির এজেন্টরা লেগে থাকে। বেশি 'এসি' হয়ে গেলে পরে আবার তোমাকে ধরতে পারে
২৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: ব্লগের বর্তমান 'গ্লো~বাল' হারটথ্রব কবি 'পরিবেশ বন্ধু 'র কথা কেউ মনে না করায় দিলে খুব চোট পাইতেছি । কবিতার পাশাপাশি তিনি উদ্ভট মন্তব্যের জন্য বিশেষ খ্যাত ।
তিনি লাস্ট পোস্ট দিয়েছেন ১৫ই মে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে । (কবি নজরুলের জন্মদিন ২৫ শে মে) ।
৩১ শে মে, ২০১৩ রাত ২:৩৭
রেজোওয়ানা বলেছেন: মামুন ভাই, পরিবেশ বন্ধুকে আপনি বা আমি হয়তও মজা করে পোস্টে নিয়ে আসবো। কিন্তু সবাই এতে আসলে 'মজা' পাবে না, এরা সব কিছুতেই ষড়যন্ত্র টের পায়।
নীচের মন্তব্য দেখেন।
অনেকদিন পর মজা করবো ভেবেই এই পোস্ট দিলাম, আমি সাধারনত এমন পোস্ট দেই না। মেজাজটাই খারাপ হয়ে গেলো দেখে.....
২৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: আমি তো সিরিয়াস পোষ্ট ভেবে উঁকি ঝুঁকি দিলাম ! এত মহা সিরিয়াস পোষ্ট !
উইকেন্ড কে মহিমান্বিত করে দিলেন এই পোষ্ট দিয়ে এজন্য আপু আপনাকে বিশাল ধইন্যা
কবি শফিকুলের সুলতা কাব্যের সাথে পরিচিত ছিলাম আগেই।
মাম্মা মুসাফির , আফতাব সাহেবের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলেও বাকি রাত মনে হয় আমার -
পেঁক, পেঁক, পেঁক
তুলি ঝিনুক শামুক আর,
কেঁক, কেঁক, কেঁক
করতে করতেই যাবে ।
তবে মুসাফির মাম্মা রক্স -- হোপ ওপ হোপ ওপ হোপ
৩১ শে মে, ২০১৩ রাত ২:৪০
রেজোওয়ানা বলেছেন: কবি আফতাব তো বস! বসের মেইন নিকের কবিতা অসাধারন, সামুর বেস্ট পাঁচজন কবিদের মধ্যে একজন
আর মুসাফির মাম্মা আসলেই রক্স!
কোপা মাম্মা স্টাইল
২৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫৫
তৌফিক জোয়ার্দার বলেছেন: পুরাই উরাধুরা পোস্ট। জোস্ জোস।
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৩০
রেজোওয়ানা বলেছেন: উরাধুরা কবিদের নিয়ে পোস্ট তো তাই এমন উরাধুরা লাগছে!!
থ্যাংকস তৌফিক ভাই
২৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:০৪
কয়েস সামী বলেছেন: wow!
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৩১
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস সামী ভাই।
শুভ দিন
২৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:০৬
মামুন রশিদ বলেছেন: পরিবেশ বন্ধু'র এই পোস্ট টি পড়ুন, নগদ বিনুদুন ।
আমি তার বিদ্রোহী কবিতার একজন গবেষক দার্শনিক / না কোন ডক্টরেড উপাধি লাভ করিনাই , তবে তার গভিরতা কতটুকু তাত্ত্বিক সামান্য উপমা
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪
রেজোওয়ানা বলেছেন: হা হা হা হা
কবির জন্মদিন ভুলে ১৫ তারিখ দিয়ে ফেলছেন! ভাইয়ার স্বীকারোক্তি.....
"প্রাকৃতিক দুর্যোগ , সাভার ট্র্যাজেডি আমাদের জাতীয় চেতনা
আর সংস্কৃতির উপর বিরূপ প্রভাব ফেলল । এসব আর এখন মনে থাকেনা!"
এটা মিস করেছিলাম!
অনেক ধণ্যবাদ মামুন ভাই
৩০| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা হাউকাউ পার্টি হবে!
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন: পুরাই হাউ হাউ মাউ খাউ পার্টি
৩১| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২২
ফালতু বালক বলেছেন: বাসর সাজাইতে কত দেরী? আঙ্গুরী!
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪০
রেজোওয়ানা বলেছেন: বিড়াল মারিতে কত দেরি আঙ্গুরী?
৩২| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: জ্ঞান পেলাম। আরও কিছু নাম অভিজ্ঞরা দিয়ে জীবনের অপূর্ণতা পূর্ণ করার সুযোগ দিন।
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪৩
রেজোওয়ানা বলেছেন: প্রফেসর শঙ্কু.....আপনাকে নিয়েই একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে! মানে আপনার তৈরি হবার পেছনে প্রফেসর হেশোরাম হুশিয়ারের প্রভাব কতটুকু তা নিয়ে-দেখা যাক!
আপনার গিয়ান বৃদ্ধির জন্য আরও দুই জন কবির বায়োগ্রাফি এড করা হলো!!
৩৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৫
সুরঞ্জনা বলেছেন: সাড়ে সর্বনাশ!! এক ঝাক প্রতিভাবান কবিকুল কুতায় হারালেন?
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪৬
রেজোওয়ানা বলেছেন: একমাত্র শাফিক আফতাব আর মুসাফির মাম্মা ছাড়া সবাই মোটামুটি শীতনিদ্রায় চলে গেছে
৩৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: জ্ঞান পেলাম। ব্লগের অভিজ্ঞরা আরও কিছু নাম দিয়ে জীবনের অপূর্ণতা পূর্ণ করার সুযোগ দিন।
৩৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৬
কাজী মামুনহোসেন বলেছেন: এইরাম হইলে, আমিও কবিতা লিখা শুরু কইরা দিমু।
উল্লেখ্য, আমার উপ্রে দিয়া রুলার গেলেও, মুখ দিয়া কবিতা বের হয় না...
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮
রেজোওয়ানা বলেছেন: আহা, তা কেন হবে!
চর্চায় কিনা হয়, কবিতা লেখার প্র্যাকটিস শুরু করেন। বলা তো যায় না চতুর্থ শ্রেনীর বাংলা বইতে কবিতা চলেও আসতে পারে
৩৬| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫১
দায়িত্ববান নাগরিক বলেছেন: পরিবেশ বন্ধু নাই কেনো !!
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩
রেজোওয়ানা বলেছেন: তিনি যে এমন জনপ্রিয় তা কি আর আমি জানি? জানলে তো সবার আগে তার নামটাই এড করে দিতাম
৩৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১:০০
মিনেসোটা বলেছেন: কত কত ছাগল পাগল কবি হয়ে গেল, আমার কবিতা কোন পাঠিকা পেল না
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬
রেজোওয়ানা বলেছেন: পাঠিকা না পাক, পাঠক তো পায়, তাতেই চলবে
৩৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১:০৮
শশী হিমু বলেছেন: বড়ই ফেন্টাস্টিক হৈছে পোষ্ট!
এক জন বাদে বাকিদের চিনতাম। বাকি একজনকে চিনিয়া গেলাম।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫১
রেজোওয়ানা বলেছেন: এই জন্য দেখা হলে আমারে এক কাপ চা খাওয়াইয়া দিও
৩৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১:১৪
ভারসাম্য বলেছেন: স্যার সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু ছারের নামটাও আসা উচিৎ। উনি যদিও নাচ,গান,অভিনয় আর গল্প-উপন্যাসেই বেশি মনোযোগী ছিলেন তবে উচ্চমার্গীয় কবিতাও কিছু কিছু লিখেছিলেন ।
এখানে তাঁর কিছু কবিতা পাবেন।
+++
৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪
রেজোওয়ানা বলেছেন: উনি তো সামুর সম্পদ!
তবে এই ভচ কি কাব্য রচনা করেন, চোখে পরে নাই আগে! উনার নিজের কারিশমাটিক পোস্ট পড়তে পড়তেই তো হয়রান হয়ে গেছি
লিংকের জন্য অনেক ধন্যবাদ
৪০| ৩১ শে মে, ২০১৩ রাত ১:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: মাইকেল মেহেদী, কবি শফিকুল,কবি আফতাব আমার খুব প্রিয় কবি
৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪
রেজোওয়ানা বলেছেন: তাহলে 'চিমটি' মাসুম ভাই!
৪১| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৫১
রাতুল_শাহ বলেছেন: হুম
৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯
রেজোওয়ানা বলেছেন: হুমাইলে ফাইন করা হবে
৪২| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৭
বাংলার হাসান বলেছেন: এক একজন সেইরম প্রতিভা।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৩
রেজোওয়ানা বলেছেন: অসাধারন কাব্য প্রতিভ বলতেই হবে!
আমি ৫০ বছর চেষ্টা করলেও এমন লিখতে পারবো না
৪৩| ৩১ শে মে, ২০১৩ রাত ২:১১
জালিমের দুশমন বলেছেন: এইসব ফাউল লোকদের সাথে "পাহাড়ের কান্না"কে এক তালিকায় রাখার প্রতিবাদ জানাচ্ছি এবং তার নাম বাদ দেয়ার দাবী জানাচ্ছি।
সামুর অন্যতম জনপ্রিয় একজন ছড়াকারকে কিছু উদ্ভট ভাড়ের সাথে তুলনা দিয়েছেন। আমার মনে হয় এটা ইচ্ছাকৃত।
৩১ শে মে, ২০১৩ রাত ২:২৪
রেজোওয়ানা বলেছেন: অদ্ভুত!!
পাহাড়ের কান্নাকে নিয়ে আমি কি লিখেছি সেটা কি পড়ে দেখেছেন?
এখানে সামুতে যারা মজার কবিতা লেখে তাদের সম্পর্কে লেখা হয়েছে, আপনিই বা কেন তাদের ফাউল বলছেন?
একটা নির্দোশ ফান পোস্টে আপনার এমন আক্রমনাত্ম মন্তব্যটাও আমার কাছে "ইচ্ছাকৃত" ঘোট পাকানো বলে মনে হচ্ছে।
৪৪| ৩১ শে মে, ২০১৩ রাত ২:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: ধ্রুপদী কবি শফিক আফতাব এবং প্রদীপ হালদারের আমি একনিষ্ঠ ভক্ত। প্রদীপ হালদারের ভূতের অস্তিত্ব সিরিজে আমার মন্তব্যগুলো পাঠ করলেই উনার প্রতি আমার ভক্তির যৎসামান্য ধারণা পাওয়া যাবে।
সকলের মত আমিও পরিবেশ বন্ধুর নাম অন্তর্ভুক্তির তীব্র দাবী জানাইলাম।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ আমি দেখেছি! আমিও উনার একনিষ্ঠ ভক্ত, রেগুলার উনার পোস্ট পড়ি! প্রদীপ ভাই খুব ভাল মানুষ, উনাকে আমি ভুতোলজিস্ট ভাইয়া ডাকি, তবুও উনি মাইন্ড করেন নাই
পরিবেশ বন্ধুর ব্যপাক জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে যাচ্ছি তো
৪৫| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ব্লগ জীবন ধন্য ...।
আজকের পর থেকে যদি আর ব্লগিং করতে না পারি , কুন আপচুস থাকপে না ...।।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪
রেজোওয়ানা বলেছেন: কই মডুরা কই গেলো মনিরা আপুরে একখান সুলেমানি ব্যান দিয়া দেন....আপা ফ্যান্টাস্টিক কবিদের দেখে ব্লগিয় নির্বান লাভ করেছেন
৪৬| ৩১ শে মে, ২০১৩ ভোর ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট খান পড়ে দারুণ বিনোদিত হলাম।কমেন্টগুলো ও দারুণ হয়েছে। পোস্টে ভাল লাগা।
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:০০
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সেলিম ভাই!
শুভ দিন
৪৭| ৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আমিন আমিন, সুম্মা আমিন
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:১০
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
গ্রেইট!!
৪৮| ৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মুসাফির মাম্মাকে অনেক ভাল লাগে। মাম্মা আমাকে গ্যানী দলে নিয়েছেন। শফিক আফতাবকেও ভাল লাগে। উনার মা বিষয়ক কবিতা পড়েছিলাম, খুবই কষ্টের।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪০
রেজোওয়ানা বলেছেন: শফিক আফতাব ভাই এত বেশি কবিতা পোস্ট করেন যে উনার কবিতা পড়ার ধৈর্য্য থাকে না।
ভাল আছেন আশাকরি স্বর্ণা।
শুভ রাত..
৪৯| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৪১
সোহাগ সকাল বলেছেন: হেহেহে!
এই কবিগুচ্ছের নুভেল পুরুস্কার দাভী করচি!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: কয়কজন তো ক্রিয়েটিভ তো অবশ্যই।
দারুন ক্রিয়েটিভনেস ছাড়া এমন মজা আসলে করা যায় না
৫০| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪৯
অন্তহীন বালক বলেছেন: ফ্যান্টাস্টিক ফাইভে যাইতে মুঞ্চায়।।
পেক পেক টা আগেই দেখেছি।
বাকীগুলো দেখে ভাল লাগল।।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৫
রেজোওয়ানা বলেছেন: ফ্যান্টাস্টিক ফাইভে যেতে বলে আপনাকে 'বস' হতে হবে আগে
৫১| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫০
মাক্স বলেছেন: পোস্ট পৈড়া আনন্দ পাইলাম!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৬
রেজোওয়ানা বলেছেন: মন্তব্য পৈড়া খুশি হইলাম
৫২| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩
অপর্ণা মম্ময় বলেছেন: সুপ্রভাত আপু !
সারারাত তো আর ঘুমাইতেই পারলাম না ওপ হোপ ওপ হোপ এর জন্য ! ঘুমাইতে গেলেই চোখে ভাসে নাচের স্টাইল আর কানে বাজছে ওপ হোপ ওপ হোপ আর পেক পেক পেক ,
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৮
রেজোওয়ানা বলেছেন: মুসাফির মাম্মার গিয়ানী দলে যোগদান করুন অপর্না আপু! আমরা অলরেডি গর্বিত সদস্য হয়ে গেছে
গরমে মারা যাচ্ছি
৫৩| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: মহাকবি মাইকেল মেহেদীকে আমি পাই নাই। খুব মিস করে ফেলছি। তবে বাকি সবাইকেতো দেখেছিই। অসাধারণ একটা পোস্ট আপু! প্রিয়তে নিলাম।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫০
রেজোওয়ানা বলেছেন: মাইকেল মেহেদির কর্মকান্ড দেখার আর উনার সেই সব বিদঘুটে পোস্টে মন্তব্য করার সৌভাগ্য হইছিল আমার।
রিপ্লাই গুলাও ছিল বিশাল ক্যারিশমাটিক
৫৪| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮
নস্টালজিক বলেছেন: ভুতোদাদা!
ইস্ট ওর ওয়েস্ট, ভুতোদাদা ইজ দ্যা বেস্ট!
এ রকম গম্ভীরমুখে ভুতের মত গাম্ভীর্যপূর্ন একটা সাবজেক্ট নিয়ে দিনের পর দিন কাব্য প্রতিভার বিস্ফোরণ ঘটানো চাট্টি খানি কথা না!
দুরন্ত পোস্ট, রেজ!
শুভেচ্ছা নিরন্তর!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫২
রেজোওয়ানা বলেছেন: তোমার নামকরণও যথার্থ হয়েছে। আর এই ব্লগে প্রদীপ হালদার ভাইয়ের এক এবং অদ্বিতীয় ফ্যান তো তুমিই.....তোমার উচিত ভুতো দাদাকে নিয়ে একটা ভৌতিক লিরিক রচনা করা!
এরপর বি মাইনর না সি মাইনর কি বলে সেই গিটার ধরে দুলে দুলে গান গেয়ে সেটা ইউটিউবে আপলোড করা
৫৫| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মহাকবি আফতাব আহমেদই শুধু কমন পড়লো । বাকিদের চিনিনা
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৫
রেজোওয়ানা বলেছেন: এইবার চিনে নিন মন্ত্রী সাহেব!
দপ্তর চালাবেন আর এই সব 'বস'দের চিনবেন না, তা তো হওয়া উচিত নয়
৫৬| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫১
শুকনোপাতা০০৭ বলেছেন: হাহাহা... পড়ে খুবই মজা পেলাম!!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৬
রেজোওয়ানা বলেছেন: কেউ মজা পাচ্ছে সেটা দেখার মধ্যেও একটা মজা আছে
৫৭| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:৪৯
শব্দহীন জোছনা বলেছেন:
সবগুলা ছড়াই ভীষণ মজার ।
সুলতা, তুমি আমার
বাগানের মধ্যে সদ্য প্রস্ফুটিত
তাজা গোলাপদেখার অনুভূতি
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫
রেজোওয়ানা বলেছেন: কবি শফিকুল ইসলামের কবিতায় তার কাব্য প্রেয়সী সুলতার যে নান্দনিক ও শৈল্পিক সৌন্দর্য খুঁজে পাওয়া যায় তা সামগ্রিক ও কাব্যময়। কবি জীবনানন্দ দাসের বনলতাসেনের মতো কোন খন্ড চিত্রকল্প নহে। বর্ণনা এখানে সফল, কাব্যময় এবং জীবন্ত।
৫৮| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:২১
তুষার আহাসান বলেছেন:
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮
রেজোওয়ানা বলেছেন:
৫৯| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:২৭
দূর্যোধন বলেছেন: আমার প্রিয় কবি হইলেন আফতাব হোসেন । মাই ল্যাব । (হৃদয় খান প্রকাশের ইমোটা যোগ করা দরকার )
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
রেজোওয়ানা বলেছেন: দাঁত হলুদ হয়ে গেলে বাদামি টাই পরবেন".....এইটা আমার প্রিয় কবিতার লাইন!
আমারও প্রিয় কবি আফতাব হোসেন, তার কোন রচনা আমি পড়তে মিস করি না! উনি আমাকে কবিতার বইতে অটোগ্রাফ দিবেন বলসেন
ব্লগে আবার নিয়মিত হয়ে যান দূর্যোধন! কতদিন সিনেমা রিভিউ পোস্ট দেন না, আমরা মিস করি
৬০| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার পূর্বের মন্তব্যটা মুছে দেয়ার জন্য অনুরোধ করছি।
হ্যাভি মাস্তি পোস্ট। না পড়েই মন্তব্য করে বোকা বনে গেলাম। আসলে ব্লগে কবি বলতে আমি শহিদুল ভাইকেই চিনি। আরো কয়েক জন আছেন। যেমনঃ টোকন ঠাকুর। তিনি নিয়মিত ব্লগার নন। তবে তার কবিতা বেশ লাগে।
ধন্যবাদ আপু। ভালো থাকুন।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪১
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
পোস্ট না পাড়ার শাস্তি!
একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে
৬১| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:০৫
নোমান নমি বলেছেন: সবগুলার মধ্যে পাকা বেষ্ট
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩
রেজোওয়ানা বলেছেন: পাকা আসলেই জিনিয়াস!
আর কবি আফতাবও কিন্তু কম যান না, মেইন নিকে সে দূর্দান্ত কবিতা লেখে! সামুর বেস্ট পাঁচ জন কবির মধ্যে অন্যতম
৬২| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু বলার নেই এই পোস্ট আমার সংকলনে যুক্ত করে দিয়েছি।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩
রেজোওয়ানা বলেছেন: মি হ্যাপি!!!
(বাবু ইংলিশে রিপ্লাই দিলাম)
৬৩| ০১ লা জুন, ২০১৩ রাত ২:০৫
মামুন হতভাগা বলেছেন: প্রিয় প্লাস প্লাস।ইতিহাসের অনেক কিছু জানানোর জন্য অনেক ধন্যবাদ
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫
রেজোওয়ানা বলেছেন: কষ্ট করে এই জন দূর্লভ ইতিহাস জেনে নিজের গিয়ান বৃদ্ধি করার জন্য আপনাকেও ধণ্যবাদ মামুন
৬৪| ০১ লা জুন, ২০১৩ রাত ২:৩১
ফারজুল আরেফিন বলেছেন:
২০+
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬
রেজোওয়ানা বলেছেন: হেই ফারজুল, খবর কি বিসিএস কেমন হলো?
বেস্ট উইশেস....
৬৫| ০১ লা জুন, ২০১৩ রাত ২:৫২
ঘুড্ডির পাইলট বলেছেন: মাম্মা মুসাফির এর গান্টার ভিডু দেখতে মুঞ্চাইতাছে
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭
রেজোওয়ানা বলেছেন: আপনি কোরিওগ্রাফ করবেন?
৬৬| ০১ লা জুন, ২০১৩ রাত ৩:২৪
জালিমের দুশমন বলেছেন: বাহ! এডিট করে ফেলেছেন! মারহাবা!
আপনিতো এখন নিজেই ঐ ফাউলদেরকে ফাউল হিসেবে প্রতিষ্ঠিত করলেন।
যাক, তবু ভাল।
৬৭| ০১ লা জুন, ২০১৩ সকাল ৭:২৬
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: চরম পোস্ট আপা!!!
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭
রেজোওয়ানা বলেছেন: ভুতের গল্প লেখা কতদুর?
৬৮| ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৩০
আট বছর আগের এক দিন বলেছেন:
মহাকবি মেহেদীর ফেভারিট লিষ্টের পোষ্ট গুলাও জোস ।
==
বলেন কি একশ কবিতা পার মানথ ... জ্ঞানবিজ্ঞানের সকল শাখায় তো দেখি উনার অবাধ পদচারনা । সাহিত্য, ন্যাক্রোম্যানসি, স্পেক্ট্রোলজি, সিউডোসাইনস, প্যারাসাইকোলজি ...এরাম যা কিছু আছে সব কিছুর রিমিক্সে নতুন একটা ফিলোসফির ব্রাঞ্চ স্টাবলিশ করে বসেরে সেটার ফাদার হিসাবে ঘোসনা করার দায়িত্ব নিজ কাধে নিয়ে নিতে পারেন...
===
আর আফতাব তো কবিতার আকাশে বাতাসে সুনামী ঘটায়া ফেলিয়াছে...
===
মুসাফির মাম্মার পুষ্ট দেখলাম...কাব্যজগতের আক্সিস পুরাই ডিস্প্লেসড কৈরা ফেলসে মাম্মা ওপ ওপ...
==
'উদভ্রান্ত যুগের শুদ্ধতম’ কবি স্যার শফিকুল রে লয়া কিছু না বলি...
রিপ জীবনানন্দ, হেইল ষপিকুল..
এইটা দেখেন...
:প
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০
রেজোওয়ানা বলেছেন: একশ কবিতা মানে আর কি বলছি! তবে ইদানিং দাদা পোস্ট দেয়া একটু কমিয়ে দিয়েছেন, মাসে ৩০/৪০টায় নেমে এসছে
.......
কবি আফতাব সাহেবের জনপ্রিয়তা দেখে অনেকেই ঈর্ষান্বিত হচ্ছে
..........
মুসাফির মাম্মা এখন ফেইসবুকে তার একটা শাখা খুলছে!!
...........
সেদিন একজনের নাম দেখলাম জীবনান্দ নাথ ঠাকুর
৬৯| ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৩৫
আট বছর আগের এক দিন বলেছেন:
মহাকবি মেহেদীর ফেভারিট লিষ্টের পোষ্ট গুলাও জোস ।
==
বলেন কি একশ কবিতা পার মানথ ... জ্ঞানবিজ্ঞানের সকল শাখায় তো দেখি উনার অবাধ পদচারনা । সাহিত্য, ন্যাক্রোম্যানসি, স্পেক্ট্রোলজি, সিউডোসাইনস, প্যারাসাইকোলজি ...এরাম যা কিছু আছে সব কিছুর রিমিক্সে নতুন একটা ফিলোসফির ব্রাঞ্চ স্টাবলিশ করে বসেরে সেটার ফাদার হিসাবে ঘোসনা করার দায়িত্ব নিজ কাধে নিয়ে নিতে পারেন...
===
আর আফতাব তো কবিতার আকাশে বাতাসে সুনামী ঘটায়া ফেলিয়াছে...
===
মুসাফির মাম্মার পুষ্ট দেখলাম...কাব্যজগতের আক্সিস পুরাই ডিস্প্লেসড কৈরা ফেলসে মাম্মা ওপ ওপ...
==
'উদভ্রান্ত যুগের শুদ্ধতম’ কবি স্যার শফিকুল রে লয়া কিছু না বলি...
রিপ জীবনানন্দ, হেইল ষপিকুল..
এইটা দেখেন...
:প
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১
রেজোওয়ানা বলেছেন: ওরে জমজ কমেন্ট পাইছি রে এ এ এ
ঢিংকা চিকা, ঢিংকা চিকা!!!!
৭০| ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৩৮
আট বছর আগের এক দিন বলেছেন:
ষুলটা
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২
রেজোওয়ানা বলেছেন: দেখতাছি....
৭১| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:২২
মুসাফির৭৫৮৪ বলেছেন: ওপ ওপ ওপ এ ও মাম্মা মাম্মী ওপ ওপ ওপ মাম্মা স্টাইল।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩
রেজোওয়ানা বলেছেন: মাম্মা, আপ্নে তো ফেমাস হইয়া গেসেন মাম্মা!
ওপ ওপ ওপ
৭২| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা দারুন! কিছু লেখা তো অস্থির বিনুদুন!
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭
রেজোওয়ানা বলেছেন: হু, চরম ক্রিয়েটিভিটি না থাকলে আসলে এমন মজা করা যায় না
৭৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন:
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
রেজোওয়ানা বলেছেন:
৭৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৮
মহামহোপাধ্যায় বলেছেন: ব্যপক বিনোদন পেলাম আপু
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
আপনাদের মন্তব্য পড়ে আমারও ভাল লাগছে
৭৫| ০২ রা জুন, ২০১৩ রাত ২:১৮
রেজওয়ান তানিম বলেছেন: পাকার লেখাগুলো এই পোস্টের ক্রাইটেরিয়ায় পড়ে কিনা বুঝতে পারছি না
তবে বাকিরা সেরকম কবি
উনাদের কাছ থেইকা দীক্ষা নেওন লাগবো
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
রেজোওয়ানা বলেছেন: এই পোস্টটা মূলত: যারা মজা করে কবিতা লেখে তাদের নিয়েই দিয়েছিলাম, সেই হিসাবে পাহাড়ের কান্নাকে রেখেছি...কারণ তার সব কবিতাই মজার রিমেকিং।
আর বাকিদেরও তেমন ফেলনা হিসেবে আসলে আমি দেখছি না এবং আমি আশা করছি আমার কোন বাক্যে তেমন কিছু আমি বুঝিয়েছে। যেমন কবি আফতাব হোসেন..তিনি মজা করেই এভাবে কবিতা লেখেন, কিংবা মাম্মা মুসাফির! মেইন নিকে এটা সামহোয়্যার ইনের বেস্ট ১০ জন কবিদের মধ্যেই থাকবেন বলে আমার বিশ্বাস।
এছাড়া অনুপশ অনুষঙ্গ ভাইয়ের নাম এখানে নিয়ে এসেছিলাম সামুর সর্বাধিক কবিতা পোস্টদাতা হিসাবে, তার কবিতার কোন ক্রিটিকস কিন্তু আমি করি নাই। একই কথা প্রযোজ্য প্রদীপ হালদার ভাইয়ের ক্ষেত্রেও।
আর সব কথার শেষ কথা এটা একটা ফান পোস্টে, এটাকে সেভাবে নিলেই খুশি হতাম।
যাই হোক, পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ তানিম।
শুভ সন্ধ্যা
৭৬| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মুনসী১৬১২ বলেছেন: হা হা হা
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
রেজোওয়ানা বলেছেন: হে হে হে
৭৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৩
মাগুর বলেছেন: বিয়াফুক মজা আর ২৫তম প্লাসের সহিত প্রিয়তে নিলাম
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
রেজোওয়ানা বলেছেন: প্রিয়তে!!!
ডিংকা চিকা
ডিংকা চিকা
৭৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৭
কালীদাস বলেছেন: জানিনা এই কমেন্ট কবে আপনের চোখে পড়বে, তবুও বইলা যাই- আপনেরা লাকি যে আমি কবিতা লেখা ছাইড়া দিছি মেলা বছর হয়। নাইলে আজকে এই লিস্টে পয়লা নিকটা আমার থাকত
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
রেজোওয়ানা বলেছেন: কমেন্ট চোখে পরসে!
আরও একটা পোস্ট দিসিলাম, সেইটা পড়েন নাই। ঐটা আগে পড়েন তারপর অন্য কথা
৭৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হিপ্নোথেরাপিক কবি আফতাব আমার প্রিয় কবি
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
রেজোওয়ানা বলেছেন: আমারও!
এখন নতুন আরেকজন প্রিয় কবি হইছে, মাম্মা মুসাফির :-<
৮০| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০২
শাহেদ খান বলেছেন:
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
রেজোওয়ানা বলেছেন:
৮১| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৩
আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগছে
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু
৮২| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: পাকা আর গরম কফি কে ভালো লাগে...বাকিদেরটাও পড়ব আস্তে আস্তে..+++++++++++++
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
রেজোওয়ানা বলেছেন: পড়ুন, আশাকরি ভাল লাগবে।
শুভেচ্ছা মায়াবতী
৮৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫২
নীরব 009 বলেছেন: ২৮ তম ভাললাগা
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
রেজোওয়ানা বলেছেন: অনেক ধণ্যবাদ নীরব
৮৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৫
অর্পণ! বলেছেন:
আমার একটা কোবতেও আপনের চোক্ষে পড়লো না ! আমিও কত কোবতে লেকছি...আপনের চোখ আসলেই নষ্ট হয়ে গেছে মডু আফা
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
রেজোওয়ানা বলেছেন: আপনাকে আরও আরও প্রাকটিস করতে হবে
৮৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:২৩
চানাচুর বলেছেন: হাসতে হাসতে হাসিখুশি হয়ে গেলাম আপু
০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
রেজোওয়ানা বলেছেন: ওহ তোমার কাকের পোস্ট পড়লাম কালকে। মোবাইল দিয়ে বলে মন্তব্য করতে পারি নাই!
দারুন একখান ঘটনা লিখছো
৮৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:২৮
চানাচুর বলেছেন: ক্যাম্পাসে লাফাঙ্গা এক কবি গত দুই বছর ধরে কবিতা লিখে লিখে মেয়েদের লিংক পাঠাতো। তার কবিতাও সেরকম অখাদ্য ছিল। এরপর জেইউ ক্রাশ এন্ড কনফেশান পেইজে তাকে কে যেন সুন্দর একটা ডলা দিয়েছিল এবং পোস্ট আসার পর সমগ্র জাতি মিলে কমেন্টে তাকে আচ্ছা ডলা দেওয়ার পর সে এখন কবিতা লেখা ছেড়ে দিয়েছে
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৫
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
আহা কবির এই দশা করলো কোন সে পাষন্ড!!
৮৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:১৮
হৃদছায়া বলেছেন: সযন্তে তাকে তুলে রাখার মত পোস্ট, অনেক ধন্যবাদ, সব বিখ্যাত কবিদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য।
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৬
রেজোওয়ানা বলেছেন: পড়েছেন দেখে খুব ভাল লাগলো হৃদছায়া!
ভাল থাকবেন....
৮৮| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন:
আপতাব ভাইরে মিস করি।
পাকারে খুজি...
বাকীদের নিয়া কিছু কমুনা।
হায়রে কপাল একটা কবিতাও লেখতে পারলামনা; তালিকায় থাকার মতো ... আপসোস...
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
রেজোওয়ানা বলেছেন: সুপান্থ ভাই কি যে বলেন, আপনি হলেন ব্লগে যারা আসলেই ভাল কবিতা লিখিয়ে তাদের মধ্যে অন্যতম!
আপনাদের নিয়ে কিছু লেখার ধৃষ্টতা আমি কোনদিনই করবো না
ভাল থাকবেন
শুভেচ্ছা...
৮৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫
কালীদাস বলেছেন: কি করুম, উপযুক্ত ভাষা খুঁইজা পাই নাই ঐটার জন্য। মাইন্ড কইরেন না, কমেন্ট না করলেও তো আপনের টের পাওনের কথা না
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৯
রেজোওয়ানা বলেছেন: আমি কি মাইন্ড রিডিং জানি বলে আপনি ভাবছেন নাকি? :#> :!>
৯০| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কবিগরু মাইকেল মেহেদি আর সুলতার স্রষ্টা এসএফকে এনারা দুইজনই মহান। এদের সাথে একই সারিতে অন্য কবিদের নাম নিয়া পাপ মানে মহাপাপ করসেন।
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৯
রেজোওয়ানা বলেছেন: হায়, আমি তবে মহাপাতকী হলাম!
এখন আমার নরকবাস কে ঠেকাবে
৯১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬
সুপান্থ সুরাহী বলেছেন:
আপু আমারে কি হাওয়া দিলেন ?
ভয় পাইছি...
আবার এইরাম কম্প্লিমেন্ট পাইলে ভালও লাগে...!!!
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:১০
রেজোওয়ানা বলেছেন: আরে ধুর!
হাওয়া দিম ক্যান!
কারেন্টের যা দাম ফ্যান চালাইলে অনেক খরচ আর হাত পাখায় হাওয়া দিতে গেলে হাত ব্যাথা করে
৯২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯
অপু তানভীর বলেছেন: আর যাই হোক, পেক পেক পেক টা বেষ্ট !!
+++++
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৭
রেজোওয়ানা বলেছেন: সে জন্যেই তো উনার উপাধি ছিল 'গুরু'!!
৯৩| ১৩ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪
বটবৃক্ষ~ বলেছেন: খেলি আমরা সাঁতারে,
পেঁক, পেঁক, পেঁক
ডুব দিয়ে মাছ ধরি,
কেঁক, কেঁক, কেঁক
এই সংগ্রামি মহাকবি বর্তমানে সামুতে আর কাব্য চর্চা করেন না, সামু সমাজকে দুঃখের সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন। আমি কান্না কব্বো!!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৮
রেজোওয়ানা বলেছেন: উনারা আসলে সামুর এক ধরনের প্রাণ ছিলেন
৯৪| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৮
অদৃশ্য বলেছেন:
বাংলা কাব্য জগতের নতুন ভাষারীতির প্রবর্তক হিপ্নোথেরাপিক কবি আফতাব হোসেন এর কবিতা পড়বার সৌভাগ্য আমার হয়েছে...
অন্যদেরগুলো আপনার সুবাদে পড়বার সুযোগ হলো আপু...
আমি এই টাইপের লিখাগুলো খুবই উপভোগ করি... কেননা আমার হাসতে খুবই ভালো লাগে...
ডেস্ক রিপোর্টে... হার্ডকাউ পার্টি... !!!
অসম্ভব ভালোলাগা
শুভকামনা...
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৮
রেজোওয়ানা বলেছেন: এই পোস্ট পড়লেন বলে খুব ভাল লাগলো কবি অদৃশ্য!
খুব ভাল থাকবেন....
শুভ রাত!
৯৫| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনি, হাসান ভাই এদের পোষ্টে ঢুকতে ভয় করে.......... জানি কমের পক্ষে দুই ঘন্টার মামলা.........
কেমনে সম্ভব বুঝতে পারিনা আপু.....
পড়ছি মহাকবিদের কবিতা........ এতগুলো লিংক যার বেশিরভাগই পড়া হয়নি.. বাংলিশে বলতে হয় সেইম আমার উপর........!!!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৯
রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্য পড়ে তো গর্বে দুই হাত মাটির উপরে উঠে গেলাম তুহিন ভাই
৯৬| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
প্যাপিলন বলেছেন: এক পোস্টে এরকম পঞ্চপান্ডব তুলে এনে অসাধারণ একটি কাজ করেছেন। কালের স্রোতে এসব কবি হারিয়ে গেছে। তবে আতুর ঘরেই মারা গেছেন এমন এক কবির খোজ পেয়ে পুরাই টাস্কিত। তিনি বেচে থাকলে সামু নিজে বাঁচতো কিনা সন্দেহ
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৮
রেজোওয়ানা বলেছেন: আহা কে সেই ক্ষনজন্ম কবি?
তাকে তো বাস্তুছাড়া করা হয়েছে দেখছি
৯৭| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩১
প্যাপিলন বলেছেন: আহা..ক্ষণজন্মা কবিটিকে এভাবে বাস্তুহারা করে সামু তার আর্কাইভের চরম ক্ষতি কল্লো যাই হোক ক্ষণজন্মা সেই কবির নিকটি ছিল-
আইতমাতব......শাইমবেক আপিলভ.....কাশিম কাইমভ......বেকসুলতান জাকিয়েব.........আমান সাসপায়েভ.......মুসা মুরতালিয়েভ.......রোজা রিস্কেলদিনোভা..........জুনাই মাভলিয়ানভ......কেনেশ জুসুপভ.........মার বাইজিয়েভ.......শুকুরবেক বেইশেনালিয়েভ.........কুবাৎবেক জুসু - নি:সন্দেহে সামুর সবচেয়ে বড় নিকনেম..আর তার একটি মাত্র কবিতা ছিল
কলকি করুন কলকি করুন.........
২৩ শে মে, ২০০৯ রাত ৮:৫৫
কলকি করুন কলকি করুন........
আমার বলগে কলকি করুন.......
ব্লগডি ভরে মনডি দিয়া কলকি করু.....
কলে কলে কল দিয়া কল্কি পুইরা কলকি করুন.......
কলকি করুন কলকি করুন........
প্রানডি দিয়া কলকি করুন.........
বলগে কলকি.....ভলগায় কলকি....
ঘরে কলকি........চরে কলকি.........
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৯
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: চন্দের জাডুকড় কবি আফতাব হোসেনের য়োনলাইন কভিত"
ত্না মামীর পুলা আমায় কইতেয়াসে বাবা
শুইনা আমি টাসকি খাইসি হইতেয়াসি হাবা
কাব্য প্রতিভাদের সাথে পরিচিত হয়ে ভাল লাগল