নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি অল্প তে খুশি হউয়া একটা সাধারন মেয়ে। আমার পরিচিতিঃ facebook.com/ musammat.samin https://musammatsamina.github.io

সাবিনা

আমার আমি মোসাম্মত সামিনা

সাবিনা › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে যেমন...

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০


কয়েকদিন আগেই ঘুরে এলাম ঢাকা থেকে দূরে খুলনা শহরে । একা একা মেয়েদের যাওয়া মানা তাই বান্ধবিকে সাথে নিয়ে বের হলাম। ঘুরতে আমার অনেক ভালো লাগে। অচেনা জায়গা চিনতে অনেক ভালো লাগে । ঘুরে দেখার মত অনেক কিছু আছে কিন্তু মেয়ে বলে বহদুর যাওয়ার আর সাহস করলাম না শুধু আসে পাশে কয়েক কিলো এরিয়া ঘুরে দেখলাম। ও রূপসা ঘাঁট এর পাড়ে ও একটু গিয়ে আসলাম। খারাপ লাগে নি জার্নি টা ভালোই কেটেছে। সত্যি কথা হল এই সময় টুকু নিজের মত করে ঘুরতে চাওয়া। জন্ম হওয়া মুহূর্তকে নিজের মত করে সাজাতে চাওয়া। গিয়েছিলাম দুবছর আগে মার্চ এ ভার্সিটির বান্ধবীর বাসায়। সেখানকার রিক্সা ভাড়া ও এত কম যে মাঝে মাঝে মনে হয় ঢাকাতে এমন হলে ভালো হতো। এবছর আর দূরে যাওয়া হলো না।কয়েকদিন আগেই ঘুরে এলাম ঢাকা থেকে দূরে খুলনা শহরে । একা একা মেয়েদের যাওয়া মানা তাই বান্ধবিকে সাথে নিয়ে বের হলাম। ঘুরতে আমার অনেক ভালো লাগে। অচেনা জায়গা চিনতে অনেক ভালো লাগে । ঘুরে দেখার মত অনেক কিছু আছে কিন্তু মেয়ে বলে বহদুর যাওয়ার আর সাহস করলাম না শুধু আসে পাশে কয়েক কিলো এরিয়া ঘুরে দেখলাম। ও রূপসা ঘাঁট এর পাড়ে ও একটু গিয়ে আসলাম। খারাপ লাগে নি জার্নি টা ভালোই কেটেছে। সত্যি কথা হল এই সময় টুকু নিজের মত করে ঘুরতে চাওয়া। জন্ম হওয়া মুহূর্তকে নিজের মত করে সাজাতে চাওয়া। গিয়েছিলাম দুবছর আগে মার্চ এ ভার্সিটির বান্ধবীর বাসায়। সেখানকার রিক্সা ভাড়া ও এত কম যে মাঝে মাঝে মনে হয় ঢাকাতে এমন হলে ভালো হতো। এবছর আর দূরে যাওয়া হলো না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১২:৪৮

সাবিনা বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.